বীরভূম, 13 মে : যে সমস্ত শ্রমিকেরা ভিন জেলা বা রাজ্য থেকে ফিরছেন তাদের কাছ থেকে মুচলেকা নিচ্ছে জেলা প্রশাসন। মুচলেকায় বলা আছে, জেলায় ফিরে কোয়ারানটিনে থাকতে হবে । কেউ নিয়ম ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সদ্য যে সমস্ত শ্রমিক ট্রেনে বা বাসে ফিরছেন তাদের সরাসরি কোয়ারানটিন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
তৃতীয় দফার লকডাউনের শেষের দিকে ভিন জেলা বা রাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে। ট্রেনে বাসে ফিরছেন বীরভূমের শ্রমিকেরা। এই জেলা থেকে কয়েক হাজার শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে লকডাউনের জেরে আটকে পড়েছিলেন। সদ্য যে সমস্ত শ্রমিকেরা ট্রেনে বাসে ফিরছেন তাঁদের কাছ থেকে একটি করে মুচলেকা নিচ্ছে জেলা প্রশাসন। তাতে বলা আছে জেলায় ফিরে 14 দিন কোয়ারানটিন সেন্টারে থাকতে হবে। শারীরিক অবস্থা অনুযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হবে। এই নিয়ম ভঙ্গ করলে আইনত ব্যবস্থা নেবে প্রশাসন। মুচলেকার ফর্মে সই করিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বীরভূম জেলায় প্রায় পঞ্চাশটি ত্রাণ শিবির ও কোয়ারানটিন সেন্টার করা হয়েছে। সেখানেই রাখা হচ্ছে শ্রমিকদের।
গত তিন দিনে 300 বেশি শ্রমিক বিভিন্ন জেলা ও রাজ্য থেকে বীরভূম জেলায় ফিরেছেন। তাদের কাছে প্রশাসনের তরফে এই মুচলেকা নেওয়া হয়েছে।বীরভূম জেলা শাসক মৌমিতা গদারা বসু বলেন, "যাঁরা ফিরছেন তাঁরা যাতে সঠিকভাবে কোয়ারানটিন সেন্টারে থাকেন, তার জন্য এই মুচলেকা নেওয়া হচ্ছে।"