ETV Bharat / state

Anubrata Mondal Nephew কেবল আত্মীয়তার সম্পর্ক, রাইস মিল প্রসঙ্গে দাবি অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের - রাইস মিলে সিবিআই তল্লাশি

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) ভাগ্নে রাজা ঘোষের বাবা, মায়ের নামে থাকা একটি রাইস মিলে তল্লাশি চালায় সিবিআই ৷ তবে রাজা ঘোষের দাবি, আত্মীয়তার সম্পর্ক ছাড়া তাঁর সঙ্গে অনুব্রতর আর কোনও ব্যবসায়িক বা আর্থিক সম্পর্ক নেই (Anubrata Mondal nephew) ৷

Anubrata Mondal Nephew Raja Ghosh
Etv Bharat
author img

By

Published : Aug 22, 2022, 4:09 PM IST

Updated : Aug 22, 2022, 4:44 PM IST

বোলপুর, 22 অগস্ট: "অনুব্রতর সঙ্গে কোনওরকম আর্থিক ও রাজনৈতিক সম্পর্ক নেই । কেবলমাত্র পারিবারিক সম্পর্ক রয়েছে ৷" স্পষ্ট জানালেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ (Anubrata Mondal nephew) । সোমবার বীরভূমের ভুবনডাঙায় রাজা ঘোষের মা শিবানী ঘোষ ও বাবা কমলকান্ত ঘোষের নামে থাকা 'শিবশম্ভু রাইস মিলে' তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI raid in rice mill related to Anubrata Mondal relative) । সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন রাজা ঘোষ বলেন, "অনুব্রতর ভাগ্নে হওয়াটা কি অপরাধ ? আমার সঙ্গে রক্তসূত্রে আত্মীয়তা ছাড়া অনুব্রত মণ্ডলের কোনও সম্পর্ক নেই ৷"

আরও পড়ুন: সিবিআই-এর নজরে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের 18 ব্যাংক অ্যাকাউন্ট

উল্লেখ্য, 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা আসার পর বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হয়েছিলেন রাজা ঘোষ (nephew of Anubrata Mondal Raja Ghosh) । এই প্রসঙ্গে এদিন ফোনে ইটিভি ভারতের প্রতিনিধিকে রাজা বলেন, "2019 সালে আমি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদও ছেড়ে দিয়েছি ।" প্রসঙ্গত, বিশ্বভারতীর রুরাল এক্সটেনশন সেন্টারে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদেও ছিলেন রাজা ঘোষ । 2021 সালে স্বেচ্ছাবসর নেন তিনি ।

রাইস মিল প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ

তবে শিবশম্ভু রাইস মিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজা ঘোষ বলেন, "এই রাইস মিলের সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই ৷ এই মিলের কোনও তথ্যই নেই আমার কাছে ৷ আমার মায়ের নামে এই মিল আছে কি না তাও আমি জানি না ৷ অন্য একটি রাইস মিলের ডিরেক্টর আমি ও আমার স্ত্রী ৷ সিবিআই আমাকে এই নিয়ে কিছু বলেওনি, জিজ্ঞাসাবাদও করেনি ৷ আমায় সরকারিভাবে কেউ জানায়নি, আমার নামে কী অভিযোগ রয়েছে ৷"

উল্লেখ্য, গরুপাচার মামলায় চলতি মাসেই তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই ৷ বর্তমানে তিনি সিবিআই হেফাজতে আছেন ৷

বোলপুর, 22 অগস্ট: "অনুব্রতর সঙ্গে কোনওরকম আর্থিক ও রাজনৈতিক সম্পর্ক নেই । কেবলমাত্র পারিবারিক সম্পর্ক রয়েছে ৷" স্পষ্ট জানালেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ (Anubrata Mondal nephew) । সোমবার বীরভূমের ভুবনডাঙায় রাজা ঘোষের মা শিবানী ঘোষ ও বাবা কমলকান্ত ঘোষের নামে থাকা 'শিবশম্ভু রাইস মিলে' তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI raid in rice mill related to Anubrata Mondal relative) । সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এদিন রাজা ঘোষ বলেন, "অনুব্রতর ভাগ্নে হওয়াটা কি অপরাধ ? আমার সঙ্গে রক্তসূত্রে আত্মীয়তা ছাড়া অনুব্রত মণ্ডলের কোনও সম্পর্ক নেই ৷"

আরও পড়ুন: সিবিআই-এর নজরে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের 18 ব্যাংক অ্যাকাউন্ট

উল্লেখ্য, 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা আসার পর বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হয়েছিলেন রাজা ঘোষ (nephew of Anubrata Mondal Raja Ghosh) । এই প্রসঙ্গে এদিন ফোনে ইটিভি ভারতের প্রতিনিধিকে রাজা বলেন, "2019 সালে আমি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদও ছেড়ে দিয়েছি ।" প্রসঙ্গত, বিশ্বভারতীর রুরাল এক্সটেনশন সেন্টারে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদেও ছিলেন রাজা ঘোষ । 2021 সালে স্বেচ্ছাবসর নেন তিনি ।

রাইস মিল প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ

তবে শিবশম্ভু রাইস মিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজা ঘোষ বলেন, "এই রাইস মিলের সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই ৷ এই মিলের কোনও তথ্যই নেই আমার কাছে ৷ আমার মায়ের নামে এই মিল আছে কি না তাও আমি জানি না ৷ অন্য একটি রাইস মিলের ডিরেক্টর আমি ও আমার স্ত্রী ৷ সিবিআই আমাকে এই নিয়ে কিছু বলেওনি, জিজ্ঞাসাবাদও করেনি ৷ আমায় সরকারিভাবে কেউ জানায়নি, আমার নামে কী অভিযোগ রয়েছে ৷"

উল্লেখ্য, গরুপাচার মামলায় চলতি মাসেই তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই ৷ বর্তমানে তিনি সিবিআই হেফাজতে আছেন ৷

Last Updated : Aug 22, 2022, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.