বীরভূম, 31 জুলাই : লকডাউন নিয়ে ধন্দ বীরভূম জেলায় । অনুব্রত মণ্ডলের ঘোষণা ও জেলা প্রশাসনের নির্দেশিকা ভিন্ন হওয়ায় লকডাউন নিয়ে রীতিমত বিভ্রান্তিতে পড়ে বীরভূমের মানুষ । তবে জেলা প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী পুলিশের তরফে দোকানপাট বন্ধ করার আবেদন জানানো হয় । বিকেল পাঁচটা বাজতেই লকডাউন সফল করার উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন ।
30 জুলাই বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "31 জুলাই কোনও লকডাউন থাকছে না বীরভূম জেলায় ৷" যদিও, জেলা প্রশাসনের পূর্ব নির্দেশিকা অনুযায়ী 31 জুলাই দুপুর 12 টা থেকে রাত্রি 10 টা পর্যন্ত লকডাউন । দলীয় কার্যালয়ে বসে এক্তিয়ার বহির্ভূতভাবে অনুব্রত মণ্ডলের লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক তৈরি হয় । এই বিতর্কে পর পরেই জেলা প্রশাসনের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় । সেই বিজ্ঞপ্তিতে বলা হয় 31 জুলাই বিকেল পাঁচটা থেকে 1 আগস্ট সকাল পাঁচটা পর্যন্ত থাকবে লকডাউন । অনুব্রত মণ্ডলের ঘোষণা ও জেলা প্রশাসনের নির্দেশিকা দু'রকম হওয়ায় লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়ায় ।
এদিন বিকেল পাঁচটা বাজতেই মানুষজন বুঝতে পারে না লকডাউন রয়েছে, না আনলক থাকছে । তবে জেলা প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী পুলিশ প্রশাসনের তরফে বিকেল পাঁচটার পরে পরেই সাইরেন বাজিয়ে গাড়ি বের হয় । দোকানপাট বন্ধ করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয় পুলিশের তরফে । পাশাপাশি মানুষজনকে ঘরে ফিরে যাওয়ার জন্য বলা হয় ।