রামপুরহাট , 27 এপ্রিল : লকডাউন যত বাড়ছে, ততই যেন রামপুরহাট শহরের মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে । সকাল থেকেই রামপুরহাট শহরে দোকান বাজার আর পাঁচটা দিনের মতই খোলা ছিল । ইলেকট্রিকের দোকান , মোবাইলের দোকান , কাপড়ের দোকান থেকে শুরু করে সকালবেলা প্রায় সব দোকানই খুলে গেছিল । লকডাউন ভেঙে ঘরের বাইরে বেরিয়ে পড়েছিলেন শহরবাসী । উপায় না দেখে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ বড়ুয়া নিজের বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন ।
হঠাৎই যেন রামপুরহাট শহরে লকডাউন উঠিয়ে দিল শহরবাসী । সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা , সর্তকতা ভুলে বাজারে মানুষের ভিড় দেখা গেল । অকারণে বেশ কিছু মোটরসাইকেল ঘুরতে দেখা যায় শহরের রাস্তাগুলিতে । অবশেষে উপায় না দেখে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ বড়ুয়া বীরভূমের বিশেষ ফোর্স টাইগারদের নিয়ে রাস্তায় বেরিয়ে দোকানপাট বন্ধ করলেন । কিন্তু হঠাৎই শহরের মানুষ লকডাউন উপেক্ষা করে রাস্তায় কেন বের হল সেই প্রশ্নই উঠেছে বিভিন্ন মহলে ৷ অনেকেই মনে করছেন কাল থেকে গুজব রটেছিল যে রাজ্য সরকারের তরফ থেকে কিছু নিয়ম মেনে শহরে বাজার-দোকান খোলা থাকবে । আর সেই গুজবের ফাঁদেই পা দিয়ে আজ সকালবেলায় বেরিয়ে পড়েছে বেশ কিছু শহরবাসী ।
রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ বড়ুয়া বলেন , " লকডাউনের শুরুর দিন থেকে এত মানুষকে একসঙ্গে শহরে দেখা যায়নি । পুলিশের তরফ থেকে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামী দিনেও নেওয়া হবে ৷ আশা করি , শহরবাসী আইন মেনে বাড়িতেই থাকবেন ৷ "