ETV Bharat / state

কোপাই নদীতে মাটি, বালি মাফিয়াদের দৌরাত্ম্যের প্রতিবাদে সরব আদিবাসীরা - বালি মাফিয়াদের দৌরাত্ম্য, প্রতিবাদে সরব আদিবাসীরা

পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থানে যায় শান্তিনিকেতন থানার পুলিশ ৷ আটক করা হয়েছে ওই ট্রাক্টর সহ চালককে।

বালি মাফিয়াদের দৌরাত্ম্য
বালি মাফিয়াদের দৌরাত্ম্য
author img

By

Published : Feb 5, 2021, 5:31 PM IST

শান্তিনিকেতন, 5 ফেব্রুয়ারি : দিনে দুপুরে কোপাই নদীর পাড় চুরি হয়ে যাচ্ছে । নজর নেই পুলিশ, প্রশাসনের। এই অভিযোগে ফের একবার সরব হলেন স্থানীয় আদিবাসীরা। আজ কোপাই নদীর পাড়ে মাটি মাফিয়াদের একটি ট্রাক্টরকে আটক করে বিক্ষোভ দেখান আশেপাশের পাঁচটি গ্রামের প্রায় কয়েকশোজন আদিবাসী মানুষ ৷ তাঁদের অভিযোগ, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে কোপাই নদী। যার জেরে কার্যত সমতল ভূমিতে পরিণত হচ্ছে কোপাই। এই অভিযোগেই দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থানে যায় শান্তিনিকেতন থানার পুলিশ ৷ আটক করা হয়েছে ওই ট্রাক্টর সহ চালককে।

প্রসঙ্গত, কোপাই নদী থেকে বালি তোলার ক্ষেত্রে জারি রয়েছে প্রশাসনের নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও নিয়ম বহির্ভূত ভাবেই তোলা হচ্ছে বালি। পাশাপাশি, কোপাই নদীর পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা। দিনে-দুপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে কার্যত সমতল ভূমিতে পরিণত হচ্ছে কোপাই নদী। যার জেরে একদিকে যেমন নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, তেমনই চাষ জমির সঙ্গে নদী গর্ভ সমান্তরাল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন : নদী থেকে বালি তুলতে দিতে হবে , আবেদন প্রাক্তন কেএলও জঙ্গির

আদিবাসীদের অভিযোগ, নদীর পাড় থেকে নিয়ম বহির্ভূত ভাবে তোলা বালি, মাটি মূলত ব্যবহৃত হয় ইঁট ভাটাগুলিতে ৷ এর জন্য পুলিশ প্রশাসনকেই দায়ি করেছেন তাঁরা ৷ পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলে বালি-মাটি মাফিয়াদের দাপাদাপি কমবে বলেও আশাবাদি তাঁদের অনেকেই ৷ বিক্ষোভকারী রাম সোরেন বলেন, "বছরের প্রায় দিনই কোপাই নদীর পাড় থেকে মাটি, বালি কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা । আমরা আজ বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করি। অবশেষে পুলিশের আশ্বাসে আমারা আন্দোলন তুলেছি ৷ কিন্তু পরেও যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলন করব ৷"

শান্তিনিকেতন, 5 ফেব্রুয়ারি : দিনে দুপুরে কোপাই নদীর পাড় চুরি হয়ে যাচ্ছে । নজর নেই পুলিশ, প্রশাসনের। এই অভিযোগে ফের একবার সরব হলেন স্থানীয় আদিবাসীরা। আজ কোপাই নদীর পাড়ে মাটি মাফিয়াদের একটি ট্রাক্টরকে আটক করে বিক্ষোভ দেখান আশেপাশের পাঁচটি গ্রামের প্রায় কয়েকশোজন আদিবাসী মানুষ ৷ তাঁদের অভিযোগ, মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে কোপাই নদী। যার জেরে কার্যত সমতল ভূমিতে পরিণত হচ্ছে কোপাই। এই অভিযোগেই দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থানে যায় শান্তিনিকেতন থানার পুলিশ ৷ আটক করা হয়েছে ওই ট্রাক্টর সহ চালককে।

প্রসঙ্গত, কোপাই নদী থেকে বালি তোলার ক্ষেত্রে জারি রয়েছে প্রশাসনের নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও নিয়ম বহির্ভূত ভাবেই তোলা হচ্ছে বালি। পাশাপাশি, কোপাই নদীর পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা। দিনে-দুপুরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে কার্যত সমতল ভূমিতে পরিণত হচ্ছে কোপাই নদী। যার জেরে একদিকে যেমন নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, তেমনই চাষ জমির সঙ্গে নদী গর্ভ সমান্তরাল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন : নদী থেকে বালি তুলতে দিতে হবে , আবেদন প্রাক্তন কেএলও জঙ্গির

আদিবাসীদের অভিযোগ, নদীর পাড় থেকে নিয়ম বহির্ভূত ভাবে তোলা বালি, মাটি মূলত ব্যবহৃত হয় ইঁট ভাটাগুলিতে ৷ এর জন্য পুলিশ প্রশাসনকেই দায়ি করেছেন তাঁরা ৷ পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলে বালি-মাটি মাফিয়াদের দাপাদাপি কমবে বলেও আশাবাদি তাঁদের অনেকেই ৷ বিক্ষোভকারী রাম সোরেন বলেন, "বছরের প্রায় দিনই কোপাই নদীর পাড় থেকে মাটি, বালি কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা । আমরা আজ বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করি। অবশেষে পুলিশের আশ্বাসে আমারা আন্দোলন তুলেছি ৷ কিন্তু পরেও যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে আগামীদিনে আমরা বৃহত্তর আন্দোলন করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.