ETV Bharat / state

Cattle Smuggling : বীরভূমে এখনও রমরমিয়ে চলছে গরুপাচার - অনুব্রত মণ্ডল

সিবিআই তদন্তের (CBI Investigation) মাঝেই বীরভূম থেকে রমরমিয়ে চলছে গরুপাচার (Cattle Smuggling)৷ ইতিমধ্যে গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী (CBI arrest Anubrata Mandals bodyguard Saigal Hossain)৷

Cattle smuggling still rampant in Birbhum
Cattle Smuggling
author img

By

Published : Jun 11, 2022, 10:39 PM IST

বোলপুর (ইলামবাজার), 11 জুন : গরুপাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। ইতিমধ্যেই তাঁর দেহরক্ষীকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। সিবিআই তদন্তের মাঝেই বীরভূমের ইলামবাজার থেকে রমরমিয়ে চলছে গরুপাচার (Cattle Smuggling)। পুলিশকে টাকা দিয়েই মেলে গরু নিয়ে যাওয়ার ছাড়পত্র, এমনটাই জানাচ্ছে কারবারিরা ৷

এই হাট থেকে মুর্শিদাবাদ, সেখান থেকে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যায় গরু ৷ কারবারিদের কাছ থেকে উঠে এল সেই তথ্য ৷ বীরভূমের ইলামবাজারের সুখবাজার গরুর হাট দক্ষিণবঙ্গের সব থেকে বড় পশুহাট হিসাবে পরিচিত ৷ অভিযোগ, এই গরুর হাট থেকে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গরুপাচার হয় । এমনকি এই হাট থেকেই বাংলাদেশে গরুপাচারের অভিযোগ ওঠে ৷

Cattle smuggling still rampant in Birbhum
মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গরুপাচার হয়

তদন্তে নেমে এই হাট থেকে একাধিক নথি পায় সিবিআই অফিসারেরা । তারপরই গরুপাচার কাণ্ডের অন্যতম চক্রি এনামূল হককে গ্রেফতার করা হয় ৷ নাম উঠে আসে অনুব্রত মণ্ডলের ৷ গরুপাচার কাণ্ডে তদন্তের জন্য একাধিকবার তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসের হাজিরা দেওয়ার নোটিশ দেয় সিবিআই । ইতিমধ্যে তাঁর দেহরক্ষী সাহগেল হোসেনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সিবিআই । এত কিছুর পরেও ইলামবাজার থেকে রমরমিয়ে চলছে গরুপাচার (Cattle smuggling still rampant in Birbhum)।

সিবিআই তদন্তের মাঝেই বীরভূম থেকে রমরমিয়ে চলছে গরুপাচার

কারবারিদের কাছ থেকে জানা গিয়েছে, এক একটি গরুর দাম 8 থেকে 12 হাজার টাকা ৷ বড় গরুর দাম 25 থেকে 40 হাজার টাকা পর্যন্ত হয় ৷ ইলামবাজারের সুখবাজার হাট থেকে চৌপাহারির জঙ্গল, সোনাঝুরি জঙ্গল হয়ে চলছে পাচার ৷

Cattle smuggling still rampant in Birbhum
কারবারিদের কাছ থেকে উঠে এল সেই তথ্য

আরও পড়ুন : Anubrata Mandal : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

প্রসঙ্গত, প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী গাড়ি করে গবাদিপশু নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি ৷ তা সত্ত্বেও পুলিশকে টাকা দিয়েই মিলছে ছাড়পত্র ৷ গাড়ি পিছু 50 থেকে 200 টাকা পর্যন্ত দিতে হয় পুলিশকে ৷ এমনটাই জানাচ্ছেন কারবারিরা ৷ প্রতি শনিবার একদিনে কোটি টাকার লেনদেন হয় এই হাটে । এক কথায় সিবিআই তদন্তের মাঝেই বীরভূম থেকে চলছে গরু পাচার ৷ কারবারিরা বলেন, "সুখবারার হাট থেকে নিয়ে যাচ্ছি গরু ৷ বেআইনি তো বটেই, হাটিয়ে নিয়ে যেতে পারব না । পুলিশ টাকা নিয়েই ছেড়ে দেয় ৷ মুর্শিদাবাদেও যায় গরু, রাতের অন্ধকারে পাচার হয় ।" তবে এবিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

বোলপুর (ইলামবাজার), 11 জুন : গরুপাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। ইতিমধ্যেই তাঁর দেহরক্ষীকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। সিবিআই তদন্তের মাঝেই বীরভূমের ইলামবাজার থেকে রমরমিয়ে চলছে গরুপাচার (Cattle Smuggling)। পুলিশকে টাকা দিয়েই মেলে গরু নিয়ে যাওয়ার ছাড়পত্র, এমনটাই জানাচ্ছে কারবারিরা ৷

এই হাট থেকে মুর্শিদাবাদ, সেখান থেকে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যায় গরু ৷ কারবারিদের কাছ থেকে উঠে এল সেই তথ্য ৷ বীরভূমের ইলামবাজারের সুখবাজার গরুর হাট দক্ষিণবঙ্গের সব থেকে বড় পশুহাট হিসাবে পরিচিত ৷ অভিযোগ, এই গরুর হাট থেকে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গরুপাচার হয় । এমনকি এই হাট থেকেই বাংলাদেশে গরুপাচারের অভিযোগ ওঠে ৷

Cattle smuggling still rampant in Birbhum
মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গরুপাচার হয়

তদন্তে নেমে এই হাট থেকে একাধিক নথি পায় সিবিআই অফিসারেরা । তারপরই গরুপাচার কাণ্ডের অন্যতম চক্রি এনামূল হককে গ্রেফতার করা হয় ৷ নাম উঠে আসে অনুব্রত মণ্ডলের ৷ গরুপাচার কাণ্ডে তদন্তের জন্য একাধিকবার তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসের হাজিরা দেওয়ার নোটিশ দেয় সিবিআই । ইতিমধ্যে তাঁর দেহরক্ষী সাহগেল হোসেনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সিবিআই । এত কিছুর পরেও ইলামবাজার থেকে রমরমিয়ে চলছে গরুপাচার (Cattle smuggling still rampant in Birbhum)।

সিবিআই তদন্তের মাঝেই বীরভূম থেকে রমরমিয়ে চলছে গরুপাচার

কারবারিদের কাছ থেকে জানা গিয়েছে, এক একটি গরুর দাম 8 থেকে 12 হাজার টাকা ৷ বড় গরুর দাম 25 থেকে 40 হাজার টাকা পর্যন্ত হয় ৷ ইলামবাজারের সুখবাজার হাট থেকে চৌপাহারির জঙ্গল, সোনাঝুরি জঙ্গল হয়ে চলছে পাচার ৷

Cattle smuggling still rampant in Birbhum
কারবারিদের কাছ থেকে উঠে এল সেই তথ্য

আরও পড়ুন : Anubrata Mandal : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

প্রসঙ্গত, প্রাণী সুরক্ষা আইন অনুযায়ী গাড়ি করে গবাদিপশু নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি ৷ তা সত্ত্বেও পুলিশকে টাকা দিয়েই মিলছে ছাড়পত্র ৷ গাড়ি পিছু 50 থেকে 200 টাকা পর্যন্ত দিতে হয় পুলিশকে ৷ এমনটাই জানাচ্ছেন কারবারিরা ৷ প্রতি শনিবার একদিনে কোটি টাকার লেনদেন হয় এই হাটে । এক কথায় সিবিআই তদন্তের মাঝেই বীরভূম থেকে চলছে গরু পাচার ৷ কারবারিরা বলেন, "সুখবারার হাট থেকে নিয়ে যাচ্ছি গরু ৷ বেআইনি তো বটেই, হাটিয়ে নিয়ে যেতে পারব না । পুলিশ টাকা নিয়েই ছেড়ে দেয় ৷ মুর্শিদাবাদেও যায় গরু, রাতের অন্ধকারে পাচার হয় ।" তবে এবিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.