বোলপুর, 6 মার্চ : বসন্তোৎসবে পুলিশকর্মীরা ব্যস্ত থাকবে, তাই আবির খেলে প্রাক উৎসব উদযাপন করলেন বীরভূম পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় (Birbhum Superintendent of Police joining the Basanta Utsab)। শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে প্রবীন ও নবীন বাসিন্দা, পুলিশকর্মীরা অংশ নেন । উর্দি পরেই আবির খেলায় মাতলেন পুলিশ সুপারও।
আগেই নিজেদের মধ্যে বসন্ত বন্দনা নাম নিয়ে 'অকাল' বসন্তোৎসব উদযাপন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ কিন্তু, দোল পূর্ণিমার দিন বহু মানুষের ঢল নামতে চলেছে শান্তিনিকেতনে । সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাটে বসন্তোৎসবের আয়োজন করা হয়েছে ৷ হাট কমিটি ও বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উদ্যোগে 'বিকল্প বসন্তোৎসব'-এর আয়োজন করা হচ্ছে ৷ সেখানেই উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা । এছাড়াও, শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় বেসরকারি সংস্থার উদ্যোগে নানান অনুষ্ঠান রয়েছে দোল উপলক্ষ্যে ।
তাই ভিড় সামাল দিতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে শান্তিনিকেতনে ৷ তা বলে কি তাঁরা উৎসবে মাতবেন না ? উৎসব তো সকলের জন্য ৷ তাই এদিন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্পগ্রামে বসন্তোৎসব উদযাপন করে পুলিশ । সহকর্মীদের নিয়ে আবির খেললেন বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । এই উৎসবে সামিল হতে শান্তিনিকেতনের প্রবীন মানুষজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল পুলিশের তরফে ৷ এছাড়া, নবীনদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদিন ৷ পুলিশ সুপার ছাড়াও অন্যান্য জেলা পুলিশের আধিকারিকেরা ছিলেন প্রাক- বসন্তোৎসবে ।
আরও পড়ুন: প্রাক বসন্ত উৎসব উদযাপন রায়গঞ্জে
বীরভূম জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "এই প্রথম বসন্তোৎসবে আমি শান্তিনিকেতন । এটা অন্য এক অনুভূতি । তবে উৎসবের দিন পুলিশ কর্মীরা ডিউটিতে প্রচন্ড ব্যস্ত থাকবে ৷ তাই তাদের নিয়ে ও শান্তিনিকেতনে প্রবীনদের নিয়ে প্রাক-বসন্তোৎসব উৎযাপন করলাম ৷ সংস্কৃতির মেলবন্ধন যেভাবে হয়েছে, তাতে আমার খুব ভালো লেগেছে ।"