ETV Bharat / state

NRC হচ্ছে না, CAA-র জন্য কারও নাগরিকত্ব যাবে না : মুকুল

রাজ্য BJP-র অনেকে NRC ও CAA নিয়ে যা বলছেন তা ঠিক নয় ৷ রাজ্য থেকে কাউকে তাড়ানো হবে না ৷ আজ তারাপীঠে পুজো দিতে গিয়ে CAA ও NRC প্রসঙ্গে এই কথা বললেন মুকুল রায় ৷

CAA
মুকুল রায়
author img

By

Published : Jan 23, 2020, 1:37 PM IST

রামপুরহাট, 23 জানুয়ারি : রাজ্যে NRC হচ্ছে না, জানালেন মুকুল রায় ৷ পাশাপাশি CAA-র জন্য কারও নাগরিকত্ব যাবে না, একথাও বলেন তিনি ৷ মুকুলবাবু বলেন, "NRC নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়নি ৷" CAA ও NRC প্রসঙ্গে রাজ্যে তৃণমূল-BJP সংঘাতের পরিবেশ চরমে ৷ এই পরিস্থিতিতে মুকুল রায়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আজ বেলা 10 টা নাগাদ তারাপীঠে পুজো দিতে আসেন মুকুল রায় ৷ তারাপীঠে তাঁকে CAA ও NRC প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ উত্তরে তিনি বলেন, "NRC হবে একথা অমিত শাহ কোথাও বলছেন না ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি ৷ CAA-র ফলে একজন মানুষেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না ৷ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো দেশগুলিতে যেসব সংখ্যালঘু মানুষরা অত্যাচারিত, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে ৷"

NRC প্রসঙ্গে বলছেন BJP নেতা মুকুল রায়

আরও পড়ুন : বাংলাদেশের মুসলমানদের ঢুকতে দেব না : দিলীপ ঘোষ

মুকুলবাবু আরও বলেন, "রাজ্য থেকে কাউকে বিতাড়িত করা হবে না ৷ যারা আছে, তারা সবাই থাকবে ৷ " দিলীপ ঘোষসহ আরও কয়েকজন BJP নেতা CAA নিয়ে তাহলে কি বিভ্রান্তি ছড়াচ্ছেন ? সাংবাদিকরা এই প্রশ্ন করেন মুকুলকে ৷ উত্তরে মুকুল বলেন, "আমি কারও নাম করতে চাই না ৷ তবে যারা বলছেন, তারা ঠিক কথা বলছেন না ৷ ভুল বলছেন ৷"

গতকালই সুপ্রিম কোর্টে CAA-র বিরুদ্ধে 144 টি পিটিশনের শুনানি হয় ৷ সিদ্ধান্ত হয় সাংবিধানিক বেঞ্চ গঠনের ৷ এই পরিস্থিতিতে বঙ্গ BJP-র অন্যতম হেভিওয়েট মুকুল রায়ের এই মন্তব্যকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা ৷

রামপুরহাট, 23 জানুয়ারি : রাজ্যে NRC হচ্ছে না, জানালেন মুকুল রায় ৷ পাশাপাশি CAA-র জন্য কারও নাগরিকত্ব যাবে না, একথাও বলেন তিনি ৷ মুকুলবাবু বলেন, "NRC নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়নি ৷" CAA ও NRC প্রসঙ্গে রাজ্যে তৃণমূল-BJP সংঘাতের পরিবেশ চরমে ৷ এই পরিস্থিতিতে মুকুল রায়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷

আজ বেলা 10 টা নাগাদ তারাপীঠে পুজো দিতে আসেন মুকুল রায় ৷ তারাপীঠে তাঁকে CAA ও NRC প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ উত্তরে তিনি বলেন, "NRC হবে একথা অমিত শাহ কোথাও বলছেন না ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি ৷ CAA-র ফলে একজন মানুষেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না ৷ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো দেশগুলিতে যেসব সংখ্যালঘু মানুষরা অত্যাচারিত, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে ৷"

NRC প্রসঙ্গে বলছেন BJP নেতা মুকুল রায়

আরও পড়ুন : বাংলাদেশের মুসলমানদের ঢুকতে দেব না : দিলীপ ঘোষ

মুকুলবাবু আরও বলেন, "রাজ্য থেকে কাউকে বিতাড়িত করা হবে না ৷ যারা আছে, তারা সবাই থাকবে ৷ " দিলীপ ঘোষসহ আরও কয়েকজন BJP নেতা CAA নিয়ে তাহলে কি বিভ্রান্তি ছড়াচ্ছেন ? সাংবাদিকরা এই প্রশ্ন করেন মুকুলকে ৷ উত্তরে মুকুল বলেন, "আমি কারও নাম করতে চাই না ৷ তবে যারা বলছেন, তারা ঠিক কথা বলছেন না ৷ ভুল বলছেন ৷"

গতকালই সুপ্রিম কোর্টে CAA-র বিরুদ্ধে 144 টি পিটিশনের শুনানি হয় ৷ সিদ্ধান্ত হয় সাংবিধানিক বেঞ্চ গঠনের ৷ এই পরিস্থিতিতে বঙ্গ BJP-র অন্যতম হেভিওয়েট মুকুল রায়ের এই মন্তব্যকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা ৷

Intro:Body:তারাপীঠে পুজো দিলেন বিজেপি নেতা মুকুল রায় । বুধবার রাত্রে তারাপীঠে পৌছান মুকুল রায় । আজ বেলা দশটা নাগাদ তিনি তারাপীঠে মাতারাকে পুজো দেন তিনি । এরপর সিউরিতে পৌঁছান মুকুল রায় । বীরভূমের লাভপুরে খুনের ঘটনায় সিউরি থানায় হাজিরা দেন তিনি । পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন, " পশ্চিমবঙ্গে এনআরসি হবে না l আমার বিরুদ্ধে 42 টি মামলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আইনের উপর বিশ্বাস আছেl" তিনি আরো বলেন" ভারতবর্ষের মন্ত্রিসভায় এখনো পর্যন্ত এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি, যারা এই বিষয়ে প্রচার করছেন তারা ভ্রান্ত প্রচার করছেন"l Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.