ETV Bharat / state

Rampurhat Murder: ডিভোর্স পাচ্ছে না দিদি, জামাইবাবুকে খুন করল 'গুণধর' শ্যালক - রামপুরহাট খুন

জামাইবাবুকে তরোয়ালের কোপ মেরে খুন করল শ্যালক ও তার বন্ধু । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে (Rampurhat Murder) ।

Rampurhat Murder
রামপুরহাটে জামাইবাবুকে খুন করল শ্যালক
author img

By

Published : Dec 24, 2022, 11:27 AM IST

Updated : Dec 24, 2022, 12:34 PM IST

রামপুরহাটে জামাইবাবুকে খুন করল শ্যালক

রামপুরহাট, 24 ডিসেম্বর: দিদিকে ডিভোর্স না দেওয়ায় জামাইবাবুর গলায় তরোয়ালের কোপ মেরে খুন করল শ্যালক ও তার এক বন্ধু । মৃতের নাম কৃষ্ণ কর্মকার ৷ পুলিশ অভিযুক্ত শ্যালক বিশাল মাল এবং তার বন্ধু রাহুল পাণ্ডেকে গ্রেফতার করেছে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায় (Rampurhat Murder) ।

জানা গিয়েছে, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের বোনের । বিশালের পরিবার কৃষ্ণ কর্মকারের সঙ্গে ডিভোর্স চাইছিল । তাতে কৃষ্ণ কর্মকার কিছুতেই রাজি হচ্ছিলেন না । শুক্রবার রাতে নিশ্চিন্তপুরের নিজের মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ । সেই সময় বিশাল তার বাড়িতে চার থেকে পাঁচজন বন্ধুকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয় এবং তাঁর গলায় তরোয়ালের কোপ মারে বলে অভিযোগ । তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বিশাল মালের বন্ধু রাহুল পাণ্ডেকে ধরে ফেলেন । এরপর তাকে বেধড়ক মারধর করে বেঁধে রাখেন । পরে তাকে পুলিশের হাতে তুলে দেন এলাকার মানুষজন ।

এদিকে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণ কর্মকারকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান । এদিকে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশাল মালের বন্ধু রাহুল পাণ্ডেকে গ্রেফতার করে । ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।

আরও পড়ুন: 7 মাস আগে 'খুন' করে প্রেমিকার দেহ লোপাটের চেষ্টা, গ্রেফতার যুবক

রামপুরহাটে জামাইবাবুকে খুন করল শ্যালক

রামপুরহাট, 24 ডিসেম্বর: দিদিকে ডিভোর্স না দেওয়ায় জামাইবাবুর গলায় তরোয়ালের কোপ মেরে খুন করল শ্যালক ও তার এক বন্ধু । মৃতের নাম কৃষ্ণ কর্মকার ৷ পুলিশ অভিযুক্ত শ্যালক বিশাল মাল এবং তার বন্ধু রাহুল পাণ্ডেকে গ্রেফতার করেছে ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর এলাকায় (Rampurhat Murder) ।

জানা গিয়েছে, বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের বোনের । বিশালের পরিবার কৃষ্ণ কর্মকারের সঙ্গে ডিভোর্স চাইছিল । তাতে কৃষ্ণ কর্মকার কিছুতেই রাজি হচ্ছিলেন না । শুক্রবার রাতে নিশ্চিন্তপুরের নিজের মাসির বাড়িতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণ । সেই সময় বিশাল তার বাড়িতে চার থেকে পাঁচজন বন্ধুকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কর্মকারের উপর চড়াও হয় এবং তাঁর গলায় তরোয়ালের কোপ মারে বলে অভিযোগ । তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বিশাল মালের বন্ধু রাহুল পাণ্ডেকে ধরে ফেলেন । এরপর তাকে বেধড়ক মারধর করে বেঁধে রাখেন । পরে তাকে পুলিশের হাতে তুলে দেন এলাকার মানুষজন ।

এদিকে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণ কর্মকারকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান । এদিকে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশাল মালের বন্ধু রাহুল পাণ্ডেকে গ্রেফতার করে । ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ ।

আরও পড়ুন: 7 মাস আগে 'খুন' করে প্রেমিকার দেহ লোপাটের চেষ্টা, গ্রেফতার যুবক

Last Updated : Dec 24, 2022, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.