ETV Bharat / state

মদের দোকান বন্ধের দাবিতে ডেপুটেশন SUCI-এর - Deputation of SUCI in Birbhum demanding closure of liquor store

দীর্ঘ দিন ধরে মদের দোকান বন্ধ থাকলেও এবার সময়সীমা বেঁধে দিয়ে খুলে দেওয়া হয়েছে দোকান । আর তাতেই দোকানের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন ।

SUCI-এর ডেপুটেশন
SUCI-এর ডেপুটেশন
author img

By

Published : May 7, 2020, 8:07 PM IST

বীরভূম, 7 মে: মদের দোকান বন্ধের দাবিতে বোলপুর ও সিউড়ি মহকুমাশাসককে স্মারকলিপি দিল SUCI । তাদের দাবি, ভিড় এড়াতে দ্রুত মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নিক প্রশাসন ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে 28 মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন । 17 মে পর্যন্ত চলবে তৃতীয় দফার লকডাউন । দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এবার সময়সীমা বেঁধে খুলে দেওয়া হয়েছে মদের দোকান । 30 শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে মদ ৷ আর তাতেই দোকানের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন । তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে অবিলম্বে মদের দোকান বন্ধের দাবি করল SUCI । এই মর্মে বোলপুর ও সিউড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দেয় তারা । সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ তাদের ।

SUCI-এর জেলা সম্পাদক বিজয় দলুই বলেন, "মদের দোকান খোলার সিদ্ধান্ত ভুল । যেখানে এই সংকট কাটাতে সকলে চিন্তায় সেখানে মদের দোকান খুলে সামাজিক দূরত্ব নষ্ট করা হচ্ছে ।"

বীরভূম, 7 মে: মদের দোকান বন্ধের দাবিতে বোলপুর ও সিউড়ি মহকুমাশাসককে স্মারকলিপি দিল SUCI । তাদের দাবি, ভিড় এড়াতে দ্রুত মদের দোকান বন্ধের সিদ্ধান্ত নিক প্রশাসন ।

কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে 28 মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন । 17 মে পর্যন্ত চলবে তৃতীয় দফার লকডাউন । দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এবার সময়সীমা বেঁধে খুলে দেওয়া হয়েছে মদের দোকান । 30 শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে মদ ৷ আর তাতেই দোকানের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন । তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে অবিলম্বে মদের দোকান বন্ধের দাবি করল SUCI । এই মর্মে বোলপুর ও সিউড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দেয় তারা । সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ তাদের ।

SUCI-এর জেলা সম্পাদক বিজয় দলুই বলেন, "মদের দোকান খোলার সিদ্ধান্ত ভুল । যেখানে এই সংকট কাটাতে সকলে চিন্তায় সেখানে মদের দোকান খুলে সামাজিক দূরত্ব নষ্ট করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.