ETV Bharat / state

লকডাউন অমান্যকারীদের লজেন্স দিয়ে সচেতন করল পুলিশ - lockdown awareness campaign by policce in west bengal

অযথা রাস্তায় বেরোনো মানুষজনকে লজেন্স দিয়ে সচেতন শান্তিনিকেতন থানার পুলিশের । আজ থেকে এই অভিনব উদ্য়োগ নেওয়া হয় পুলিশের তরফে ।

লজaa
লজেন্স
author img

By

Published : Apr 8, 2020, 3:55 PM IST

শান্তিনিকেতন, 8 এপ্রিল : এতদিন লকডাউন না মানলেই পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তারের খবর সামনে আসছিল । এবার লকডাউন অমান্যকারীদের একটু অন্যরকম 'ট্রিটমেন্ট' দেওয়ার পথে হাঁটল শান্তিনিকেতন থানার পুলিশ । না মারধর, না গ্রেপ্তার । বরং মিষ্টি মুখে হাতে লজেন্স তুলে দিয়ে সচেতনার পাঠ দেওয়া হচ্ছে লকডাউন অমান্যকারীদের ।

কোরোনা সংক্রমণ রোধে সারা দেশে জারি রয়েছে লকডাউন । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বারবার মানুষকে সচেতন করা হচ্ছে । মেনে চলতে বলা হচ্ছে লকডাউন । অনুরোধ করা হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে । বোঝানো হচ্ছে বাড়িতে থেকেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সম্ভব । সামাজিক দূরত্ব মেনে চলারও আবেদন করা হচ্ছে বারবার । কিন্তু অনেকে কর্ণপাত করছেন না সেসব কথায় । হালকা ভাবেই নিচ্ছেন কোরোনা সংক্রমণ । প্রয়োজন ছাড়াই মাঝে-মধ্যে রাস্তায় বেরিয়ে পড়তে দেখা যাচ্ছে অনেককে । আর তাই অযথা ঘোরাঘুরি বন্ধ করতে কড়া হয়েছে পুলিশ প্রশাসন । প্রায়ই বিভিন্ন এলাকা থেকে লকডাউন উপেক্ষা করে যারা প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাঁদের ধরপাকড়ের খবর সামনে আসছে । লাঠিচার্জও করতে দেখা গেছে পুলিশকে । তবে এবার ভিন্ন পন্থা অবলম্বন করে অমান্যকারীদের সচেতন করার অভিনব পদক্ষেপ নিল শান্তিনিকেতন থানার পুলিশ । না কোনও লাঠিচার্জ, না কোনও গ্রেপ্তার । লকডাউন অমান্য করে যাদেরই রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে তাদেরই মিষ্টি মুখে বুঝিয়ে সচেতন করা হচ্ছে । তারপর তাঁদেরকে দেওয়া হচ্ছে লজেন্স ।

প্রথমে, লকডাউন ভেঙে কেন তিনি রাস্তায় বেরিয়েছেন তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পুলিশি ভঙ্গিতে কড়াভাবে নয় বরং খুব ভালোভাবেই এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে । উপযুক্ত কারণ না থাকলে তাঁদেরকে বোঝাানো হচ্ছে লকডাউন না মানলে কীভাবে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে কোরোনায় । সচেতনতার এই পাঠ দেওয়া চলছে মিষ্টি মুখেই । তারপর হাতে তুলে দেওয়া হচ্ছে লজেন্স । আজ শান্তিনিকেতন থানার শ্রীনিকেতন মোড়, শ্যামবাটি মোড় এলাকায় পুলিশ পথচলতি মানুষকে সচেতন করে । শান্তিনিকেতন থানার OC কস্তুরী মুখোপাধ্যায় বলেন, "জেলা পুলিশ সুপারের নির্দেশে মানুষকে সচেতন করতে আমরা এই উদ্যোগ নিয়েছি । মানুষ যাতে ঘরে থাকেন, সুস্থ থাকেন সেটাই বোঝানো হচ্ছে ।"

শান্তিনিকেতন, 8 এপ্রিল : এতদিন লকডাউন না মানলেই পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তারের খবর সামনে আসছিল । এবার লকডাউন অমান্যকারীদের একটু অন্যরকম 'ট্রিটমেন্ট' দেওয়ার পথে হাঁটল শান্তিনিকেতন থানার পুলিশ । না মারধর, না গ্রেপ্তার । বরং মিষ্টি মুখে হাতে লজেন্স তুলে দিয়ে সচেতনার পাঠ দেওয়া হচ্ছে লকডাউন অমান্যকারীদের ।

কোরোনা সংক্রমণ রোধে সারা দেশে জারি রয়েছে লকডাউন । রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বারবার মানুষকে সচেতন করা হচ্ছে । মেনে চলতে বলা হচ্ছে লকডাউন । অনুরোধ করা হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে । বোঝানো হচ্ছে বাড়িতে থেকেই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা সম্ভব । সামাজিক দূরত্ব মেনে চলারও আবেদন করা হচ্ছে বারবার । কিন্তু অনেকে কর্ণপাত করছেন না সেসব কথায় । হালকা ভাবেই নিচ্ছেন কোরোনা সংক্রমণ । প্রয়োজন ছাড়াই মাঝে-মধ্যে রাস্তায় বেরিয়ে পড়তে দেখা যাচ্ছে অনেককে । আর তাই অযথা ঘোরাঘুরি বন্ধ করতে কড়া হয়েছে পুলিশ প্রশাসন । প্রায়ই বিভিন্ন এলাকা থেকে লকডাউন উপেক্ষা করে যারা প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাঁদের ধরপাকড়ের খবর সামনে আসছে । লাঠিচার্জও করতে দেখা গেছে পুলিশকে । তবে এবার ভিন্ন পন্থা অবলম্বন করে অমান্যকারীদের সচেতন করার অভিনব পদক্ষেপ নিল শান্তিনিকেতন থানার পুলিশ । না কোনও লাঠিচার্জ, না কোনও গ্রেপ্তার । লকডাউন অমান্য করে যাদেরই রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে তাদেরই মিষ্টি মুখে বুঝিয়ে সচেতন করা হচ্ছে । তারপর তাঁদেরকে দেওয়া হচ্ছে লজেন্স ।

প্রথমে, লকডাউন ভেঙে কেন তিনি রাস্তায় বেরিয়েছেন তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পুলিশি ভঙ্গিতে কড়াভাবে নয় বরং খুব ভালোভাবেই এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে । উপযুক্ত কারণ না থাকলে তাঁদেরকে বোঝাানো হচ্ছে লকডাউন না মানলে কীভাবে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে কোরোনায় । সচেতনতার এই পাঠ দেওয়া চলছে মিষ্টি মুখেই । তারপর হাতে তুলে দেওয়া হচ্ছে লজেন্স । আজ শান্তিনিকেতন থানার শ্রীনিকেতন মোড়, শ্যামবাটি মোড় এলাকায় পুলিশ পথচলতি মানুষকে সচেতন করে । শান্তিনিকেতন থানার OC কস্তুরী মুখোপাধ্যায় বলেন, "জেলা পুলিশ সুপারের নির্দেশে মানুষকে সচেতন করতে আমরা এই উদ্যোগ নিয়েছি । মানুষ যাতে ঘরে থাকেন, সুস্থ থাকেন সেটাই বোঝানো হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.