নানুর,12 জুন : BJP কর্মীদের হাতে জখম 4 পুলিশকর্মী । ঘটনাটি নানুরের বন্দর গ্রামের । আজ সকাল থেকেই বন্দর গ্রামে পথ অবরোধ শুরু করে BJP কর্মী সমর্থকরা । তাদের অভিযোগ, পুলিশ নির্দোষ এক BJP কর্মীকে আটক করেছে । সেই ঘটনার প্রতিবাদে এবং আটক হওয়া BJP কর্মীর মুক্তির দাবিতে পথ অবরোধ শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে নানুর থানার OC মনোজ সিংয়ের নেতৃত্বে পুলিশ বাহিনী । BJP কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে বচসা শুরু হয় । উত্তেজনা বাড়তে থাকলে লাঠি হাতে পুলিশকে তাড়া করে BJP কর্মী সমর্থকরা । ঘটনায় জখম হন OC মনোজ সিং সহ 4 পুলিশকর্মী ।
এই ঘটনার পরেই বন্দর গ্রামে বোলপুর পুলিশ লাইন থেকে আরও ফোর্স পাঠানো হয়েছে । নানুর থানার পুলিশ অবশ্য গ্রামে ঢুকতে পারছে না । এদিকে পুলিশ না ঢুকতে পারায় আবার BJP-তৃণমূল সংঘর্ষ বেধেছে গ্রামে । উঠেছে বোমাবাজির অভিযোগ ।
ঘটনার সূত্রপাত নানুরের বন্দর গ্রামে । গতরাতে সেখানে বোমাবাজি হয় । এই ঘটনায় পুলিশ সাব্বার শেখ নামে এক BJP কর্মীকে আটক করে । BJP-র অভিযোগ, ওই গ্রামে তৃণমূলের লোকজন বোমাবাজি করেছে । পুলিশ বিনা কারণে BJP কর্মীকে আটক করেছে । সেই ঘটনার প্রতিবাদেই আজ সকালে নানুর পালিতপুরে পথ অবরোধ শুরু করে BJP কর্মীরা ।
খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত BJP কর্মীরা । সদ্য তৃণমূলে যোগ দেওয়া কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ করে তারা । BJP-র দাবি, কাজলের নেতৃত্বেই অশান্তি ছড়ানো হচ্ছে গ্রামে । পাশাপাশি তারা দাবি করে, অবিলম্বে আটক BJP কর্মীকে ছেড়ে দিতে হবে । না ছাড়ায় বচসা চরম আকার নেয় ।