বোলপুর, 24 মে : লোকসভা ভোটের আগে বলেছিলেন, তাঁর জেলার দুটি আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন বাড়বে। বীরভূমে শতাব্দী রায়কে 10 লাখ ভোটে জেতানোর কথা বলেছিলেন । ব্যবধান তো বাড়েইনি, উলটে গতবারের থেকে কমে গেছে । এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী শতাব্দী রায় পেয়েছেন 654077 টি ভোট । জিতেছেন প্রায় 90 হাজারের মার্জিনে । এই পরিস্থিতিতে দলের জেলা সভাপতি পদে থাকবেন কি না তা নিয়ে সংশয়ে অনুব্রত । বললেন, "সভাপতির পদে থাকব কি না ভাবনাচিন্তা করছি ।"
বীরভূমের দুটি আসন ঘরে এলেও রাজ্যে গেরুয়া ঝড়ে রীতিমতো বিপর্যস্ত তৃণমূল । বীরভূমে তৃণমূল কংগ্রেস জিতলেও স্বস্তিতে নেই দল । কারণ এই লোকসভা কেন্দ্রের বোলপুর শহরে লিড পেয়েছে BJP । শুধু তাই নয় শহরের যে এলাকার বাসিন্দা অনুব্রত সেই 15 নম্বর ওয়ার্ডেও লিড পেয়েছে BJP ।
কিন্তু, কেন BJP-র ভোট বাড়ল ? অনুব্রতর যুক্তি, "CPIM এর প্রায় 4 লাখ 92 হাজার ভোট BJP-র খাতায় চলে গেছে ।" বীরভূমের মানুষের উদ্দেশে তিনি বলেন, "কোনও হানাহানি, মারামারি যেন না হয় ।" একসময় অনুব্রত বলেছিলেন আড়াই থেকে তিন লাখ ভোটে জিততে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন । আজ তারই কি ইঙ্গিত দিলেন অনুব্রত ? তা খোলনা করেননি । শুধু বললেন, "প্রেসিডেন্ট পদে থাকব কি না তা ভেবে দেখব ।"