শান্তিনিকেতন, 19 মে : কোপাই নদীর তীরে যুগলকে অশালীন কাজে বাধা দেওয়ায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর করে মোবাইল ফোন ভেঙে দেওয়া হল (Civic volunteer attacked while trying to stop indecent activity at Kopai River bank)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন ও পাড়ুই থানার পুলিশ । অভিযোগ, সন্ধ্যার পরেই গোয়ালপাড়ার কোপাই নদীর তীরে বসে মদের আসর ৷ চলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ।
এই ঐতিহ্যবাহী কোপাই নদীর গোয়ালপাড়া সেতুর একদিকে শান্তিনিকেতন থানা ও অন্যদিকে পাড়ুই থানা ৷ বুধবার পাড়ুই থানার দুই সিভিক ভলান্টিয়ার কোপাই নদীর তীরে কর্তব্যরত ছিলেন ৷ সেই সময় সন্ধ্যাবেলা এক যুগলকে অশালীন কাজে বাধা দেওয়ায় এক ওই যুবক চড়াও হয় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের উপর । পরে ওই যুবক তার আরও এক সাগরেদকে ডেকে আনে ৷ দু'জনে মিলে ওই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করে । মোবাইল ফোন কেড়ে নেয়, ভেঙে দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন ও পাড়ুই থানার পুলিশ । ঘটনাস্থলে আসেন পাড়ুই থানার ওসিও ৷ নদীয়ানন্দন দাস নামে ওই সিভিক ভলান্টিয়ার পাড়ুই থানার অন্তর্গত এলাকায় কর্মরত ।
Indecent Activity at Kopai River : সন্ধ্যা হলেই কোপাই তীরে অসামাজিক কার্যকলাপ, বাধা দিতে গিয়ে আক্রান্ত সিভিক - Indecent Activity at Kopai River
কোপাইয়ের তীরে যুগলকে অশালীন কাজে বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ারকে মারধর করে ফোন কেড়ে নেওয়া হল ৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি (Indecent Activity at Kopai River) ৷
শান্তিনিকেতন, 19 মে : কোপাই নদীর তীরে যুগলকে অশালীন কাজে বাধা দেওয়ায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর করে মোবাইল ফোন ভেঙে দেওয়া হল (Civic volunteer attacked while trying to stop indecent activity at Kopai River bank)। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন ও পাড়ুই থানার পুলিশ । অভিযোগ, সন্ধ্যার পরেই গোয়ালপাড়ার কোপাই নদীর তীরে বসে মদের আসর ৷ চলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ।
এই ঐতিহ্যবাহী কোপাই নদীর গোয়ালপাড়া সেতুর একদিকে শান্তিনিকেতন থানা ও অন্যদিকে পাড়ুই থানা ৷ বুধবার পাড়ুই থানার দুই সিভিক ভলান্টিয়ার কোপাই নদীর তীরে কর্তব্যরত ছিলেন ৷ সেই সময় সন্ধ্যাবেলা এক যুগলকে অশালীন কাজে বাধা দেওয়ায় এক ওই যুবক চড়াও হয় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের উপর । পরে ওই যুবক তার আরও এক সাগরেদকে ডেকে আনে ৷ দু'জনে মিলে ওই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করে । মোবাইল ফোন কেড়ে নেয়, ভেঙে দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন ও পাড়ুই থানার পুলিশ । ঘটনাস্থলে আসেন পাড়ুই থানার ওসিও ৷ নদীয়ানন্দন দাস নামে ওই সিভিক ভলান্টিয়ার পাড়ুই থানার অন্তর্গত এলাকায় কর্মরত ।