ETV Bharat / state

Lalan Sheikh Death: লালন-মৃত্যুর তদন্ত রাজ্য পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে পারে, আদালতে আশঙ্কা প্রকাশ সিবিআইয়ের - Bhadu Sheikh Murder Case

বীরভূমের বগটুই-কাণ্ডে (Bogtui Massacre) মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ ৷ সিবিআই (CBI) হেফাজতে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ ৷ তাঁর পরিবার সিবিআইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছে ৷ তদন্ত করছে সিআইডি (CID) ৷ এবার আদালতে সিবিআইয়ের দাবি, এই নিয়ে রাজ্য পুলিশ তদন্ত করলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 6, 2023, 2:26 PM IST

Updated : Jan 6, 2023, 2:56 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: লালন শেখ মৃত্যুর (Lalan Sheikh Death) মামলার তদন্ত রাজ্য পুলিশ করলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে আশঙ্কা করছে সিবিআই (CBI) । শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সেই আশঙ্কার কথাই জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী ৷

শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সিবিআইয়ের তরফে এই আশঙ্কা প্রকাশ করা হয় ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর দাবি, এই তদন্ত পুলিশ আর এক দিনও চালালে তথ্য প্রমাণ সব লোপাট হয়ে যাবে । তদন্ত ভুল পথে চলে যাবে । ময়নাতদন্তের যে রিপোর্ট তাদের দেওয়া হয়েছে, তাতে আশঙ্কা আরও তীব্র হয়েছে। এইভাবে কাজে তদন্ত দূষিত হচ্ছে ।

এই অভিযোগ শুনে বিচারপতি অবশ্য সিবিআইয়ের উদ্দেশ্যে বলেন, "এই আশঙ্কার কারণ নেই বলে আমার বিশ্বাস । সত্যি কেউ লুকোতে পারবে না । এই মামলার কেস ডায়েরি দেখতে চেয়েছি । সোমবার বেলা 11টা পর্যন্ত অপেক্ষা করুন । আর আপনাদের অফিসারদের তো রক্ষাকবচ রয়েছে ।"

সিবিআইয়ের আইনজীবী তখন ফের বলেন, "সেটা হলেও সিবিআই অফিসারদের অযথা হয়রানি করার চেষ্টা হচ্ছে । তদন্তের নথি বিকৃত হচ্ছে ।" অন্যদিকে রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় অভিযোগের সুরে বলেন, "সিবিআই পক্ষপাতমূলক আচরণ করছে । আমাদের আগে নোটিশ দেওয়া হয়নি । কাল রাত 2টোয় নোটিশ দিয়েছে । এত তাড়া কিসের ?"

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত মার্চে বীরভূমের রামপুরহাটে তৃণমূল (Trinamool Congress) নেতা ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় (Bhadu Sheikh Murder Case) ৷ তার কয়েক ঘণ্টা পরে স্থানীয় বগটুই গ্রামে জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়ি ৷ ওই বাড়ির ভিতরে থাকা অন্তত 10 জনের মৃত্যু হয় ওই অগ্নিকাণ্ডে ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ ৷

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু শেখ খুন ও বগটুই কাণ্ডে (Bogtui Massacre) তদন্ত শুরু করে সিবিআই ৷ একে একে অভিযুক্তদের গ্রেফতারও শুরু করে ৷ 2022-এর শেষদিকে গ্রেফতার করা হয় লালন শেখকে ৷ তাঁকে আদালত সিবিআই হেফাজতে পাঠায় ৷ সেই হেফাজতে থাকাকালীনই আত্মহত্যা করেন লালন ৷

যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিক্ষোভ হয় বীরভূমে৷ লালনের স্ত্রী সিবিআইয়ের তিন আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন ৷ পুলিশের দ্বারস্থ হন ৷ পরে তদন্তভার নেয় সিআইডি (CID) ৷ এদিকে এই ঘটনায় সিবিআই আধিকারিকদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ওঠে ৷ যে তিন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর তাঁরা বগটুই তদন্তের সঙ্গে যুক্ত নন বলে সিবিআইয়ের দাবি ৷

এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ সেই মামলার শুনানিতেই এদিন এই আশঙ্কা প্রকাশ করা হয় সিবিআইয়ের তরফে ৷ আগামী সোমবার এই মামলার কেস ডায়েরি, তদন্ত রিপোর্ট আদালতে জমা করবে রাজ্য । তারপর বিচারপতি জয় সেনগুপ্ত কী নির্দেশ দেন, সেটাই দেখার !

আরও পড়ুন: লালন শেখ মৃত্যু মামলায় সিআইডি তদন্তে আস্থা কলকাতা হাইকোর্টের

Last Updated : Jan 6, 2023, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.