ETV Bharat / state

"চিনের জিনিস আর ব্যবহার করিস না", বন্ধুদের মেসেজে জানিয়েছিলেন রাজেশ - Birbhum

খুব ভালো বন্ধু ছিল ৷ ওঁর চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা ৷ শেষ দেখা দেখতে রাজেশ ওরাংয়ের বাড়ির সামনে ভিড় করেছেন তাঁর বন্ধুরা ৷

রাজেশ ওরাং
রাজেশ ওরাং
author img

By

Published : Jun 17, 2020, 1:29 PM IST

Updated : Jun 17, 2020, 6:06 PM IST

মহম্মদবাজার, 17 জুন : গাছতলায় বসে রয়েছে কয়েকজন যুবক ৷ চেহারায় শোকের ছাপ ৷ বন্ধুকে শেষ দেখার অপেক্ষা ৷ কারণ, গতরাতেই খবর এসেছে ভারত-চিন সংঘর্ষে যে 20 জন জওয়ান শহিদ হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের রাজেশ ওরাং-ও ৷

হোয়াটসঅ্যাপে তাঁদের একটা গ্রুপ ছিল ৷ রাজেশ সেখানে সীমান্ত থেকে সুন্দর সুন্দর ছবি তুলে পাঠাতেন ৷ প্রতিদিন সবার খবর নিতেন ৷ বাড়ি ফেরা মানেই বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চলত আড্ডা ৷ ভারত-চিন সীমান্তে যখন পরিস্থিতি খারাপের দিকে তখন চিনের জিনিস ব্যবহার করতে না করেছিলেন রাজেশ ৷

বন্ধুদের কথায়, "গ্রামের সব বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ৷ তাতে রাজেশও ছিল ৷ সেই গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠাত ৷ মজার মেসেজ করত ৷ আর আসবে না রাজেশের মেসেজ ৷ চিন সীমান্তে উত্তেজনা বাড়ায় রাজেশ বলেছিল চিনের জিনিস ব্যবহার করতে না ৷ চিনের সফটওয়্যার ব্যবহার করতে না ৷"

শহিদ রাজেশকে শেষ দেখার অপেক্ষায় গ্রামের বন্ধুরা

2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন রাজেশ ওরাং ৷ সরস্বতী পুজোয় শেষবারের মতো বাড়ি এসেছিলেন ৷ ফের আসার কথা থাকলেও লকডাউনের জেরে আর হয়নি ৷ মাঝে শুরু হয়ে যায় ভারত-চিন সীমান্তে মুখোমুখি সংঘর্ষ ৷ সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ৷ যার জেরে শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী । গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ পরে তাঁদেরও মৃত্যু হয় ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ মোট 20 জওয়ান শহিদ হয়েছেন । তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের রাজেশ ওরাং । রাজেশের মৃত্যুর খবর প্রথম পান বোন শকুন্তলা ওরাং ৷ প্রধানমন্ত্রীর কাছে এর বদলা চাইবেন বলে জানায় শহিদ রাজেশের পরিবার ৷

মহম্মদবাজার, 17 জুন : গাছতলায় বসে রয়েছে কয়েকজন যুবক ৷ চেহারায় শোকের ছাপ ৷ বন্ধুকে শেষ দেখার অপেক্ষা ৷ কারণ, গতরাতেই খবর এসেছে ভারত-চিন সংঘর্ষে যে 20 জন জওয়ান শহিদ হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের রাজেশ ওরাং-ও ৷

হোয়াটসঅ্যাপে তাঁদের একটা গ্রুপ ছিল ৷ রাজেশ সেখানে সীমান্ত থেকে সুন্দর সুন্দর ছবি তুলে পাঠাতেন ৷ প্রতিদিন সবার খবর নিতেন ৷ বাড়ি ফেরা মানেই বন্ধুদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চলত আড্ডা ৷ ভারত-চিন সীমান্তে যখন পরিস্থিতি খারাপের দিকে তখন চিনের জিনিস ব্যবহার করতে না করেছিলেন রাজেশ ৷

বন্ধুদের কথায়, "গ্রামের সব বন্ধুদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ৷ তাতে রাজেশও ছিল ৷ সেই গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠাত ৷ মজার মেসেজ করত ৷ আর আসবে না রাজেশের মেসেজ ৷ চিন সীমান্তে উত্তেজনা বাড়ায় রাজেশ বলেছিল চিনের জিনিস ব্যবহার করতে না ৷ চিনের সফটওয়্যার ব্যবহার করতে না ৷"

শহিদ রাজেশকে শেষ দেখার অপেক্ষায় গ্রামের বন্ধুরা

2015 সালে সেনাবাহিনীতে যোগ দেন রাজেশ ওরাং ৷ সরস্বতী পুজোয় শেষবারের মতো বাড়ি এসেছিলেন ৷ ফের আসার কথা থাকলেও লকডাউনের জেরে আর হয়নি ৷ মাঝে শুরু হয়ে যায় ভারত-চিন সীমান্তে মুখোমুখি সংঘর্ষ ৷ সোমবার রাতে লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ৷ যার জেরে শহিদ হন তিন ভারতীয় সেনাকর্মী । গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ পরে তাঁদেরও মৃত্যু হয় ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছিল, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ মোট 20 জওয়ান শহিদ হয়েছেন । তাঁদের মধ্যে রয়েছেন বীরভূমের রাজেশ ওরাং । রাজেশের মৃত্যুর খবর প্রথম পান বোন শকুন্তলা ওরাং ৷ প্রধানমন্ত্রীর কাছে এর বদলা চাইবেন বলে জানায় শহিদ রাজেশের পরিবার ৷

Last Updated : Jun 17, 2020, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.