ETV Bharat / state

কোপাই নদী এলাকা কার ? বেদখলের অভিযোগে তুঙ্গে পৌরসভা-পঞ্চায়েত তরজা - Kopai River

Illegal Construction in Kopai River: ঐতিহ্যবাহী কোপাই নদী বেদখলের অভিযোগ ৷ নির্মাণ বন্ধ না করে কোপাই নদী এলাকা কার, তা নিয়ে তরজা তুঙ্গে বোলপুর পৌরসভা ও রূপপুর পঞ্চায়েতের ৷

Illegal Construction in Kopai River
কোপাই নদী বেদখল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 9:29 PM IST

কোপাই নদী এলাকা কার ?

বোলপুর, 13 জানুয়ারি: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কোপাই নদী বেদখলের অভিযোগ ৷ সেই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ এরপরেও বেআইনি নির্মাণ বন্ধের কোনও পদক্ষেপ দেখা যায়নি ৷ বরং বেআইনি নির্মাণ বন্ধ না করে কোপাই নদী কার এলাকার মধ্যে পড়ছে, সেই নিয়ে তরজা করতে ব্যস্ত পৌরসভা ও পঞ্চায়েত ৷ বোলপুর পৌরসভা ও রূপপুর পঞ্চায়েত, দু'পক্ষই বেআইনি নির্মাণের দায় নিতে নারাজ ৷ বোলপুর পৌরসভার দাবি, তাদের এলাকাই এই নির্মাণ হচ্ছে না । আর পালটা রূপপুর গ্রাম পঞ্চায়েতের দাবি, বেদখল এলাকা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে । প্রশাসনের কোনও দফতরের অনুমতি ছাড়াই কোপাই নদী দখল করে নির্মাণ চলছে বলে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা ৷

বোলপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী বলেন, "কোপাইয়ে একটা নির্মাণ হচ্ছে দেখেছি । তবে ওই এলাকা বোলপুর পৌরসভার অন্তর্গত নয় ৷ তাই আমাদের কিছু করার নেই ৷ তাও আমরা রূপপুর গ্রাম পঞ্চায়েত, বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরকে চিঠি দিয়েছি । বিষয়টি দেখতে বলেছি ।" পালটা রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এরিনা খাতুনের দাবি, "কোপাইয়ের ওই এলাকা রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে না ৷ তাই আমাদের কিছু করণীয় নেই ৷ এক বছর আগেই ওই এলাকা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে হয়ে গিয়েছে । প্রশাসনিক বড় আধিকারিকেরা এ বিষয়ে আমার কাছে জানতে চাইলে, আমি তাঁদের স্পষ্ট জানিয়ে দেব ।"

উল্লেখ্য, সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন । আর সেই শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় ঐতিহ্যবাহী কোপাই নদীবক্ষ দখল করে নির্মাণের অভিযোগ । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু লেখনীতে স্থান পেয়েছে 'আমাদের ছোট নদী'। সেই ছোট নদী হল কোপাই ৷ এমনকী, 'হাঁসুলি বাঁকের উপকথা' খ্যাত এই কোপাই নদী অচিরেই বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ ৷ সম্পূর্ণ বেআইনিভাবে নদীর তীর থেকে শুরু করে নদীবক্ষে কংক্রিটের পিলার বসিয়ে কীভাবে নির্মাণ চলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ স্থানীয়দের অভিযোগ, শাসকদলের নেতাদের মদতেই বেদখল হয়ে যাচ্ছে কোপাই নদী ৷ এই বেদখলের অভিযোগ নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর । কিন্তু তাও এই নির্মাণ বন্ধের কোনও প্র‍য়াস দেখা যাচ্ছে না প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন:

  1. ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে নদীবক্ষে কংক্রিটের পিলার, বেদখল ঐতিহ্যবাহী কোপাই
  2. মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান
  3. রবীন্দ্রনাথের থেকেও বেশি জমি মন্ত্রীর', কোপাই দখলের প্রতিবাদে বিস্ফোরক অনুপম

কোপাই নদী এলাকা কার ?

বোলপুর, 13 জানুয়ারি: শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী কোপাই নদী বেদখলের অভিযোগ ৷ সেই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে ৷ এরপরেও বেআইনি নির্মাণ বন্ধের কোনও পদক্ষেপ দেখা যায়নি ৷ বরং বেআইনি নির্মাণ বন্ধ না করে কোপাই নদী কার এলাকার মধ্যে পড়ছে, সেই নিয়ে তরজা করতে ব্যস্ত পৌরসভা ও পঞ্চায়েত ৷ বোলপুর পৌরসভা ও রূপপুর পঞ্চায়েত, দু'পক্ষই বেআইনি নির্মাণের দায় নিতে নারাজ ৷ বোলপুর পৌরসভার দাবি, তাদের এলাকাই এই নির্মাণ হচ্ছে না । আর পালটা রূপপুর গ্রাম পঞ্চায়েতের দাবি, বেদখল এলাকা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে । প্রশাসনের কোনও দফতরের অনুমতি ছাড়াই কোপাই নদী দখল করে নির্মাণ চলছে বলে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা ৷

বোলপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী বলেন, "কোপাইয়ে একটা নির্মাণ হচ্ছে দেখেছি । তবে ওই এলাকা বোলপুর পৌরসভার অন্তর্গত নয় ৷ তাই আমাদের কিছু করার নেই ৷ তাও আমরা রূপপুর গ্রাম পঞ্চায়েত, বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরকে চিঠি দিয়েছি । বিষয়টি দেখতে বলেছি ।" পালটা রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এরিনা খাতুনের দাবি, "কোপাইয়ের ওই এলাকা রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে না ৷ তাই আমাদের কিছু করণীয় নেই ৷ এক বছর আগেই ওই এলাকা বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে হয়ে গিয়েছে । প্রশাসনিক বড় আধিকারিকেরা এ বিষয়ে আমার কাছে জানতে চাইলে, আমি তাঁদের স্পষ্ট জানিয়ে দেব ।"

উল্লেখ্য, সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে শান্তিনিকেতন । আর সেই শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় ঐতিহ্যবাহী কোপাই নদীবক্ষ দখল করে নির্মাণের অভিযোগ । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু লেখনীতে স্থান পেয়েছে 'আমাদের ছোট নদী'। সেই ছোট নদী হল কোপাই ৷ এমনকী, 'হাঁসুলি বাঁকের উপকথা' খ্যাত এই কোপাই নদী অচিরেই বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ ৷ সম্পূর্ণ বেআইনিভাবে নদীর তীর থেকে শুরু করে নদীবক্ষে কংক্রিটের পিলার বসিয়ে কীভাবে নির্মাণ চলছে, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ স্থানীয়দের অভিযোগ, শাসকদলের নেতাদের মদতেই বেদখল হয়ে যাচ্ছে কোপাই নদী ৷ এই বেদখলের অভিযোগ নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর । কিন্তু তাও এই নির্মাণ বন্ধের কোনও প্র‍য়াস দেখা যাচ্ছে না প্রশাসনের তরফে ৷

আরও পড়ুন:

  1. ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে নদীবক্ষে কংক্রিটের পিলার, বেদখল ঐতিহ্যবাহী কোপাই
  2. মাটি মাফিয়াদের রুখতে কোপাই নদীর পাড়ে তৃণমূল অভিযান
  3. রবীন্দ্রনাথের থেকেও বেশি জমি মন্ত্রীর', কোপাই দখলের প্রতিবাদে বিস্ফোরক অনুপম
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.