শান্তিনিকেতন, 28 আগস্ট : "প্রধানমন্ত্রীর কাছে আমরা CBI তদন্তের দাবি করব । তৃণমূল নেতাদের শাস্তি দিতেই হবে ।" এদিন বিশ্বভারতীর উপাচার্য সঙ্গে বৈঠক করতে এসে এ-কথা বলেন BJP মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল । বৈঠক শেষে প্রাচীরের ভাঙা অংশ দেখতে যান তিনি । তিনি আরও বলেন, "বারবার বলার পরেও পুলিশ থানায় হাত গুটিয়ে বসে ছিল ওই দিন"। পৌষমেলায় স্টল বণ্টন নিয়ে তৃণমূলের নেতারা কাটমানি নেন বলেও অভিযোগ তোলেন তিনি ৷ পাশাপাশি মাঠে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ হয় বলেও অভিযোগ BJP মোর্চার রাজ্য সভানেত্রীর ।
এ-দিন দুপুরে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যের দপ্তরে আসেন BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল সহ BJP-র অন্যান্য মহিলা নেত্রীরা । প্রায় এক ঘণ্টা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন । বৈঠকের সময় বাইরে অপেক্ষা করতে থাকেন BJP-র স্থানীয় নেতা নেত্রীরা । বৈঠক শেষে ভাঙা পৌষমেলার গেট দেখতে যান অগ্নিমিত্রা পল । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এই গেট ভাঙা মানে বাঙালির হৃদয়ে আঘাত করা । তৃণমূলের এখানকার হেভিওয়েট নেতারা ট্রাক্টরে করে লোক নিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে ।"
এই সংক্রান্ত আরও খবর : বিশ্বভারতীর বেদনাদায়ক পরিবেশের অবসান হোক, আবেদন বিশিষ্টদের
প্রসঙ্গত, বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল তারা আর পৌষমেলা ও বসন্ত উৎসব করবে না । এদিন BJP নেত্রী বলেন, "পৌষমেলা ও বসন্ত উৎসব হবে । খুব ভালো ভাবেই হবে ।" তিনি আরও বলেন, "ন্যাশানাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এখানে পাঁচিল হচ্ছে । এই মাঠে বহু সমাজবিরোধী কাজকর্ম হয় । নেশার আসর বসে । তাই এখানে পাঁচিল দেওয়া প্রয়োজন ।"
এই সংক্রান্ত আরও খবর : সুনসান বিশ্বভারতী, তৃণমূল বিধায়কসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
পৌষমেলা সংক্রান্ত বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে অগ্নিমিত্রা পল বলেন, "পৌষমেলায় স্টল বণ্টনের সময় তৃণমূলের চারজন মাত্র 2000 টাকায় স্টল কিনে 30 থেকে 35 হাজার টাকায় বিক্রি করে । তৃণমূল নেতারা কাটমানি নেন এখান থেকে ।" অগ্নিমিত্রা পল বলেন, "বিশ্বভারতীর ঘটনায় আমরা প্রধানমন্ত্রীর কাছে CBI তদন্ত চাইব । CBI তদন্ত করতেই হবে । যে তিন চার জন তৃণমূল নেতার নেতৃত্বে ভাঙচুর হয়েছে তাদের শাস্তি পেতেই হবে ।"
এই সংক্রান্ত আরও খবর : পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ বিশ্বভারতী, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
ঘটনার দিন এখানকার পুলিশ সুপার শ্যাম সিংকে বারবার বলার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ও পুলিশ কার্যত থানায় হাত গুটিয়ে বসে ছিল বলে অভিযোগ করেন BJP নেত্রী অগ্নিমিত্রা পল । ঘটনার দিন এখান থেকে ইট বালি সিমেন্ট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ।