ETV Bharat / state

Abhishek Banerjee: অভিষেক সভা ছাড়তেই ব্যালট বক্স নিয়ে উত্তেজনা ও হাতাহাতি - ব্যালট বক্স নিয়ে উত্তেজনা

কোচবিহারের পর বীরভূম ৷ ব্যালট বক্স নিয়ে উত্তেজনা ৷ পুলিশের সামনেই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ৷

Etv Bharat
ভোটাভুটি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে
author img

By

Published : May 9, 2023, 8:56 PM IST

বীরভূমে ভোটাভুটি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বোলপুর, 9 মে: পঞ্চায়েত নির্বাচনের আগে জেলাস্তরের কর্মীদের কাছে পৌঁছতেই জনসংযোগ যাত্রা শুরু করেছে তৃণমূল ৷ উত্তরবঙ্গের দিনহাটা, কোচবিহার, মালদার পরে মঙ্গলবার বীরভূমের 'নবজোয়ার' কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেও ফের ব্যালট বক্স নিয়ে অশান্তি পরিবেশ সৃষ্টি হয় ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নির্বাচন জন্য দলের পক্ষ থেকে ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছে ৷ সেই ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা করে তৃণমূলের একটি দল। পুলিশের সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতিও শুরু হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনসংযোগ যাত্রায় 15তম দিনে বীরভূম সফরের প্রথম দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুরারইয়ে চাতরা উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভায় উপস্থিত ছিলেন । সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "ভারতবর্ষের রাজনৈতিক দল সাধারণ মানুষকে এমন সুযোগ দেয় না । যারা পঞ্চায়েতে প্রার্থী ঠিক করে । আমাদের দল তৃণমূল কংগ্রেস সেই সুযোগ দিয়েছে ।" এমনকী, তিনি হাতে একটি ব্যালট পেপার দেখিয়ে বলেন, "আপনারা নিজেদের প্রার্থী নিজেরাই ঠিক করবেন ।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শেষ করে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের ভোটাভুটি । আর তাকে কেন্দ্র করে শুরু হয় বচসা ও অশান্তি ৷ পরে তা হাতাহাতির রূপ নেয় । ব্যালট বক্স হাতে করে তুলে পালানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে ৷ অন্য গোষ্ঠী বাধা দিতে গেলেই অশান্তির বাতাবরণ তৈরি হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : বীরভূম সফরে অভিষেককে স্বাগত জানালেন শতাব্দী-চন্দ্রনাথরা

প্রসঙ্গত, রাজ্যের আর পাঁচটি জেলায় ঠিক যেমন ভাবে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল । প্রথম দিন বীরভূম সফরেও দেখা গেল একই দৃশ্য । 11 মে বৃহস্পতিবার পর্যন্ত অনুব্রতহীন এই জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তাঁর প্রথম দিনের সফরেই প্রকাশ্যে এল তৃণমূল গোষ্ঠী কোন্দল ৷ কর্মসূচির এখনও 45 দিন বাকি ৷ একাধিক জায়গায় ভোটাভুটি বাকি রয়েছে । পূর্বের পরিস্থিতি থেকে কী শিক্ষা নেয় দল, সেটাই দেখার ৷

বীরভূমে ভোটাভুটি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

বোলপুর, 9 মে: পঞ্চায়েত নির্বাচনের আগে জেলাস্তরের কর্মীদের কাছে পৌঁছতেই জনসংযোগ যাত্রা শুরু করেছে তৃণমূল ৷ উত্তরবঙ্গের দিনহাটা, কোচবিহার, মালদার পরে মঙ্গলবার বীরভূমের 'নবজোয়ার' কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেও ফের ব্যালট বক্স নিয়ে অশান্তি পরিবেশ সৃষ্টি হয় ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নির্বাচন জন্য দলের পক্ষ থেকে ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছে ৷ সেই ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা করে তৃণমূলের একটি দল। পুলিশের সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতিও শুরু হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনসংযোগ যাত্রায় 15তম দিনে বীরভূম সফরের প্রথম দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুরারইয়ে চাতরা উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভায় উপস্থিত ছিলেন । সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "ভারতবর্ষের রাজনৈতিক দল সাধারণ মানুষকে এমন সুযোগ দেয় না । যারা পঞ্চায়েতে প্রার্থী ঠিক করে । আমাদের দল তৃণমূল কংগ্রেস সেই সুযোগ দিয়েছে ।" এমনকী, তিনি হাতে একটি ব্যালট পেপার দেখিয়ে বলেন, "আপনারা নিজেদের প্রার্থী নিজেরাই ঠিক করবেন ।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শেষ করে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের ভোটাভুটি । আর তাকে কেন্দ্র করে শুরু হয় বচসা ও অশান্তি ৷ পরে তা হাতাহাতির রূপ নেয় । ব্যালট বক্স হাতে করে তুলে পালানোর চেষ্টার অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে ৷ অন্য গোষ্ঠী বাধা দিতে গেলেই অশান্তির বাতাবরণ তৈরি হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : বীরভূম সফরে অভিষেককে স্বাগত জানালেন শতাব্দী-চন্দ্রনাথরা

প্রসঙ্গত, রাজ্যের আর পাঁচটি জেলায় ঠিক যেমন ভাবে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল । প্রথম দিন বীরভূম সফরেও দেখা গেল একই দৃশ্য । 11 মে বৃহস্পতিবার পর্যন্ত অনুব্রতহীন এই জেলায় একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তাঁর প্রথম দিনের সফরেই প্রকাশ্যে এল তৃণমূল গোষ্ঠী কোন্দল ৷ কর্মসূচির এখনও 45 দিন বাকি ৷ একাধিক জায়গায় ভোটাভুটি বাকি রয়েছে । পূর্বের পরিস্থিতি থেকে কী শিক্ষা নেয় দল, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.