বোলপুর, 24 অক্টোবর: গরুপাচারে কাণ্ডে (Cattle Smuggling Case) জড়িয়ে জেল হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ ফলে তাঁকে ছাড়াই তাঁর প্রতিষ্ঠিত কালীপুজো করতে হচ্ছে দলীয় সহকর্মীদের ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই কালীপুজোর (Kali Puja 2022) সেই জৌলুস এবার আর চোখে পড়ল না ৷ নজর কাড়ল প্রতিমার ছিমছাম সাজ ! যে প্রতিমা থাকত সোনায় মোড়া, এবার তাঁর গায়েই উঠল গুটিকয়েক গয়না ৷ তাহলে, বাকি গয়না সব গেল কই ? এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দলের স্থানীয় নেতা, কর্মীরা ৷
গত বছরও নিজে পুজোর যাবতীয় কাজ সামলেছিলেন কেষ্ট ৷ নিজের হাতে মাকে পরিয়ে দিয়েছেন 570 ভরি সোনার গয়না ৷ কিন্তু, এবার পুজোর আয়োজন হয়েছে নমো নমো করে ৷ তাছাড়া, গত বছর পর্যন্ত প্রত্যেক কালীপুজোয় তৃণমূলের এই পার্টি অফিস নেতা, কর্মী, বিধায়ক, সাংসদদের ভিড়ে উপচে পড়ত ৷ কিন্তু, এবছর সেই কার্যালয় খাঁ খাঁ করছে ৷ পুজো নিয়ে সংবাদমাধ্যমের সামনেও কথা বলতে চাইছেন না অনুব্রতর অনুগামীরা ৷
আরও পড়ুন: কালী প্রতিমাকে 3 কোটির গয়না পরাতেন অনুব্রত ! সিবিআই জেরার মুখে স্বর্ণকার
গরুপাচার কাণ্ডে অনুব্রত গ্রেফতার হওয়ার পর তৃণমূল কার্যালয়ের এই পুজোও সিবিআই-এর আতসকাচের নীচে চলে আসে ৷ কাঁড়ি কাঁড়ি সোনার গয়নার উৎস কী, তা জানতে খোঁজখবর শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এমনকী, এই ঘটনার তদন্তে স্থানীয় এক স্বর্ণব্যবসায়ীকে পর্যন্ত ডেকে পাঠানো হয় ৷ কথা বলা হয় অনুব্রতর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সঙ্গে ৷
এদিকে, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে দিল্লি পাড়ি দিয়েছে ইডি ৷ হাজার চেষ্টা করেও নিজের দিল্লি যাত্রা ঠেকাতে পারেননি রাজ্য পুলিশের এই কর্মী ৷ ওদিকে, অনুব্রতর দিন কাটছে কারাবাসে ৷ সিবিআই গোয়েন্দারা অনুব্রতর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছেন ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতর মেয়ে সুকন্য়াকেও ৷ এই প্রেক্ষাপটে কালী প্রতিমার গয়না কমে যাওয়ায় অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল ৷ অনেকেরই বক্তব্য, বেগতিক বুঝেই মা কালীকে এবার কম গয়না পরানো হয়েছে ৷