ETV Bharat / state

Anupam Hazra: 'রবীন্দ্রনাথের থেকেও বেশি জমি মন্ত্রীর', কোপাই দখলের প্রতিবাদে বিস্ফোরক অনুপম

author img

By

Published : Aug 4, 2023, 6:15 PM IST

Anupam Hazra Against Kopai Encroachment: দুই দশক ধরে হারিয়ে যাচ্ছে কোপাই। নদী থেকে বেআইনি ভাবে বালি তোলা, পাড় কেটে মাটি তুলে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর দীর্ঘ দিনের। সেই ইস্যুতে কোপাইয়ের পাড়ে গিয়ে প্রতিবাদ দেখান বিজেপি নেতা অনুপম হাজরা ৷

Etv Bharat
কোপাই দখলের প্রতিবাদে বিস্ফোরক অনুপম

কোপাই দখলের প্রতিবাদে বিস্ফোরক অনুপম

বোলপুর, 4 অগস্ট: 'এখানকার মন্ত্রীর রবীন্দ্রনাথের চেয়েও বেশি জমি', কোপাই নদীর পাড় দখলের প্রতিবাদে নেমে এমন কথাই শোনা গেল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার গলায় ৷ শুক্রবার, বাউল শিল্পীদের নিয়ে শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে গিয়ে প্রতিবাদ করেন তিনি ৷ প্রসঙ্গত, কবিগুরুর বহু লেখনীতে স্থান পাওয়া ঐতিহ্যবাহী কোপাই নদীর তীর কংক্রিটের প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনুপম ৷
গত দুই দশক ধরে হারিয়ে যাচ্ছে 'আমাদের ছোট নদী' কোপাই। এই নদী থেকে বেআইনি ভাবে বালি তোলা, পাড় কেটে মাটি তুলে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর দীর্ঘ দিনের। পাশাপাশি, কোপাই নদীর পাড় ও নদীবক্ষ কংক্রিটের পিলার ও কাঁটা তাঁর দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগও উঠেছে ৷ বর্তমানে শান্তিনিকেতনের গোয়ালপাড়া এলাকায় কোপাই নদীর তীর কংক্রিটের বিশাল প্রাচীর দিয়ে ঘিরে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ ৷ আর সে কারণেই, এদিন কোপাই নদীর তীরে এসে প্রতিবাদ করেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। শান্তিনিকেতনের বাসিন্দা তিনি ৷ কোপাই নদীর তীরে বাউল শিল্পীদের নিয়ে গানের মধ্যদিয়ে প্রতিবাদ করেন অনুপম। স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন তিনি ৷
এদিন তিনি বলেন, "প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর শান্তিনিকেতন আজ শেষ হয়ে যাচ্ছে। কোপাই নদী দখল করে নিচ্ছে ৷ আগে শুনতাম পুকুর চুরি হত, এখন নদী চুরি হয়ে যাচ্ছে। তৃণমূল আগে বালি চুরি করত, মাটি কেটে নিত ৷ এখন নদীর পাড় প্রাচীর দিয়ে ঘিরে দিচ্ছে । কিছু দিন পর আর নদীটাই থাকবে না ৷ রিসর্ট, হোটেল বানাবে তৃণমূলের নেতারা।"

আরও পড়ুন: বেহালার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের থেকে নিলেন খোঁজ
অনুপম হাজরা আরও বলেন, "এখানকার তৃণমূলের মন্ত্রীর (চন্দ্রনাথ সিংহ) রবীন্দ্রনাথের চেয়েও বেশি জমি-জায়গা ৷ জানি না কতদিন উনি ভোগ করতে পারবেন। এমন না হয়, উনি উপার্জন করলেন অন্যজন ভোগ করল ৷ ডিসেম্বর পর্যন্ত দেখা যাক।" স্থানীয় এক বাসিন্দা গণপতি লোহার বলেন, "দেখছেন তো কীভাবে কোপাই নদীটাকে প্রাচীর দিয়ে ঘিরে নিচ্ছে। আমরা এই নদী থেকে মাছ ধরে খাই। আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মত দরিদ্র মানুষদের কী হবে, সরকার যদি না দেখে।"

কোপাই দখলের প্রতিবাদে বিস্ফোরক অনুপম

বোলপুর, 4 অগস্ট: 'এখানকার মন্ত্রীর রবীন্দ্রনাথের চেয়েও বেশি জমি', কোপাই নদীর পাড় দখলের প্রতিবাদে নেমে এমন কথাই শোনা গেল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার গলায় ৷ শুক্রবার, বাউল শিল্পীদের নিয়ে শান্তিনিকেতনে কোপাই নদীর তীরে গিয়ে প্রতিবাদ করেন তিনি ৷ প্রসঙ্গত, কবিগুরুর বহু লেখনীতে স্থান পাওয়া ঐতিহ্যবাহী কোপাই নদীর তীর কংক্রিটের প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অনুপম ৷
গত দুই দশক ধরে হারিয়ে যাচ্ছে 'আমাদের ছোট নদী' কোপাই। এই নদী থেকে বেআইনি ভাবে বালি তোলা, পাড় কেটে মাটি তুলে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর দীর্ঘ দিনের। পাশাপাশি, কোপাই নদীর পাড় ও নদীবক্ষ কংক্রিটের পিলার ও কাঁটা তাঁর দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগও উঠেছে ৷ বর্তমানে শান্তিনিকেতনের গোয়ালপাড়া এলাকায় কোপাই নদীর তীর কংক্রিটের বিশাল প্রাচীর দিয়ে ঘিরে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ ৷ আর সে কারণেই, এদিন কোপাই নদীর তীরে এসে প্রতিবাদ করেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। শান্তিনিকেতনের বাসিন্দা তিনি ৷ কোপাই নদীর তীরে বাউল শিল্পীদের নিয়ে গানের মধ্যদিয়ে প্রতিবাদ করেন অনুপম। স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন তিনি ৷
এদিন তিনি বলেন, "প্রাকৃতিক সৌন্দর্য্য ভরপুর শান্তিনিকেতন আজ শেষ হয়ে যাচ্ছে। কোপাই নদী দখল করে নিচ্ছে ৷ আগে শুনতাম পুকুর চুরি হত, এখন নদী চুরি হয়ে যাচ্ছে। তৃণমূল আগে বালি চুরি করত, মাটি কেটে নিত ৷ এখন নদীর পাড় প্রাচীর দিয়ে ঘিরে দিচ্ছে । কিছু দিন পর আর নদীটাই থাকবে না ৷ রিসর্ট, হোটেল বানাবে তৃণমূলের নেতারা।"

আরও পড়ুন: বেহালার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের থেকে নিলেন খোঁজ
অনুপম হাজরা আরও বলেন, "এখানকার তৃণমূলের মন্ত্রীর (চন্দ্রনাথ সিংহ) রবীন্দ্রনাথের চেয়েও বেশি জমি-জায়গা ৷ জানি না কতদিন উনি ভোগ করতে পারবেন। এমন না হয়, উনি উপার্জন করলেন অন্যজন ভোগ করল ৷ ডিসেম্বর পর্যন্ত দেখা যাক।" স্থানীয় এক বাসিন্দা গণপতি লোহার বলেন, "দেখছেন তো কীভাবে কোপাই নদীটাকে প্রাচীর দিয়ে ঘিরে নিচ্ছে। আমরা এই নদী থেকে মাছ ধরে খাই। আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মত দরিদ্র মানুষদের কী হবে, সরকার যদি না দেখে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.