সিউড়ি, 25 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা প্রায় 16 হাজার ভারতীয়র মধ্যে এ রাজ্যেরও একাধিক পড়ুয়া রয়েছেন ৷ রাশিয়া গতকাল ইউক্রেনে যুদ্ধ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে সেদেশে আটকে পড়া পড়ুয়াদের উদ্বিগ্ন পরিবারের ছবি একে একে সামনে আসতে থাকে ৷ তেমনই একজন বীরভূমের শাহরুখ সুলতান আহমেদ । ইউক্রেনে আটকে থাকা সিউড়ির এই ডাক্তারি ছাত্রের পরিবারের দিন কাটছে উৎকন্ঠায় (Family members are worried as medical student of Suri stranded in Ukraine)।
বছর ছ'য়েক আগে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিল সিউড়ির সাজানো পল্লির বাসিন্দা শাহরুখ সুলতান আহমেদ। যুদ্ধ ঘোষণা হওয়ার পর ইউক্রেন থেকে যদিও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে সে ৷ ইতিমধ্যে ইউক্রেনের ভারতীয় দূতাবাসও শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে ওই পড়ুয়ার পরিবার ৷
ইউক্রেনে আটকে পড়া 242 জন ভারতীয়দের এ যাবৎ এয়ার ইন্ডিয়ার একটি বিমান উদ্ধার করে দেশে আনতে পেরেছে ৷ যুদ্ধ ঘোষণা হতেই ইউক্রেন আকাশপথ বন্ধ করে দেওয়ায় এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিমানটি মাঝপথ থেকেই দেশে ফিরে আসে ৷ তবে সেদেশে আটকে পড়া এদেশের নাগরিকদের এয়ারলিফ্ট করতে তৎপর ভারতীয় বায়ুসেনা ৷ ঘুরপথে বাণিজ্যিক বিমানের মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেন দু'দেশের সঙ্গেই যোগাযোগ রেখেছে ভারত । জানিয়েছেন বিদেশ সচিব ৷
আরও পড়ুন : Airlift for Stranded Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করে ফেরানো হবে দেশে
উদ্বিগ্ন শাহরুখের বাবা আফতাবউদ্দিন আহমেদ বলেন, "চিন্তায় আছি । তবে ওরা কয়েকজন ভারতীয় বন্ধু একসঙ্গে আছে ৷ যোগাযোগ হয়েছে ৷ খাবার, বিদ্যুৎ, জলের এখনও কোনও সমস্যা হয়নি ৷ ভারতীয় দূতাবাস ওদের উদ্ধারের চেষ্টা করছে ।"