বোলপুর, 14 জুলাই : অনুব্রত মণ্ডলের কনভয়ের মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত । নিয়ন্ত্রণ হারিয়ে শান্তিনিকেতন সোনাঝুরির বৈদ্যুতিন খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি ৷ আহত হন 5 জন মহিলা নিরাপত্তারক্ষী । তাঁদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর । তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলকোটে দলীয় নেতা খুন হয়েছেন ৷ সেই কারণে এদিন মঙ্গলকোটে যান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তিনি বাড়ি ফিরতেই তাঁর কনভয়ে থাকা মহিলা নিরাপত্তারক্ষীদের গাড়িটি সিউড়ির উদ্দেশে রওনা দেয় । পথে সোনাঝুরির রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে লোহার বৈদ্যুতিন খুঁটিতে ধাক্কা মারে বোলেরো গাড়িটি । জানা গিয়েছে, এক মহিলা পুলিশ আধিকারিক সহ 5 জন মহিলা পুলিশ কর্মী ছিলেন গাড়িটিতে । গুরুতর আহত হন আধিকারিক সহ 3 জন ।
আরও পড়ুন : ভোটে লিড না পাওয়ায় একাধিক নেতাকে পদ থেকে সরালেন অনুব্রত
আহতদের উদ্ধার করে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ । দুর্ঘটনাটি কিভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷