ETV Bharat / state

Anubrata Mondal: জমি-পুকুর-মিল কেনায় অনুব্রতর ওয়ার্ডে তিন জনের বাড়িতে সিবিআই

তাঁদের থেকে জমি, পুকুর ও মিল কিনেছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷ সেই কারণে অনুব্রতর ওয়ার্ডে তিন জনের বাড়িতে হানা দিল সিবিআই (CBI raid)৷

CBI raids 3 houses in Anubrata Mondal ward in cattle smuggling case
জমি-পুকুর-মিল কেনায় অনুব্রতর ওয়ার্ডে তিন জনের বাড়িতে সিবিআই
author img

By

Published : Sep 15, 2022, 2:44 PM IST

বোলপুর, 15 সেপ্টেম্বর: গরু পাচার মামলার (Cattle Smuggling Case) তদন্তে বোলপুরে রবীন্দ্রনাথ ঘোষ, নীলাঞ্জন পাণ্ডে ও বিশ্বনাথ রায়ের বাড়িতে হানা দিল সিবিআই (CBI raid)। জানা গিয়েছে, এঁদের কাছ থেকে জমি, পুকুর, মুড়ি মিল, বাগান বাড়ি কিনেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই সমস্ত নথি নিয়ে বিক্রেতাদের জেরা করেন তদন্তকারী অফিসারেরা ৷

গরু পাচার কাণ্ডে বোলপরে দু দিন ধরে তৎপরতা চলছে সিবিআই-এর । 14 সেপ্টেম্বর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মালিক মলয় পীঠকে জেরা করে সিবিআই । এরপর আজ বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে রবীন্দ্রনাথ ঘোষ ও বিশ্বনাথ ঘোষের বাড়িতে যায় সিবিআই । জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঘোষের বাবা স্বর্গীয় হংসগোপাল ঘোষের কাছ থেকে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল জমি ও বাগানবাড়ি কিনেছিলেন ৷

অন্যদিকে, বাড়ির পাশে একটি পুকুর অনুব্রত মণ্ডল কেনেন বিশ্বনাথ রায় ও তাঁর ভাই সন্দীপ রায়ের কাছ থেকে ৷ এক বছর আগে সেই পুকুর রেজিস্ট্রিও করা হয় ৷ তাই এই দু জনের বাড়িতে গিয়ে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ একই ওয়ার্ডে নীলাঞ্জন পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতেও যায় সিবিআই । তাঁর কাছ থেকে 2016 সালে একটি মুড়ি মিল কিনেছিলেন অনুব্রত । সেই কারণে নীলাঞ্জনকেও জিজ্ঞাসাবাদ করা হয় ।

আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোলে সংশোধনাগারে সিবিআই

কবে, কার কাছ থেকে এই সম্পত্তি অনুব্রত মণ্ডল কার নামে কিনেছিলেন, লেনদেন কি নগদে হয়েছিল, নাকি চেক মারফৎ, যদি চেক মারফৎ লেনদেন হয়, সেই চেক কার নামে ছিল, এমনই নানা তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসারেরা ৷ প্রসঙ্গত, এই 22 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা অনুব্রত মণ্ডল ।

বোলপুর, 15 সেপ্টেম্বর: গরু পাচার মামলার (Cattle Smuggling Case) তদন্তে বোলপুরে রবীন্দ্রনাথ ঘোষ, নীলাঞ্জন পাণ্ডে ও বিশ্বনাথ রায়ের বাড়িতে হানা দিল সিবিআই (CBI raid)। জানা গিয়েছে, এঁদের কাছ থেকে জমি, পুকুর, মুড়ি মিল, বাগান বাড়ি কিনেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই সমস্ত নথি নিয়ে বিক্রেতাদের জেরা করেন তদন্তকারী অফিসারেরা ৷

গরু পাচার কাণ্ডে বোলপরে দু দিন ধরে তৎপরতা চলছে সিবিআই-এর । 14 সেপ্টেম্বর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মালিক মলয় পীঠকে জেরা করে সিবিআই । এরপর আজ বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে রবীন্দ্রনাথ ঘোষ ও বিশ্বনাথ ঘোষের বাড়িতে যায় সিবিআই । জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঘোষের বাবা স্বর্গীয় হংসগোপাল ঘোষের কাছ থেকে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল জমি ও বাগানবাড়ি কিনেছিলেন ৷

অন্যদিকে, বাড়ির পাশে একটি পুকুর অনুব্রত মণ্ডল কেনেন বিশ্বনাথ রায় ও তাঁর ভাই সন্দীপ রায়ের কাছ থেকে ৷ এক বছর আগে সেই পুকুর রেজিস্ট্রিও করা হয় ৷ তাই এই দু জনের বাড়িতে গিয়ে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ একই ওয়ার্ডে নীলাঞ্জন পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতেও যায় সিবিআই । তাঁর কাছ থেকে 2016 সালে একটি মুড়ি মিল কিনেছিলেন অনুব্রত । সেই কারণে নীলাঞ্জনকেও জিজ্ঞাসাবাদ করা হয় ।

আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোলে সংশোধনাগারে সিবিআই

কবে, কার কাছ থেকে এই সম্পত্তি অনুব্রত মণ্ডল কার নামে কিনেছিলেন, লেনদেন কি নগদে হয়েছিল, নাকি চেক মারফৎ, যদি চেক মারফৎ লেনদেন হয়, সেই চেক কার নামে ছিল, এমনই নানা তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসারেরা ৷ প্রসঙ্গত, এই 22 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা অনুব্রত মণ্ডল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.