ETV Bharat / state

বাঁশ, লাঠি হাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাড়া BJP মহিলা কর্মীদের - birbhum

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর । এলাকার BJP কর্মী সমর্থকদের মারধর ও তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে । অভিযুক্ত তৃণমূল । অন্যদিকে হাতে বাঁশ, লাঠি নিয়ে BJP-র মহিলা কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন ।

লাঠী হাতে BJP-র মহিলা কর্মী
author img

By

Published : May 25, 2019, 8:13 PM IST

Updated : May 26, 2019, 7:10 AM IST

নানুর, 25 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর । এলাকার BJP কর্মী সমর্থকদের মারধর ও তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে । অভিযুক্ত তৃণমূল । অন্যদিকে হাতে বাঁশ, লাঠি নিয়ে BJP-র মহিলা কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন ।

লোকসভা নির্বাচনে নানুরের একাধিক গ্রামে লিড পেয়েছে BJP । ফলপ্রকাশের পর থেকেই চারকল গ্রামে উত্তেজনা ছড়ায় । BJP-র অভিযোগ, কর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধর করে তৃণমূলের লোকজন । বাড়িঘরও ভাঙচুর করা হয় । এরপর আজ সকালে ফের আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । পালটা BJP-র মহিলা কর্মীরা লাঠি, বাঁশ হাতে দুষ্কৃতীদের তাড়া করে ।

পরে খবর পেয়ে নানুর থানার পুলিশ, কমব্যাট ফোর্স ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে যায় । পরিস্থিতি সামাল দিতে নানুরের চারকল গ্রামজুড়ে চলছে পুলিশ ও কমব্যাট ফোর্সের টহল ।

নানুর, 25 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর । এলাকার BJP কর্মী সমর্থকদের মারধর ও তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে । অভিযুক্ত তৃণমূল । অন্যদিকে হাতে বাঁশ, লাঠি নিয়ে BJP-র মহিলা কর্মীরা প্রতিরোধ গড়ে তোলেন ।

লোকসভা নির্বাচনে নানুরের একাধিক গ্রামে লিড পেয়েছে BJP । ফলপ্রকাশের পর থেকেই চারকল গ্রামে উত্তেজনা ছড়ায় । BJP-র অভিযোগ, কর্মীদের বাড়িতে চড়াও হয়ে মারধর করে তৃণমূলের লোকজন । বাড়িঘরও ভাঙচুর করা হয় । এরপর আজ সকালে ফের আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । পালটা BJP-র মহিলা কর্মীরা লাঠি, বাঁশ হাতে দুষ্কৃতীদের তাড়া করে ।

পরে খবর পেয়ে নানুর থানার পুলিশ, কমব্যাট ফোর্স ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামে যায় । পরিস্থিতি সামাল দিতে নানুরের চারকল গ্রামজুড়ে চলছে পুলিশ ও কমব্যাট ফোর্সের টহল ।

sample description
Last Updated : May 26, 2019, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.