ETV Bharat / state

বীরভূমে বোমা তৈরির কারখানা চলছে, সুরক্ষিত নন সাংবাদিকরা : রাজ্যপাল - বীরভূমে মাফিয়া রাজ

শান্তিনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । তিনি বলেন, "আজ পরিস্থিতি কী আপনারা জানেন । মাফিয়ারাজ চলছে । বোমা তৈরির কারখানা চলছে । প্রায়ই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয় ।"

jagdeep
jagdeep
author img

By

Published : Aug 12, 2020, 5:27 PM IST

Updated : Aug 12, 2020, 5:33 PM IST

শান্তিনিকেতন, 12 অগাস্ট : বীরভূমে মাফিয়ারাজ ও বোমা তৈরির কারখানা চলছে । আজ শান্তিনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দিতে এসে এভাবেই সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি তাঁর বক্তৃতায় উঠে আসে জেলার সাংবাদিকদের বর্তমান পরিস্থিতির কথা । তিনি স্পষ্ট বলেন, এখানে সাংবাদিকরা সুরক্ষিত নন ।

ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছিলেন রাজেশ ওরাং । তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যপাল । আজ সেই প্রসঙ্গে তিনি বলেন, "বীরভূম হল বীরের ভূমি । এর আগেও বীরভূমে আসার সুযোগ পেয়েছিলাম । সীমান্তে মৃত্যু হয়েছিল রাজেশ ওরাংয়ের । তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছিলাম । "

বীরভূম একসময় গর্বের স্থান ছিল । শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ক্ষেত্রে সবার আগে বীরভূমের নামই আসত । কিন্তু এখন পরিস্থিতি কী , তা সবাই জানেন । এপ্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপাল বলেন, "আজ পরিস্থিতি কী আপনারা জানেন । মাফিয়ারাজ চলছে । বোমা তৈরির কারখানা চলছে । প্রায়ই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয় ।"

আরও পড়ুন ; ETV ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

সম্প্রতি বীরভূম জেলায় ETV ভারতের সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল স্থানীয় প্রশাসন । মামলায় সাংবাদিকের পক্ষে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, আমাদের মনে হচ্ছে কণ্ঠরোধ করতেই এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । আজ রাজ্যপালের বক্তৃতাতেও উঠে আসে সেকথা। তিনি বলেন, " এখানে সাংবাদিকরা সুরক্ষিত নন । তাঁরা নির্ভীকভাবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে পারেন না । কারণ, তাঁরা স্বাধীন না । তাঁদের উপর অনেক চাপ আসে ।"

শান্তিনিকেতন, 12 অগাস্ট : বীরভূমে মাফিয়ারাজ ও বোমা তৈরির কারখানা চলছে । আজ শান্তিনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দিতে এসে এভাবেই সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পাশাপাশি তাঁর বক্তৃতায় উঠে আসে জেলার সাংবাদিকদের বর্তমান পরিস্থিতির কথা । তিনি স্পষ্ট বলেন, এখানে সাংবাদিকরা সুরক্ষিত নন ।

ভারত-চিন সীমান্তে গালওয়ান উপত্যকায় শহিদ হয়েছিলেন রাজেশ ওরাং । তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যপাল । আজ সেই প্রসঙ্গে তিনি বলেন, "বীরভূম হল বীরের ভূমি । এর আগেও বীরভূমে আসার সুযোগ পেয়েছিলাম । সীমান্তে মৃত্যু হয়েছিল রাজেশ ওরাংয়ের । তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছিলাম । "

বীরভূম একসময় গর্বের স্থান ছিল । শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ক্ষেত্রে সবার আগে বীরভূমের নামই আসত । কিন্তু এখন পরিস্থিতি কী , তা সবাই জানেন । এপ্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপাল বলেন, "আজ পরিস্থিতি কী আপনারা জানেন । মাফিয়ারাজ চলছে । বোমা তৈরির কারখানা চলছে । প্রায়ই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয় ।"

আরও পড়ুন ; ETV ভারতের সাংবাদিকের কণ্ঠরোধ করতেই মামলা, পর্যবেক্ষণ হাইকোর্টের

সম্প্রতি বীরভূম জেলায় ETV ভারতের সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল স্থানীয় প্রশাসন । মামলায় সাংবাদিকের পক্ষে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, আমাদের মনে হচ্ছে কণ্ঠরোধ করতেই এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । আজ রাজ্যপালের বক্তৃতাতেও উঠে আসে সেকথা। তিনি বলেন, " এখানে সাংবাদিকরা সুরক্ষিত নন । তাঁরা নির্ভীকভাবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে পারেন না । কারণ, তাঁরা স্বাধীন না । তাঁদের উপর অনেক চাপ আসে ।"

Last Updated : Aug 12, 2020, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.