ETV Bharat / state

Anubrata Mondal: অনুব্রত-রাজে বীরভূমে দুর্নীতিই কি 'নিয়ম' হয়ে উঠেছিল ?

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Scam) গ্রেফতার হয়ে এখন জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ কিন্তু তাঁর সময়ে বীরভূমে দুর্নীতিই নিয়ম হয়ে উঠেছিল বলে অভিযোগ ৷ লিখেছেন ইটিভি ভারতের প্রতিনিধি অভিষেক দত্ত রায় ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
Anubrata Mondal: অনুব্রত-রাজে বীরভূমে দুর্নীতিই কি 'নিয়ম' হয়ে উঠেছিল ?
author img

By

Published : Oct 7, 2022, 8:35 PM IST

বোলপুর, 7 অক্টোবর: গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Scam) অভিযুক্ত বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ আপাতত তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ শুক্রবারই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই (CBI) ৷ তদন্তকারীদের পেশ করা তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর শাস্তি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তার পরও তিনিই বীরভূমের রাজনীতিতে থেকে গিয়েছেন 'বেতাজ বাদশা' হিসেবে ৷ সেই কারণে এখনও তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন অনেকে ৷

যদিও বীরভূমের আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে, অনুব্রত মণ্ডল সম্পর্কে নানা তথ্য ৷ সেগুলির বেশিরভাগটাই অভিযোগ ৷ বীরভূমের বাসিন্দারা নাম প্রকাশ না-করার শর্তে বলছেন, গরুপাচার নিয়ে সিবিআই তদন্ত করছে, তাই এই নিয়ে হইচই হচ্ছে ৷ কিন্তু অনুব্রতর ‘রাজত্বে’ দুর্নীতি বীরভূমের রাজনীতি ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে ৷ সে আবাস যোজনার বাড়ির অর্থ দেওয়া থেকে রাস্তা নির্মাণের ঠিকাদারির বরাত, সব কাজই হত শাসক দলকে ‘খুশি’ করার বিনিময়ে ৷ তৃণমূলের সভা-সমাবেশে হাজিরার নিরিখেই একশো দিনের কাজ পেতেন শ্রমিকরা ৷ আর পুরোটাই কেষ্ট মণ্ডলের অঙ্গুলিহেলনেই চলত বলে অভিযোগ ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

বোলপুরের বাসিন্দারা জানান, সবাই সব জানে ৷ কিন্তু বলার সাহস কারও নেই ৷ কারণ, তাহলেই ‘ফল’ ভুগতে হবে ৷ বিরোধী স্বরকে চাপা দিতে পুলিশকে ব্যবহার নাকি অনুব্রতর জন্য জলভাত ছিল ! কাকে কী কেস দিতে হবে, তা নাকি তিনিই বলে দিতেন পুলিশকে ! তাছাড়া কোন থানার ওসি কে হবেন, অপছন্দের পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়ার নির্দেশও অনুব্রতই দিতেন বলে অভিযোগ ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

বীরভূমের একটি থানার ওসি নাম প্রকাশ না-করার শর্তে বললেন, "অনুব্রত মণ্ডল রুষ্ট হওয়ায় আমাকে ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ এসপি স্যর চাইতেন আমি ফের ওসি হই ৷ কিন্তু, তিনি কিছুই করতে পারছিলেন না ৷ এক সিনিয়র অফিসারের কথা মতো আমি বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে কথা বলি ৷ তাঁর মানভঞ্জন হয় ৷ দীর্ঘ এক বছর পর আমি ফের ওসি হই ৷ সেই দিনগুলি আজও মনে পড়ে ।"

বীরভূমের রাজনীতির সঙ্গে যাঁরা সক্রিয়ভাবে যুক্ত, তাঁরা বলছেন, পুরো জেলা প্রশাসনই বোলপুরের নিচুপট্টির তৃণমূল কংগ্রেসের অফিস থেকেই চলত ৷ সেখানেই বসেই ঠিক হত যে কোন রাস্তা নির্মাণের ঠিকাদারি কাকে দেওয়া হবে, কোন বালিঘাটের টেন্ডার কে পাবে, আবাস যোজনায় কে বাড়ি পাবেন, কোথায় ফ্ল্যাট তৈরি হবে, কোথায় নর্দমা তৈরি হবে ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করাতে অনুদান! হাইকোর্টের মামলা অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ

এর জেরে উন্নয়নের কাজ বারবার বাধা পেয়েছে বলে অভিযোগ ৷ সেই অভিযোগই তুললেন বিজেপির (BJP) জাতীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra) ৷ তাঁর দাবি, ‘‘আমি সাংসদ থাকাকালীন নিজের ইচ্ছে মতো কাজ করতে পারিনি ৷ কোথাও উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করব ভাবলেই আমাকে থামিয়ে দেওয়া হত ৷ জেলাশাসক পর্যন্ত অনুব্রত মণ্ডলের কথায় চলতেন ৷ বীরভূমে কোন বিধায়ক, সাংসদের গুরুত্ব নেই, নিজের ইচ্ছেয় তাঁরা কাজ করতে পারেন না । অনুব্রতর ইচ্ছেতেই সব কাজ করতে হবে, না-করলেই দল বিরোধী তকমা দিয়ে দেবে । এটাই হয়ে এসেছে এতকাল ।"

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

অভিযোগ, এই পুরো দুর্নীতি চক্রে বেআইনিভাবে অর্থের লেনদেনও হত ৷ আবাস যোজনার বাড়ি পেতে হলে, রাস্তা নির্মাণের ঠিকা পেতে হলে, বালিঘাটের টেন্ডার পেতে হলে কাটমানি দিতে হয় ৷ এমনকী, প্রশাসনের কাছ থেকে বিভিন্ন শংসাপত্র পেতে হলেও কাটমানি দিতে হয় বলে অভিযোগ ৷ যা পঞ্চায়েত থেকে ধাপে ধাপে জেলাস্তরে চলে আসত ৷ বিরোধীদের অভিযোগ, ওই টাকার বেশিরভাগ অংশ পেতেন অনুব্রতই ৷ আর তাঁর হাত ঘুরে সেই অর্থের একটা অংশ চলে যেত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : দাতব্য সংস্থাকে দান করা জমির মালিক এখন অনুব্রতর মেয়ের কোম্পানি !

অভিযোগের শেষ এখানেই নয় ৷ জেলার বাসিন্দাদের একাংশ আবার উদাহরণ দিয়ে দেখাচ্ছেন বীরভূমের দুর্নীতি সম্পর্কে ৷ কী সেই উদাহরণ ? তাঁরা বলছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে এক ঠিকাদারের মনোমালিন্যের জেরে বোলপুর থেকে সিঙ্গি যাওয়ার রাস্তা নির্মাণ দীর্ঘদিন থমকে ছিল । এখনও বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে ।

দেউচা-পাচামিতে কয়লাখনির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তা বন্ধ করতে অনুব্রত মণ্ডলের নির্দেশেই পুলিশ-প্রশাসন সক্রিয় হয় বলে অভিযোগ ৷ প্রথমে অর্থের প্রলোভন ৷ না-মানলে মামলা দিয়ে গ্রেফতার করানোর অভিযোগও রয়েছে ৷ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরও মিথ্যা গাঁজা-কেসে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও অনেক ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

যা নিয়ে বোলপুরের প্রাক্তন সাংসদ সিপিএমের রামচন্দ্র ডোম বলছেন, "এই জেলায় গত 10 বছরের দুর্নীতি মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে । অনুব্রতর ত্রাসের রাজত্বে মুখ খুলতে পারেননি কেউই ৷ পুলিশ-প্রশাসনের লোকজন পর্যন্ত নিজের ইচ্ছেয় কাজ করতে পারেনি ৷ ক্ষমতায় অন্ধ অনুব্রত সময়কালে সরকারি নিয়ম, সাংবিধানিক নিয়মের কোনও বালাই ছিল না ৷ সবই দলের পার্টি অফিস থেকে ঠিক হয়ে এসেছে ।"

যদিও অনুব্রতর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকেই বিরোধীদের ষড়যন্ত্র বলে মনে করছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেতা চন্দ্রনাথ সিনহা বললেন, "সিপিএমের অত্যাচার থেকে অনুব্রতর নেতৃত্বে এই 'বামদুর্গ বীরভূমে' ঘাসফুল ফুটেছে ৷ গত 11 বছরের গ্রামে গ্রামে উন্নয়ন পৌঁছে গিয়েছে । মানুষ তার পরিষেবা পেয়েছে । বিরোধীদের কাজই কুৎসা রটানো । বীরভূম আজ ভালো আছে । আরও উন্নয়ন হবে, ভালো থাকবে বীরভূমবাসী ।"

আরও পড়ুন : জমি-পুকুর-মিল কেনায় অনুব্রতর ওয়ার্ডে তিন জনের বাড়িতে সিবিআই

বোলপুর, 7 অক্টোবর: গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Scam) অভিযুক্ত বীরভূমে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ আপাতত তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ শুক্রবারই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই (CBI) ৷ তদন্তকারীদের পেশ করা তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর শাস্তি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ তার পরও তিনিই বীরভূমের রাজনীতিতে থেকে গিয়েছেন 'বেতাজ বাদশা' হিসেবে ৷ সেই কারণে এখনও তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন অনেকে ৷

যদিও বীরভূমের আনাচে-কানাচে কান পাতলে শোনা যাচ্ছে, অনুব্রত মণ্ডল সম্পর্কে নানা তথ্য ৷ সেগুলির বেশিরভাগটাই অভিযোগ ৷ বীরভূমের বাসিন্দারা নাম প্রকাশ না-করার শর্তে বলছেন, গরুপাচার নিয়ে সিবিআই তদন্ত করছে, তাই এই নিয়ে হইচই হচ্ছে ৷ কিন্তু অনুব্রতর ‘রাজত্বে’ দুর্নীতি বীরভূমের রাজনীতি ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে ৷ সে আবাস যোজনার বাড়ির অর্থ দেওয়া থেকে রাস্তা নির্মাণের ঠিকাদারির বরাত, সব কাজই হত শাসক দলকে ‘খুশি’ করার বিনিময়ে ৷ তৃণমূলের সভা-সমাবেশে হাজিরার নিরিখেই একশো দিনের কাজ পেতেন শ্রমিকরা ৷ আর পুরোটাই কেষ্ট মণ্ডলের অঙ্গুলিহেলনেই চলত বলে অভিযোগ ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

বোলপুরের বাসিন্দারা জানান, সবাই সব জানে ৷ কিন্তু বলার সাহস কারও নেই ৷ কারণ, তাহলেই ‘ফল’ ভুগতে হবে ৷ বিরোধী স্বরকে চাপা দিতে পুলিশকে ব্যবহার নাকি অনুব্রতর জন্য জলভাত ছিল ! কাকে কী কেস দিতে হবে, তা নাকি তিনিই বলে দিতেন পুলিশকে ! তাছাড়া কোন থানার ওসি কে হবেন, অপছন্দের পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়ার নির্দেশও অনুব্রতই দিতেন বলে অভিযোগ ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

বীরভূমের একটি থানার ওসি নাম প্রকাশ না-করার শর্তে বললেন, "অনুব্রত মণ্ডল রুষ্ট হওয়ায় আমাকে ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷ এসপি স্যর চাইতেন আমি ফের ওসি হই ৷ কিন্তু, তিনি কিছুই করতে পারছিলেন না ৷ এক সিনিয়র অফিসারের কথা মতো আমি বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে কথা বলি ৷ তাঁর মানভঞ্জন হয় ৷ দীর্ঘ এক বছর পর আমি ফের ওসি হই ৷ সেই দিনগুলি আজও মনে পড়ে ।"

বীরভূমের রাজনীতির সঙ্গে যাঁরা সক্রিয়ভাবে যুক্ত, তাঁরা বলছেন, পুরো জেলা প্রশাসনই বোলপুরের নিচুপট্টির তৃণমূল কংগ্রেসের অফিস থেকেই চলত ৷ সেখানেই বসেই ঠিক হত যে কোন রাস্তা নির্মাণের ঠিকাদারি কাকে দেওয়া হবে, কোন বালিঘাটের টেন্ডার কে পাবে, আবাস যোজনায় কে বাড়ি পাবেন, কোথায় ফ্ল্যাট তৈরি হবে, কোথায় নর্দমা তৈরি হবে ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করাতে অনুদান! হাইকোর্টের মামলা অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ

এর জেরে উন্নয়নের কাজ বারবার বাধা পেয়েছে বলে অভিযোগ ৷ সেই অভিযোগই তুললেন বিজেপির (BJP) জাতীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra) ৷ তাঁর দাবি, ‘‘আমি সাংসদ থাকাকালীন নিজের ইচ্ছে মতো কাজ করতে পারিনি ৷ কোথাও উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করব ভাবলেই আমাকে থামিয়ে দেওয়া হত ৷ জেলাশাসক পর্যন্ত অনুব্রত মণ্ডলের কথায় চলতেন ৷ বীরভূমে কোন বিধায়ক, সাংসদের গুরুত্ব নেই, নিজের ইচ্ছেয় তাঁরা কাজ করতে পারেন না । অনুব্রতর ইচ্ছেতেই সব কাজ করতে হবে, না-করলেই দল বিরোধী তকমা দিয়ে দেবে । এটাই হয়ে এসেছে এতকাল ।"

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

অভিযোগ, এই পুরো দুর্নীতি চক্রে বেআইনিভাবে অর্থের লেনদেনও হত ৷ আবাস যোজনার বাড়ি পেতে হলে, রাস্তা নির্মাণের ঠিকা পেতে হলে, বালিঘাটের টেন্ডার পেতে হলে কাটমানি দিতে হয় ৷ এমনকী, প্রশাসনের কাছ থেকে বিভিন্ন শংসাপত্র পেতে হলেও কাটমানি দিতে হয় বলে অভিযোগ ৷ যা পঞ্চায়েত থেকে ধাপে ধাপে জেলাস্তরে চলে আসত ৷ বিরোধীদের অভিযোগ, ওই টাকার বেশিরভাগ অংশ পেতেন অনুব্রতই ৷ আর তাঁর হাত ঘুরে সেই অর্থের একটা অংশ চলে যেত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

আরও পড়ুন : দাতব্য সংস্থাকে দান করা জমির মালিক এখন অনুব্রতর মেয়ের কোম্পানি !

অভিযোগের শেষ এখানেই নয় ৷ জেলার বাসিন্দাদের একাংশ আবার উদাহরণ দিয়ে দেখাচ্ছেন বীরভূমের দুর্নীতি সম্পর্কে ৷ কী সেই উদাহরণ ? তাঁরা বলছেন, অনুব্রত মণ্ডলের সঙ্গে এক ঠিকাদারের মনোমালিন্যের জেরে বোলপুর থেকে সিঙ্গি যাওয়ার রাস্তা নির্মাণ দীর্ঘদিন থমকে ছিল । এখনও বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে ।

দেউচা-পাচামিতে কয়লাখনির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তা বন্ধ করতে অনুব্রত মণ্ডলের নির্দেশেই পুলিশ-প্রশাসন সক্রিয় হয় বলে অভিযোগ ৷ প্রথমে অর্থের প্রলোভন ৷ না-মানলে মামলা দিয়ে গ্রেফতার করানোর অভিযোগও রয়েছে ৷ বিরোধী রাজনৈতিক দলের কর্মীদেরও মিথ্যা গাঁজা-কেসে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও অনেক ৷

Corruption became ligality during Anubrata Mondal Raj in Birbhum
বীরভূম জেলায় তৃণমূলের অনুব্রত মণ্ডল

যা নিয়ে বোলপুরের প্রাক্তন সাংসদ সিপিএমের রামচন্দ্র ডোম বলছেন, "এই জেলায় গত 10 বছরের দুর্নীতি মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে । অনুব্রতর ত্রাসের রাজত্বে মুখ খুলতে পারেননি কেউই ৷ পুলিশ-প্রশাসনের লোকজন পর্যন্ত নিজের ইচ্ছেয় কাজ করতে পারেনি ৷ ক্ষমতায় অন্ধ অনুব্রত সময়কালে সরকারি নিয়ম, সাংবিধানিক নিয়মের কোনও বালাই ছিল না ৷ সবই দলের পার্টি অফিস থেকে ঠিক হয়ে এসেছে ।"

যদিও অনুব্রতর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকেই বিরোধীদের ষড়যন্ত্র বলে মনে করছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম নেতা চন্দ্রনাথ সিনহা বললেন, "সিপিএমের অত্যাচার থেকে অনুব্রতর নেতৃত্বে এই 'বামদুর্গ বীরভূমে' ঘাসফুল ফুটেছে ৷ গত 11 বছরের গ্রামে গ্রামে উন্নয়ন পৌঁছে গিয়েছে । মানুষ তার পরিষেবা পেয়েছে । বিরোধীদের কাজই কুৎসা রটানো । বীরভূম আজ ভালো আছে । আরও উন্নয়ন হবে, ভালো থাকবে বীরভূমবাসী ।"

আরও পড়ুন : জমি-পুকুর-মিল কেনায় অনুব্রতর ওয়ার্ডে তিন জনের বাড়িতে সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.