সিউড়ি, 16 এপ্রিল: "বাংলায় রাম রাজত্ব রয়েছে। মানুষ তার নিজের অধিকারে বাঁচে । বরং বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনের শাসন নেই । মানুষ বিচার পান না । অভিযুক্তদের গুলি করে মেরে ফেলা হয় ৷ " আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে খুনের ঘটনা নিয়ে বলতে গিয়ে রবিবার সিউড়িতে সাংবাদিক মুখোমুখি হয়ে এভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ শানালেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
প্রসঙ্গত, শুক্রবার সিউড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেই সভার পালটা সভা করতে এদিন সিউড়িতে আসেন ফিরহাদ হাকিম । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুই সাংসদ অসিত মাল ও শতাব্দী রায়-সহ সমস্ত বিধায়ক, কোর কমিটির সদস্য এবং জেলা নেতৃত্ব । সভার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন ফিরহাদ । তারঁ বক্তব্য, যারা পশ্চিমবঙ্গে এসে আইনশৃঙ্খলা অবনতির কথা বলেন ৷ তাদের নিজেদের রাজ্য উত্তরপ্রদেশে পুলিশের সামনে এনকাউন্টার হয় । দুষ্কৃতীদের আদালতে নিয়ে যাওয়া হয় না । তাদেরও এনকাউন্টার করে মারা হয় । বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয় । ওখানে বাহুবলীর আইন চলে তিনি মন্তব্য করেন ।
ফিরহাদ এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বাহুবলী বলেন ৷ তাঁর কথায়, "উত্তরপ্রদেশে যোগীজি বড় বাহুবলী। এটা মানবাধিকার লঙ্ঘনের সমান । কিন্তু মানবাধিকার আধিকারিকরা দৌড়ে দৌড়ে এ রাজ্যে আসেন । তাদের কাছে আবেদন করব উত্তরপ্রদেশে যান ৷" দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই জেরা প্রসঙ্গে ফিরহাদ জানান, বিজেপি বিরোধী সমস্ত নেতা মন্ত্রীকে ডেকে পাঠানো হবে । যখন কোটি কোটি টাকা চুরি হয়ে যায় তারা বিদেশে পালিয়ে যায় । সেই মেহুল চকসি হোক কিংবা নীরব মোদি । যারা দেশের মানুষের টাকা লুট করে ৷তাদের দেশে ফিরিয়ে আনা হয় না । চোরদের জলসায় নীরব কেন মোদি ? প্রশ্ন তোলেন তিনি ৷
তবে সিবিআইয়ের নজরে থাকা বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লক সভাপতি বিভাসচন্দ্র অধিকারীকে চেনেন না বলে সাফ জানিয়ে দেন ফিরহাদ হাকিম । তবে মুর্শিদাবাদের বিধায়ককে সিবিআই জেরা নিয়ে ফিরহাদ বলেন, "আইন আইনের পথে চলবে । আমাকেও তো সিবিআই গ্রেফতার করেছিল । কিন্তু আইনের মাধ্যমে আমরা জামিন পেয়েছি । আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে ৷"
আরও পড়ুন: 'উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য ও আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে হতবাক', আতিক খুনে তোপ মমতার