ETV Bharat / state

Man kills wife: প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে হাতুড়ি মেরে খুন, স্বীকারোক্তি স্বামী

প্রতিবেশী যুবকের সঙ্গে অশ্লীল অবস্থায় ভিডিয়ো কল করছিলেন স্ত্রী ৷ তা দেখে আর মাথার ঠিক রাখতে পারেননি স্বামী ৷ হাতুড়ি দিয়ে মাথায় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর ৷

ETV Bharat
অভিযুক্তকে নিয়ে যাচ্ছে পুলিশ
author img

By

Published : Aug 3, 2023, 9:41 PM IST

অভিযুক্তের বক্তব্য

মল্লারপুর, 3 অগস্ট: গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী । প্রতিবাদ করেও লাভ হয়নি । এই নিয়ে থানায় মৌখিকভাবে আগাম জানিয়েও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । এরই মধ্যে একদিন স্ত্রীকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিয়ো কলে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি স্বামী ৷ রাগের মাথায় পাশে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন ৷ আঘাত এতটাই জোরে ছিল যে তাতে স্ত্রীর মৃত্যু হয় ৷ এরপর স্ত্রী'র দেহ বস্তাবন্দি করে পুকুরের ধারে ঝোপের আড়ালে রেখে আসে অভিযুক্ত স্বামী । কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ পুলিশের হাতে গ্রেফতার বধূর স্বামী ও শাশুড়ি ৷

বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার সোঁজ গ্রামে । মৃত গৃহবধূর নাম প্রিয়া মণ্ডল (23) ৷ বাপের বাড়ি মেদিনীপুর । পেশায় ইলেকট্রিক ওয়ারিং মিস্ত্রি সুফল বছর পাঁচেক আগে মেদিনীপুরে কাজে গিয়ে ভালোবেসে প্রিয়াকে বিয়ে করে। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে । বুধবার বিকেলে গৃহবধূকে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন সুফল । বাড়ির মধ্যেই রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় প্রিয়ার । এরপর প্রমাণ লোপাট করতে জল দিয়ে বাড়ির রক্ত ধুয়ে ফেলে সুফল । তারপর মা ও ছেলে মিলে গৃহবধূকে বস্তাবন্দি করে বাড়ি সংলগ্ন পুকুরের ধারে ঝোপের আড়ালে রেখে আসে । কিন্তু বাচ্চা মেয়ের কান্না শুনে প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসে । এমনকি সুফলও বিভিন্ন জনকে খুনের কথা জানায় ৷ তারপরেই উদ্ধার হয় বস্তাবন্দি মৃতদেহ । খবর পেয়ে পুলিশ এসে বুধবার গভীর রাতে অভিযুক্ত স্বামী সুফল মণ্ডল ও শাশুড়ি শোভারানি মণ্ডলকে গ্রেফতার করে ৷

বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক শোভারানি মণ্ডলকে 14 দিনের জেল হেফাজত এবং সুফলকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । আদালতে ঢোকার মুখে খুনের কথা স্বীকার করে নিয়ে সুফল বলেন, "স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিল । সব সময় ফোন করত । ভিডিয়ো কলে আপত্তিকর অবস্থায় থাকত । ওকে বারণ করেছিলাম । কিন্তু শোনেনি । থানার দ্বারস্থ হয়েছিলাম । পুলিশ বলেছিল তাদের কিছু করার নেই । বুধবার ফের ফোনে ওই ছেলেটার সঙ্গে কথা বলছিল । আমি বাধা দিতে গেলে হাতুড়ি দিয়ে আমার হেলমেট ভেঙে দেয় । আমি রাগের মাথায় হাতুড়ি কেড়ে নিয়ে স্ত্রীর মাথায় আঘাত করি । ঘটনার সময় মা আমার মেয়েকে নিয়ে বাইরে ছিল । মা যখন বাড়িতে আসে তখন আমি ওর দেহ বস্তায় ঢোকাচ্ছিলাম । একা বস্তায় ঢোকাতে না পেরে মায়ের সাহায্য নিয়েছিলাম । ঠিক করেছিলাম সন্ধ্যার দিকে থানায় বস্তা নিয়ে যাব ।"

এই বিষয়ে প্রতিবেশী অরূপ ভুঁইমালী বলেন, "আমরা ফুটবল খেলছিলাম । তখন সুফল ছুটে গিয়ে আমাদের বলে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল । আমি বউকে হাতুড়ি দিয়ে মেরে দিয়েছি । আমরা গিয়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিই ।"

আরও পড়ুন : মেলায় গিয়ে বিবাদ, স্ত্রী'কে কুপিয়ে খুন করে আত্মসমপর্ণ স্বামীর

অভিযুক্তের বক্তব্য

মল্লারপুর, 3 অগস্ট: গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল স্ত্রী । প্রতিবাদ করেও লাভ হয়নি । এই নিয়ে থানায় মৌখিকভাবে আগাম জানিয়েও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ । এরই মধ্যে একদিন স্ত্রীকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিয়ো কলে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি স্বামী ৷ রাগের মাথায় পাশে থাকা হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন ৷ আঘাত এতটাই জোরে ছিল যে তাতে স্ত্রীর মৃত্যু হয় ৷ এরপর স্ত্রী'র দেহ বস্তাবন্দি করে পুকুরের ধারে ঝোপের আড়ালে রেখে আসে অভিযুক্ত স্বামী । কিন্তু তাতেও শেষরক্ষা হল না ৷ পুলিশের হাতে গ্রেফতার বধূর স্বামী ও শাশুড়ি ৷

বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার সোঁজ গ্রামে । মৃত গৃহবধূর নাম প্রিয়া মণ্ডল (23) ৷ বাপের বাড়ি মেদিনীপুর । পেশায় ইলেকট্রিক ওয়ারিং মিস্ত্রি সুফল বছর পাঁচেক আগে মেদিনীপুরে কাজে গিয়ে ভালোবেসে প্রিয়াকে বিয়ে করে। তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে । বুধবার বিকেলে গৃহবধূকে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন সুফল । বাড়ির মধ্যেই রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় প্রিয়ার । এরপর প্রমাণ লোপাট করতে জল দিয়ে বাড়ির রক্ত ধুয়ে ফেলে সুফল । তারপর মা ও ছেলে মিলে গৃহবধূকে বস্তাবন্দি করে বাড়ি সংলগ্ন পুকুরের ধারে ঝোপের আড়ালে রেখে আসে । কিন্তু বাচ্চা মেয়ের কান্না শুনে প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসে । এমনকি সুফলও বিভিন্ন জনকে খুনের কথা জানায় ৷ তারপরেই উদ্ধার হয় বস্তাবন্দি মৃতদেহ । খবর পেয়ে পুলিশ এসে বুধবার গভীর রাতে অভিযুক্ত স্বামী সুফল মণ্ডল ও শাশুড়ি শোভারানি মণ্ডলকে গ্রেফতার করে ৷

বৃহস্পতিবার রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক শোভারানি মণ্ডলকে 14 দিনের জেল হেফাজত এবং সুফলকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । আদালতে ঢোকার মুখে খুনের কথা স্বীকার করে নিয়ে সুফল বলেন, "স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিল । সব সময় ফোন করত । ভিডিয়ো কলে আপত্তিকর অবস্থায় থাকত । ওকে বারণ করেছিলাম । কিন্তু শোনেনি । থানার দ্বারস্থ হয়েছিলাম । পুলিশ বলেছিল তাদের কিছু করার নেই । বুধবার ফের ফোনে ওই ছেলেটার সঙ্গে কথা বলছিল । আমি বাধা দিতে গেলে হাতুড়ি দিয়ে আমার হেলমেট ভেঙে দেয় । আমি রাগের মাথায় হাতুড়ি কেড়ে নিয়ে স্ত্রীর মাথায় আঘাত করি । ঘটনার সময় মা আমার মেয়েকে নিয়ে বাইরে ছিল । মা যখন বাড়িতে আসে তখন আমি ওর দেহ বস্তায় ঢোকাচ্ছিলাম । একা বস্তায় ঢোকাতে না পেরে মায়ের সাহায্য নিয়েছিলাম । ঠিক করেছিলাম সন্ধ্যার দিকে থানায় বস্তা নিয়ে যাব ।"

এই বিষয়ে প্রতিবেশী অরূপ ভুঁইমালী বলেন, "আমরা ফুটবল খেলছিলাম । তখন সুফল ছুটে গিয়ে আমাদের বলে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল । আমি বউকে হাতুড়ি দিয়ে মেরে দিয়েছি । আমরা গিয়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিই ।"

আরও পড়ুন : মেলায় গিয়ে বিবাদ, স্ত্রী'কে কুপিয়ে খুন করে আত্মসমপর্ণ স্বামীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.