ETV Bharat / state

Visva-Bharati : বিশ্বভারতীতে তৃণমূলের রাখীবন্ধন উৎসব ঘিরে বিতর্ক - anubrata mandal

রাখীবন্ধন উপলক্ষ্যে বিশ্বভারতী প্রাঙ্গণ জুড়ে পদযাত্রায় সামিল হল তৃণমূল ৷ জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারিতেই কি বিশ্বভারতীর ভিতরে এই পদযাত্রা ? বিজেপির অনুষ্ঠানের পাল্টা ক্ষমতা প্রদর্শনই কি রাখীবন্ধনের এই পদযাত্রা ? জল্পনা রাজনৈতিক মহলে ৷

বিশ্বভারতীতে তৃণমূলের রাখীবন্ধন
বিশ্বভারতীতে তৃণমূলের রাখীবন্ধন
author img

By

Published : Aug 22, 2021, 2:11 PM IST

শান্তিনিকেতন, 22 অগস্ট : অনুব্রত মণ্ডলের নির্দেশে বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের রাস্তায় রাখীবন্ধন উৎসব পালন করল তৃণমূল । বিশ্বভারতীকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত । আগেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন বিশ্বভারতীর ভিতরে অনুষ্ঠান করবে তৃণমূল ।

প্রসঙ্গত, গত 18 অগস্ট বিশ্বভারতীতে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার । সঙ্গে ছিলেন বিজেপির নেতা-কর্মীরা । যা নিয়ে বিতর্ক তৈরি হয় । সেই সময় অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলও বিশ্বভারতী প্রাঙ্গণে অনুষ্ঠান করবে ।


সেই হুঁশিয়ারি আজ বাস্তবে পরিণত হল ৷ রাখীবন্ধন উপলক্ষ্যে আজ ঐতিহ্যবাহী উপাসনা গৃহের সামনে দিয়ে পদযাত্রা করলেন তৃণমূলের নেতা-কর্মীরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ছবিযুক্ত ব্যানার নিয়ে গান গাইতে গাইতে পদযাত্রা করেন দলীয় কর্মীরা । রবীন্দ্রভবন থেকে শুরু করে ছাতিমতলা, উপাসনা গৃহ, তালধ্বজের সামনে দিয়ে পদযাত্রা হয় ।

রাখীবন্ধন উপলক্ষ্যে বিশ্বভারতী প্রাঙ্গনে তৃণমূলের পদযাত্রা
বিশ্বভারতীতে কখনও কোনও রাজনৈতিক দল তাদের দলীয় ব্যানার ও ছবি নিয়ে অনুষ্ঠান করেনি । অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারির পর আজকের অনুষ্ঠান ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । যদিও, বিশ্বভারতীর তরফে এই প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন : Anubrata Mandal : বিশ্বভারতী ক্যাম্পাসে মিটিং করব, পারলে রুখবে ; হুঁশিয়ারি অনুব্রতর

শান্তিনিকেতন, 22 অগস্ট : অনুব্রত মণ্ডলের নির্দেশে বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের রাস্তায় রাখীবন্ধন উৎসব পালন করল তৃণমূল । বিশ্বভারতীকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত । আগেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন বিশ্বভারতীর ভিতরে অনুষ্ঠান করবে তৃণমূল ।

প্রসঙ্গত, গত 18 অগস্ট বিশ্বভারতীতে একটি অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার । সঙ্গে ছিলেন বিজেপির নেতা-কর্মীরা । যা নিয়ে বিতর্ক তৈরি হয় । সেই সময় অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলও বিশ্বভারতী প্রাঙ্গণে অনুষ্ঠান করবে ।


সেই হুঁশিয়ারি আজ বাস্তবে পরিণত হল ৷ রাখীবন্ধন উপলক্ষ্যে আজ ঐতিহ্যবাহী উপাসনা গৃহের সামনে দিয়ে পদযাত্রা করলেন তৃণমূলের নেতা-কর্মীরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহের ছবিযুক্ত ব্যানার নিয়ে গান গাইতে গাইতে পদযাত্রা করেন দলীয় কর্মীরা । রবীন্দ্রভবন থেকে শুরু করে ছাতিমতলা, উপাসনা গৃহ, তালধ্বজের সামনে দিয়ে পদযাত্রা হয় ।

রাখীবন্ধন উপলক্ষ্যে বিশ্বভারতী প্রাঙ্গনে তৃণমূলের পদযাত্রা
বিশ্বভারতীতে কখনও কোনও রাজনৈতিক দল তাদের দলীয় ব্যানার ও ছবি নিয়ে অনুষ্ঠান করেনি । অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারির পর আজকের অনুষ্ঠান ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । যদিও, বিশ্বভারতীর তরফে এই প্রসঙ্গে কেউ কোনও মন্তব্য করতে চাননি ।

আরও পড়ুন : Anubrata Mandal : বিশ্বভারতী ক্যাম্পাসে মিটিং করব, পারলে রুখবে ; হুঁশিয়ারি অনুব্রতর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.