ETV Bharat / state

অসুস্থ অনুব্রত, 21-এর মনিটরিং করছেন ঘর থেকেই - TMC

শারীরিক অসুস্থতার কারণে 21 জুলাইয়ের অনুষ্ঠানে থাকবেন না অনুব্রত মণ্ডল ৷ চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন তিনি ৷

অনুব্রত মণ্ডল-ফাইল ছবি
author img

By

Published : Jul 20, 2019, 8:09 PM IST

বোলপুর, 20 জুলাই: প্রতি বছরই তাঁকে দেখা গেছে শহিদ দিবসের অনুষ্ঠানে৷ 21 জুলাইয়ের অনুষ্ঠান অথচ তিনি উপস্থিত নেই তা কখনও হয়নি ৷ কারণ বীরভূম থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের কলকাতায় নিয়ে আসার দায়িত্ব তো যে তাঁর কাঁধেই দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, এবার যে শরীর ভালো নেই ৷ তাই 21 জুলাইয়ের অনুষ্ঠানে এই প্রথমবার দেখা যাবে না "দিদি"র কেষ্টকে৷

10 জুলাই SSKM হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ চারদিন হাসপাতালে ভরতি থাকার পর ছাড়া পান তিনি ৷ বর্তমানে চিকিৎসকের পরামর্শে রয়েছেন বিশ্রামে ৷ স্বশরীরে শহিদ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে না পারলেও সবকিছুর উপর নজর রয়েছে তাঁর ৷ জানিয়ে দিয়েছেন, বীরভূম থেকে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন দলের দু'লাখ কর্মী-সমর্থক ৷

আরও পড়ুন : অসুস্থ অনুব্রত, SSKM-এ মমতা

অনুব্রত মণ্ডলের অবর্তমানে জেলায় দলীয় সংগঠনের হাল ধরেছেন সহ সভাপতি অভিজিৎ সিংহ ওরফে রানা ৷ তিনি জানান, " শারীরিক অসুস্থতার জন্য অনুব্রত মণ্ডল 21 জুলাইয়ের মঞ্চে থাকতে পারছেন না ৷ তবে উনি ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখছেন ৷ আমাদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন ৷ জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী দেড় থেকে দুই লাখ কর্মী-সমর্থক শহিদ দিবসের অনুষ্ঠানে বীরভূম থেকে যাচ্ছেন ৷ "

বোলপুর, 20 জুলাই: প্রতি বছরই তাঁকে দেখা গেছে শহিদ দিবসের অনুষ্ঠানে৷ 21 জুলাইয়ের অনুষ্ঠান অথচ তিনি উপস্থিত নেই তা কখনও হয়নি ৷ কারণ বীরভূম থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের কলকাতায় নিয়ে আসার দায়িত্ব তো যে তাঁর কাঁধেই দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, এবার যে শরীর ভালো নেই ৷ তাই 21 জুলাইয়ের অনুষ্ঠানে এই প্রথমবার দেখা যাবে না "দিদি"র কেষ্টকে৷

10 জুলাই SSKM হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ চারদিন হাসপাতালে ভরতি থাকার পর ছাড়া পান তিনি ৷ বর্তমানে চিকিৎসকের পরামর্শে রয়েছেন বিশ্রামে ৷ স্বশরীরে শহিদ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে না পারলেও সবকিছুর উপর নজর রয়েছে তাঁর ৷ জানিয়ে দিয়েছেন, বীরভূম থেকে শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন দলের দু'লাখ কর্মী-সমর্থক ৷

আরও পড়ুন : অসুস্থ অনুব্রত, SSKM-এ মমতা

অনুব্রত মণ্ডলের অবর্তমানে জেলায় দলীয় সংগঠনের হাল ধরেছেন সহ সভাপতি অভিজিৎ সিংহ ওরফে রানা ৷ তিনি জানান, " শারীরিক অসুস্থতার জন্য অনুব্রত মণ্ডল 21 জুলাইয়ের মঞ্চে থাকতে পারছেন না ৷ তবে উনি ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখছেন ৷ আমাদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন ৷ জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী দেড় থেকে দুই লাখ কর্মী-সমর্থক শহিদ দিবসের অনুষ্ঠানে বীরভূম থেকে যাচ্ছেন ৷ "

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.