ETV Bharat / state

সরকারি কাজে কাটমানি, টাকা ফেরতের জন্য মুচলেকা তৃণমূল নেতার - Cut Money

ইলামবাজারের একইসঙ্গে তিনটি গ্রামে তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা ।

বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
author img

By

Published : Jun 23, 2019, 1:39 PM IST

Updated : Jun 23, 2019, 3:34 PM IST

ইলামবাজার, 23 জুন : যত দিন যাচ্ছে তত যেন কাটমানির ফাঁসে আরও জড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস । এবার ইলামবাজারে তিনটি গ্রামে একই সঙ্গে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা । অবিলম্বে টাকা ফেরত দেওয়ার জন্য এক তৃণমূল নেতাকে দিয়ে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় ।

কয়েকদিন ধরে কাটমানি প্রসঙ্গে জর্জরিত তৃণমূল । নজরুল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবে দুর্নীতি বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন । তৃণমূল নেতাদের 'তোলাবাজির টাকা' ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন । তারপর বীরভূমের বিভিন্ন এলাকাতে তৃণমূল নেতাদের ঘেরাও করে বিক্ষোভ চলছে । রাজ্যের তরফে কাটমানির বিষয়ে অভিযোগের জন্য চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর । কিন্তু তাতেও বিক্ষোভ কমার কোনও রেশ নেই । উলটে বাড়ছে ক্ষোভের মাত্রা । আজ সকাল সাড়ে 9টা থেকে একই দাবিতে ইলামবাজারের উসারডিহি, কামারপাড়া, উপরদেলরা গ্রামে তৃণমূল নেতাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা । তাদের অভিযোগ, 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে দুর্নীতিতে জড়িত রয়েছেন তৃণমূল নেতারা । তাঁরাই 100 দিনের কাজের জব কার্ড আটকে রাখতেন । মেশিন দিয়ে পুকুর কাটিয়ে ওই জব কার্ডগুলি দিয়ে টাকা তুলে নেওয়া হত । যারা কাজ করছে তারা নায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে । কম দিন কাজ করিয়ে জব কার্ড দিয়ে বেশি টাকা তুলে নিতেন নেতারা ।

এই সংক্রান্ত আরও খবর : জবকার্ডই নেই, টাকা ঢুকেছে দেদার ; কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

এই অভিযোগে কামারপাড়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । অবিলম্বে টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে দিয়ে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় । উসারডিহি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সাহেব ঘোষের বাড়ি ঘেরাও করে চলছে বিক্ষোভ । গ্রামবাসীদের অভিযোগ, উসারডিহি গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারা । উপরদেলরা গ্রামেও তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘেরাও

ইলামবাজার, 23 জুন : যত দিন যাচ্ছে তত যেন কাটমানির ফাঁসে আরও জড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস । এবার ইলামবাজারে তিনটি গ্রামে একই সঙ্গে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা । অবিলম্বে টাকা ফেরত দেওয়ার জন্য এক তৃণমূল নেতাকে দিয়ে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় ।

কয়েকদিন ধরে কাটমানি প্রসঙ্গে জর্জরিত তৃণমূল । নজরুল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবে দুর্নীতি বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন । তৃণমূল নেতাদের 'তোলাবাজির টাকা' ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন । তারপর বীরভূমের বিভিন্ন এলাকাতে তৃণমূল নেতাদের ঘেরাও করে বিক্ষোভ চলছে । রাজ্যের তরফে কাটমানির বিষয়ে অভিযোগের জন্য চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর । কিন্তু তাতেও বিক্ষোভ কমার কোনও রেশ নেই । উলটে বাড়ছে ক্ষোভের মাত্রা । আজ সকাল সাড়ে 9টা থেকে একই দাবিতে ইলামবাজারের উসারডিহি, কামারপাড়া, উপরদেলরা গ্রামে তৃণমূল নেতাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা । তাদের অভিযোগ, 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে দুর্নীতিতে জড়িত রয়েছেন তৃণমূল নেতারা । তাঁরাই 100 দিনের কাজের জব কার্ড আটকে রাখতেন । মেশিন দিয়ে পুকুর কাটিয়ে ওই জব কার্ডগুলি দিয়ে টাকা তুলে নেওয়া হত । যারা কাজ করছে তারা নায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে । কম দিন কাজ করিয়ে জব কার্ড দিয়ে বেশি টাকা তুলে নিতেন নেতারা ।

এই সংক্রান্ত আরও খবর : জবকার্ডই নেই, টাকা ঢুকেছে দেদার ; কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত

এই অভিযোগে কামারপাড়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা পিন্টু মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । অবিলম্বে টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে দিয়ে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় । উসারডিহি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি সাহেব ঘোষের বাড়ি ঘেরাও করে চলছে বিক্ষোভ । গ্রামবাসীদের অভিযোগ, উসারডিহি গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারা । উপরদেলরা গ্রামেও তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত আরও খবর : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য ঘেরাও

sample description
Last Updated : Jun 23, 2019, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.