ETV Bharat / state

কোরোনা রুখতে উদ্যোগ, ভিনদেশে বা রাজ্যে কর্মরতরা জেলায় ফিরলেই হবে স্বাস্থ্য পরীক্ষা

বহু মানুষ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন । এছাড়া, অনেকেই ভিনদেশেও কাজ করছেন । কোরোনা সংক্রমণ রুখতে তাঁরা ফিরলেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর ৷

image
কোরোনা রুখতে উদ্যোগ
author img

By

Published : Mar 17, 2020, 3:28 AM IST

বীরভূম, 17 মার্চ: কোরোনার সংক্রমণ আটকাতে বীরভূম জেলা থেকে বইরের রাজ্যে বা ভিনদেশে কাজ করতে গিয়েছে এমন মানুষের তালিকা তৈরি করছে জেলা প্রশাসন । এমনকি, তাঁরা কবে ফের বীরভূম ফিরবেন সেই সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হচ্ছে । তাঁরা জেলায় ফিরলেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবে জেলা স্বাস্থ্য দপ্তর ৷

বীরভূম জেলার বহু মানুষ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন । বিশেষ করে নানুর, লাভপুর, ইলামবাজার, খয়রাশোল, নলহাটি, মুরারই, দুবরাজপুর, মল্লারপুর প্রভৃতি এলাকার বহু শ্রমিক হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কেরালা প্রভৃতি এলাকায় শ্রমিকের কাজে যান । এই জেলা থেকে অনেকেই ভিনদেশে কাজের সূত্রে পাড়ি দিয়েছেন । কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় আগেভাগেই এমন একাধিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ।

জেলার বাইরে যে সমস্ত রাজ্য বা দেশে শ্রমিকেরা কর্মরত তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে জেলা প্রশাসন । পঞ্চায়েত ও ব্লক আধিকারিক স্তরের প্রতিনিধি বা সরকারি আধিকারিকরা এই তালিকা তৈরি করেছেন । যে সমস্ত শ্রমিকেরা বাইরে কাজ করছেন তাঁরা কবে ফিরবেন সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে । তাঁরা ফিরলেই তাদের আগেভাগেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে । বীরভূম জেলাকে কোরোনা ভাইরাস সংক্রমণ মুক্ত করতে জেলা প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । জেলা শাসক মৌমিতা গোদারা বসু ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি যৌথভাবে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন । সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ও ব্লক পঞ্চায়েত আধিকারিকদের এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে ।

জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "ভিন রাজ্যে বা দেশে যারা কাজ করতে গিয়েছেন তাদের নামের তালিকা আমরা তৈরি করছি । তারা ফিরলেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । সেইমতো প্রস্তুতিও আগেভাগেই নিয়ে রাখা হয়েছে ।’’

বীরভূম, 17 মার্চ: কোরোনার সংক্রমণ আটকাতে বীরভূম জেলা থেকে বইরের রাজ্যে বা ভিনদেশে কাজ করতে গিয়েছে এমন মানুষের তালিকা তৈরি করছে জেলা প্রশাসন । এমনকি, তাঁরা কবে ফের বীরভূম ফিরবেন সেই সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হচ্ছে । তাঁরা জেলায় ফিরলেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবে জেলা স্বাস্থ্য দপ্তর ৷

বীরভূম জেলার বহু মানুষ পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন । বিশেষ করে নানুর, লাভপুর, ইলামবাজার, খয়রাশোল, নলহাটি, মুরারই, দুবরাজপুর, মল্লারপুর প্রভৃতি এলাকার বহু শ্রমিক হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কেরালা প্রভৃতি এলাকায় শ্রমিকের কাজে যান । এই জেলা থেকে অনেকেই ভিনদেশে কাজের সূত্রে পাড়ি দিয়েছেন । কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় আগেভাগেই এমন একাধিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ।

জেলার বাইরে যে সমস্ত রাজ্য বা দেশে শ্রমিকেরা কর্মরত তাদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছে জেলা প্রশাসন । পঞ্চায়েত ও ব্লক আধিকারিক স্তরের প্রতিনিধি বা সরকারি আধিকারিকরা এই তালিকা তৈরি করেছেন । যে সমস্ত শ্রমিকেরা বাইরে কাজ করছেন তাঁরা কবে ফিরবেন সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে । তাঁরা ফিরলেই তাদের আগেভাগেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে । বীরভূম জেলাকে কোরোনা ভাইরাস সংক্রমণ মুক্ত করতে জেলা প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । জেলা শাসক মৌমিতা গোদারা বসু ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি যৌথভাবে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন । সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ও ব্লক পঞ্চায়েত আধিকারিকদের এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে ।

জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, "ভিন রাজ্যে বা দেশে যারা কাজ করতে গিয়েছেন তাদের নামের তালিকা আমরা তৈরি করছি । তারা ফিরলেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । সেইমতো প্রস্তুতিও আগেভাগেই নিয়ে রাখা হয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.