রামপুরহাট, 10জুলাই: কয়েকমাস আগে ফেসবুক ও গুগল থেকে প্রায় দু’কোটি টাকার চাকরির অফার পেয়েছিলেন যাদবপুরের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিশাখ । সেই সময় ফেসবুকে লন্ডনে যোগ দেওয়ার কথা বললেও মত বদলালেন তিনি ৷ রবিবার বিশাখ জানালেন, ফেসবুক নয়, লন্ডনে গুগলের অফিসেই তিনি যোগ দেবেন (Bisakh Mondal Join Google) ৷
সম্প্রতি যাদবপুরের এই কৃতী ছাত্রকে সম্বর্ধনা দিয়েছে রামপুরহাটের বীরভূম জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সকালবেলা নামের একটি সংস্থা ৷ সেই অনুষ্ঠানেই তিনি ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গুগলেই জয়েন করবেন তিনি ৷
আরও পড়ুন: দু’কোটির চাকরি পেয়েছে ছেলে, আনন্দে চোখে জল বিশাখের মায়ের
বীরভূমের রামপুরহাটের বাসিন্দা বিশাখ মণ্ডল ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ৷ মা শিবানী মণ্ডল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করেন । ছেলে বিশাখ যে একদিন ভাল কিছু করবে, সেটা গোড়া থেকেই বিশ্বাস ছিল শিবানীদেবীর ৷ তাই প্রথম থেকেই ছেলের কেরিয়ার গড়তে গড়তে যা যা আত্মত্যাগ করতে হয়, তা করেছেন বারবার ৷ মুর্শিদাবাদের নবগ্রামের শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন রামপুরহাটে ৷ বিশাখের বাবা বীরেন মণ্ডল একজন চাষি ৷ বর্তমানে পারিবারিক আয় মাত্র 18-20 হাজার টাকা ৷ আগামিদিনেই এই আয় পৌঁছবে 2 কোটিতে ৷