ETV Bharat / state

আল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, বোমাবাজি; জখম ৫

বোলপুরে চাষ জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে জখম পাঁচজন।

বাড়ি ভাঙচুর
author img

By

Published : Feb 22, 2019, 12:04 PM IST

বোলপুর, ২২ ফেব্রুয়ারি : চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা। পরে শুরু হয় সংঘর্ষ। এর জেরে বোমাবাজি, বাড়ি ভাঙচুর ও লুটপাট চলে। ঘটনাটি নানুরের সিঙ্গি গ্রামের। মাথা ফেটে জখম হয় দু'পক্ষের পাঁচজন। তাদের বোলপুর মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থানে পৌঁছায় বোলপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স।

বোলপুরের সিঙ্গি গ্রামে বাড়ি ফকির মোল্লার। প্রতিবেশী খেলান মোল্লার সঙ্গে চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। জমিতে আল কাটতে কে কতটা জায়গা ছাড়বে এই নিয়ে আজ ফের শুরু হয় বচসা। পরে দুই পরিবারের লোকজন লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয়। দু'জনই তৃণমূল কর্মী হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। গ্রামের রাস্তায় বোমাবাজিও চলে। কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় মাথা ফেটে জখম হয় দু'পক্ষের পাঁচজন।

পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।

বোলপুর, ২২ ফেব্রুয়ারি : চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসা। পরে শুরু হয় সংঘর্ষ। এর জেরে বোমাবাজি, বাড়ি ভাঙচুর ও লুটপাট চলে। ঘটনাটি নানুরের সিঙ্গি গ্রামের। মাথা ফেটে জখম হয় দু'পক্ষের পাঁচজন। তাদের বোলপুর মহকুমা হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থানে পৌঁছায় বোলপুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স।

বোলপুরের সিঙ্গি গ্রামে বাড়ি ফকির মোল্লার। প্রতিবেশী খেলান মোল্লার সঙ্গে চাষ জমিতে আল কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। জমিতে আল কাটতে কে কতটা জায়গা ছাড়বে এই নিয়ে আজ ফের শুরু হয় বচসা। পরে দুই পরিবারের লোকজন লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয়। দু'জনই তৃণমূল কর্মী হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। গ্রামের রাস্তায় বোমাবাজিও চলে। কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় মাথা ফেটে জখম হয় দু'পক্ষের পাঁচজন।

পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.