বীরভূম, 16 মে: বীরভূমের মাটির বাড়ি থেকে সূদুর জার্মানির মাটিতে স্পেশাল অলিম্পিক্সে পাড়ি ৷ এ যেন তাদের কাছে স্বপ্নের মতো ৷ তবে এই দু'জন ছাড়াও, বিভিন্ন ইভেন্টে লালমাটির জেলা থেকে মোট 11 জন জার্মানির বার্লিনে আয়োজিত স্পেশাল অলিম্পিক্সে অংশ নিতে চলেছে ৷
এবছর জার্মানির বার্লিনে বসছে স্পেশাল অলিম্পিক্সের আসর ৷ 14 থেকে 29 জুন পর্যন্ত চলবে ফুটবল, বাস্কেট বল, হ্যান্ডবল ও ভলিবল-সহ একাধিক ইভেন্টে খেলাধুলোর প্রতিযোগিতা । ইতিমধ্যেই এই স্পেশাল অলিম্পিক্সের জন্য ভারতে খেলোয়াড় বাছাই হয়ে গিয়েছে । এপ্রিল মাসে গুজরাত, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে মোট 18 জনকে বাছাই করা হয়েছে । তার মধ্যে 11 জনই বীরভূম জেলার বাসিন্দা ৷ এতে স্বাভাবিকভাবেই গর্বিত জেলার ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরাও ।
এই 11 জনের মধ্যে সিউড়ির 1 নম্বর ব্লকের নগরী কাঁটাবুনি গ্রামের বাসিন্দা পাপিয়া মুর্মু ও ইতি মাল ফুটবল পায়ে বার্লিনে পাড়ি দিচ্ছে । বাঁশ, কঞ্চি, মাটি দিয়ে তৈরি তাদের বাড়ি । কোনওরকমে সংসার চলে ৷ দিন আনা দিন খাওয়া পরিস্থিতি ৷ বিদেশে যাওয়া তো দূর অস্ত, আত্মীয়ের বাড়ি যেতে বাসভাড়াটুকুও জোটাতে ভাবতে হয় তাদের ৷ যদিও পাপিয়া গতবছরও স্পেশাল অলিম্পিক্স খেলতে আমেরিকায় গিয়েছিল ৷
পাপিয়ার কথায়, "স্পেশাল অলিম্পিক্স খেলতে জার্মানি যাচ্ছি । প্রথমে দিল্লি যাব ৷ সেখান কয়েকদিন প্রস্তুতি ম্যাচ হবে ৷ তারপর 11 জুন জার্মানি যাব ৷ এর আগে আমি আমেরিকার গিয়েছিলাম ৷ এবারও সুযোগ পেয়ে খুব ভালো লাগছে ।"
তবে ইতির কাছে এবার প্রথম ৷ গতবছর সুযোগ হয়নি বলে ভীষণ মনখারাপ হয়েছিল ৷ তার কথায়, "ভাবতেও পারছি না জার্মানি যাওয়ার সুযোগ পেয়েছি । বাড়ির সবাই খুব খুশি । অনেক দিনের স্বপ্ন ছিল ।" কথা বলতে গিয়ে আনন্দে চোখের জল বেরিয়ে আসে ইতির মা সুস্মিতা মালের । তিনি বলেন, "একবার নাম এসেও বাতিল হয়ে গিয়েছিল ৷ এবার জার্মানি যাবে ৷ খুব কষ্ট করে মেয়েকে মানুষ করেছি । আজ কত আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারব না । ও বড় হোক এটাই চাই ৷"
আরও পড়ুন : স্পেশাল অলিম্পিক্সের জন্য বীরভূমের মেয়ে পাড়ি দিচ্ছে আমেরিকায়