ETV Bharat / state

ঘরের মানুষ কুটির-হস্তশিল্প মন্ত্রী , আশার আলো শান্তিনিকেতনে

করোনা আবহে বসন্তোৎসব ও পৌষমেলা না হওয়ায়, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় কুটির শিল্প ও হস্তশিল্প । চন্দ্রনাথ বাবু মন্ত্রী হওয়ায় আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা ।

আশার আলো শান্তিনিকেতন
আশার আলো শান্তিনিকেতন
author img

By

Published : May 10, 2021, 10:49 PM IST

শান্তিনিকেতন, 10 মে : বোলপুর-শান্তিনিকেতনের অন্যতম উপার্জন হল হস্তশিল্প ও ক্ষুদ্রকুটির শিল্প । এদিন এই দফতরের মন্ত্রী হলেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ । এতে রীতিমতো খুশির উচ্ছ্বাস বোলপুর-শান্তিনিকেতনে ।

এলাকার প্রায় সাড়ে 6 হাজার মানুষ ওতোপ্রতভাবে যুক্ত এই শিল্পের সঙ্গে ৷ বোলপুর-শান্তিনিকেতন এলাকার মানুষের অন্যতম আয়ের উৎস ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্প । এছাড়া, বহু মানুষ পরোক্ষভাবে যুক্ত কুটির শিল্প ও হস্ত শিল্পের সঙ্গে৷ করোনা আবহে বসন্তোৎসব ও পৌষমেলা না হওয়ায়, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় কুটির শিল্প ও হস্তশিল্প । চন্দ্রনাথ বাবু মন্ত্রী হওয়ায় আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা । সোমবার নতুন মন্ত্রীসভা গঠিত হয় ৷ সেখানে জায়গা করে নেন বোলপুরের তিনবারের বিধায়ক চন্দ্রনাথ সিংহ । প্রথমে তিনি ছিলেন পঞ্চায়েত মন্ত্রী । কিছুদিনের মধ্যে তিনি পরিকল্পনা রূপায়ন ও পরিসংখ্যান দফতরের মন্ত্রী হন । তারপর দীর্ঘ দিন ধরে রাজ্যের মৎস্য মন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিংহ । এবার তাঁকে দায়িত্ব দেওয়া হল ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্প দফতরের ৷

চন্দ্রনাথ বাবু মন্ত্রী হওয়ায় শান্তিনিকেতনে আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা

আরও পড়ুন : করোনা আক্রান্ত ঘরবন্দি 'টুম্পা' সুমনা দাসকে এখন কাছে ডাকছে না কেউ

স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিংহ কুটির ও হস্ত শিল্প দফতরের মন্ত্রী হওয়ায় রীতিমতো খুশির উচ্ছ্বাস ব্যবসায়ী ও শিল্পীদের মধ্যে ৷ সবুজ আবির খেলায় মাতলেন শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটের ব্যবসায়ীরা ৷ চন্দ্রনাথ সিংহ এই দপ্তরের মন্ত্রী হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা । ব্যবসায়ীদের কথায়, "ঘরের মানুষ কুটির ও হস্ত শিল্প মন্ত্রী হলেন । এতে আমরা খুব খুশি ৷ আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে । এবার মন্ত্রী হয়তো আমাদের জন্য ভাববেন ।"

শান্তিনিকেতন, 10 মে : বোলপুর-শান্তিনিকেতনের অন্যতম উপার্জন হল হস্তশিল্প ও ক্ষুদ্রকুটির শিল্প । এদিন এই দফতরের মন্ত্রী হলেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ । এতে রীতিমতো খুশির উচ্ছ্বাস বোলপুর-শান্তিনিকেতনে ।

এলাকার প্রায় সাড়ে 6 হাজার মানুষ ওতোপ্রতভাবে যুক্ত এই শিল্পের সঙ্গে ৷ বোলপুর-শান্তিনিকেতন এলাকার মানুষের অন্যতম আয়ের উৎস ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্প । এছাড়া, বহু মানুষ পরোক্ষভাবে যুক্ত কুটির শিল্প ও হস্ত শিল্পের সঙ্গে৷ করোনা আবহে বসন্তোৎসব ও পৌষমেলা না হওয়ায়, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় কুটির শিল্প ও হস্তশিল্প । চন্দ্রনাথ বাবু মন্ত্রী হওয়ায় আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা । সোমবার নতুন মন্ত্রীসভা গঠিত হয় ৷ সেখানে জায়গা করে নেন বোলপুরের তিনবারের বিধায়ক চন্দ্রনাথ সিংহ । প্রথমে তিনি ছিলেন পঞ্চায়েত মন্ত্রী । কিছুদিনের মধ্যে তিনি পরিকল্পনা রূপায়ন ও পরিসংখ্যান দফতরের মন্ত্রী হন । তারপর দীর্ঘ দিন ধরে রাজ্যের মৎস্য মন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিংহ । এবার তাঁকে দায়িত্ব দেওয়া হল ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্প দফতরের ৷

চন্দ্রনাথ বাবু মন্ত্রী হওয়ায় শান্তিনিকেতনে আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা

আরও পড়ুন : করোনা আক্রান্ত ঘরবন্দি 'টুম্পা' সুমনা দাসকে এখন কাছে ডাকছে না কেউ

স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিংহ কুটির ও হস্ত শিল্প দফতরের মন্ত্রী হওয়ায় রীতিমতো খুশির উচ্ছ্বাস ব্যবসায়ী ও শিল্পীদের মধ্যে ৷ সবুজ আবির খেলায় মাতলেন শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটের ব্যবসায়ীরা ৷ চন্দ্রনাথ সিংহ এই দপ্তরের মন্ত্রী হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা । ব্যবসায়ীদের কথায়, "ঘরের মানুষ কুটির ও হস্ত শিল্প মন্ত্রী হলেন । এতে আমরা খুব খুশি ৷ আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে । এবার মন্ত্রী হয়তো আমাদের জন্য ভাববেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.