ETV Bharat / state

বাড়ছে সংক্রমণ, বীরভূমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 26

author img

By

Published : Jul 23, 2020, 2:18 PM IST

ক্রমশ বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । বীরভূমে এই মুহূর্তে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে 26 ।

Containment area in birbhum, covid 19 situation in birbhum
Containment area in birbhum, covid 19 situation in birbhum

সিউড়ি, 23 জুলাই : আনলক পর্বের শুরুতে বীরভূমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 9 । এরপর সেই সংখ্যা বেড়ে হয় 19 । এখন সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 26 ।

বীরভূমে সব থেকে বেশি কনটেনমেন্ট জ়োন রয়েছে রামপুরহাট মহকুমায় । সংখ্যাটা 15 । সিউড়ি মহকুমা এলাকায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 6 । বোলপুর মহকুমায় রয়েছে 5টি কনটেনমেন্ট জ়োন । রামপুরহাটের 15 নম্বর ওয়ার্ডের ভাঁড়শালাপাড়া মোড়ে একটি বেসরকারি হোটেল এবং তার সংলগ্ন এলাকাকে আজ সকালে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ।

সংক্রমণ রুখতে সপ্তাহে দু'দিন করে লকডাউনের পাশাপাশি 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত জেলার কয়েকটি পৌর এলাকায় লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, বোলপুর ও দুবরাজপুর পৌরসভা এলাকায় জারি থাকবে লকডাউন । ছাড় দেওয়া হবে শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় মাইকিং করে একটি হোয়াটসঅ্যাপ নম্বর জানানো হবে । কেউ নিজে থেকে কোরোনা পরীক্ষা করতে চাইলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে । সেক্ষেত্রে প্রশাসন তাঁর পরীক্ষার ব্যবস্থা করতে উদ্যোগী হবে ।

বীরভূমে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 379 । এই মুহূর্তে চিকিৎসাধীন 42 জন । সুস্থ হয়েছে 334 জন ।

সিউড়ি, 23 জুলাই : আনলক পর্বের শুরুতে বীরভূমে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 9 । এরপর সেই সংখ্যা বেড়ে হয় 19 । এখন সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 26 ।

বীরভূমে সব থেকে বেশি কনটেনমেন্ট জ়োন রয়েছে রামপুরহাট মহকুমায় । সংখ্যাটা 15 । সিউড়ি মহকুমা এলাকায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 6 । বোলপুর মহকুমায় রয়েছে 5টি কনটেনমেন্ট জ়োন । রামপুরহাটের 15 নম্বর ওয়ার্ডের ভাঁড়শালাপাড়া মোড়ে একটি বেসরকারি হোটেল এবং তার সংলগ্ন এলাকাকে আজ সকালে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ।

সংক্রমণ রুখতে সপ্তাহে দু'দিন করে লকডাউনের পাশাপাশি 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত জেলার কয়েকটি পৌর এলাকায় লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, বোলপুর ও দুবরাজপুর পৌরসভা এলাকায় জারি থাকবে লকডাউন । ছাড় দেওয়া হবে শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় মাইকিং করে একটি হোয়াটসঅ্যাপ নম্বর জানানো হবে । কেউ নিজে থেকে কোরোনা পরীক্ষা করতে চাইলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবে । সেক্ষেত্রে প্রশাসন তাঁর পরীক্ষার ব্যবস্থা করতে উদ্যোগী হবে ।

বীরভূমে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 379 । এই মুহূর্তে চিকিৎসাধীন 42 জন । সুস্থ হয়েছে 334 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.