ETV Bharat / state

BJP নেতা খুনের পর উত্তপ্ত লাভপুর; থানা ঘেরাও, বোমাবাজি

author img

By

Published : Aug 18, 2019, 2:15 PM IST

BJP নেতা খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে লাভপুর থানা ঘেরাও ৷ পাশের একটি গ্রামে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ ৷

ঘটনাস্থানের ছবি

লাভপুর, 18 অগাস্ট : মণিরুল ইসলাম ঘনিষ্ঠ নেতাকে খুনের ঘটনাকে কেন্দ্র করে লাভপুরের হাতিয়া গ্রামে সংঘর্ষে জড়াল BJP ও তৃণমূল কংগ্রেস ৷ দু'পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় ৷ জখম হয়েছে উভয়পক্ষের চারজন ৷ দু'জনকে আটক করেছে পুলিশ ৷

গতরাত 9টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী লাভপুরের BJP নেতা ডালু শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ মৃত্যু হয় তাঁর ৷ পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ সকালে লাভপুর থানা ঘেরাও করেন BJP কর্মী-সমর্থকরা ৷

এই ঘটনার জেরে পাশের হাতিয়া গ্রামে BJP ও তৃণমূলের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় ৷ রাস্তায় বোমা পড়ে থাকতে দেখা যায় ৷ পরিস্থিতি সামাল দিতে গ্রামে পুলিশ ও কমব্যাট ফোর্স টহল দিচ্ছে । দু'জনকে আটক করা হয়েছে ৷

লাভপুর, 18 অগাস্ট : মণিরুল ইসলাম ঘনিষ্ঠ নেতাকে খুনের ঘটনাকে কেন্দ্র করে লাভপুরের হাতিয়া গ্রামে সংঘর্ষে জড়াল BJP ও তৃণমূল কংগ্রেস ৷ দু'পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় ৷ জখম হয়েছে উভয়পক্ষের চারজন ৷ দু'জনকে আটক করেছে পুলিশ ৷

গতরাত 9টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী লাভপুরের BJP নেতা ডালু শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ মৃত্যু হয় তাঁর ৷ পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ সকালে লাভপুর থানা ঘেরাও করেন BJP কর্মী-সমর্থকরা ৷

এই ঘটনার জেরে পাশের হাতিয়া গ্রামে BJP ও তৃণমূলের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় ৷ রাস্তায় বোমা পড়ে থাকতে দেখা যায় ৷ পরিস্থিতি সামাল দিতে গ্রামে পুলিশ ও কমব্যাট ফোর্স টহল দিচ্ছে । দু'জনকে আটক করা হয়েছে ৷

Intro:মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা খুনের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন লাভপুর থানা ঘেরাও করেন কর্মী সমর্থকেরা। অন্যদিকে, এই ঘটনার জেরে পাশের হাতিয়া গ্রামে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়ে যায় ব্যপক বোমাবাজি। ঘটনায় আহত দুপক্ষের ৪ জন। পুলিশ ২ জনকে আটক করেছে।Body:লাভপুর, ১৮ আগস্টঃ মনিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা খুনের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন লাভপুর থানা ঘেরাও করেন কর্মী সমর্থকেরা। অন্যদিকে, এই ঘটনার জেরে পাশের হাতিয়া গ্রামে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়ে যায় ব্যপক বোমাবাজি। ঘটনায় আহত দুপক্ষের ৪ জন। পুলিশ ২ জনকে আটক করেছে।

লাভপুরের দ্বারকা গ্রাম পঞ্চায়েতের মীরবাঁধ গ্রামে বিধায়ক মণিরুল ইসলাম ঘনিষ্ঠ বিজেপি নেতা ডালু শেখকে বোমা মেরে খুন করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এদিন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে লাভপুর থানা ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকেরা। গ্রামে উত্তেজনা থাকায় প্রায় পুরুষ শূন্য থমথমে পরিবেশ।
অন্যদিকে, মীরবাঁধ গ্রামের উত্তেজনার আঁচ পরে পাশের হাতিয়া গ্রামে। এই গ্রামে বিজেপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের মধ্যে শুরু হয়ে যায় মুড়িমুড়কির মত বোমাবাজি। গ্রামের রাস্তায় তাজা বোমা পরে থাকতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স টহল দিচ্ছে। যদিও দুটি গ্রামেই উত্তেজনা রয়েছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.