ETV Bharat / state

Stand with Amartya Sen: অমর্ত্যকে উচ্ছেদের হুঁশিয়ারি ! রবীন্দ্রজয়ন্তীতে গানে গানে প্রতিবাদের সিদ্ধান্ত - protest in Amartya Sen issue

অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারির' প্রতিবাদ তৃতীয় দিনে পড়ল । 25 শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উদযাপনের পাশাপাশি চলবে এই প্রতিবাদ কর্মসূচি ৷ এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ৷

protest in Amartya Sen issue ETV Bharat
তৃণমূলের প্রতিবাদ অমর্ত্য সেনকে হুঁশিয়ারির বিরুদ্ধে
author img

By

Published : May 8, 2023, 2:15 PM IST

অমর্ত্যর 'উচ্ছেদের হুঁশিয়ারির' প্রতিবাদের আজ তৃতীয় দিন

বোলপুর, 8 মে: অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারির' প্রতিবাদে তাঁর 'প্রতীচী' বাড়ির কাছে অবস্থান সোমবার তৃতীয় দিনে পড়ল । এদিনও সকাল থেকে বাউল গান ও রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিবাদ চলতে থাকে ৷ 25 শে বৈশাখও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপনের পাশাপাশি প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ।

6 মে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়ে 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে সিউড়ি জেলা আদালতে ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপক সেন । ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট বিশ্বভারতীর নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ।

প্রসঙ্গত, একাধিকবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিভিন্ন অনুষ্ঠানে ও সংবাদমাধ্যমে অমর্ত্য সেনকে 'জমি দখলকারী' থেকে শুরু করে 'জমি কব্জাকারী' পর্যন্ত বলতে শোনা গিয়েছে । তাই 'ভারতরত্ন' বিশ্ববরেণ্য অমর্ত্য সেনকে হেনস্থা ও অবমাননার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিদ্বজ্জন, শিক্ষাবিদ থেকে অর্থনীতিবিদরা ।

গত শনিবার থেকে তাঁর 'প্রতীচী' বাড়ির সামনে ধরনা মঞ্চ তৈরি করে প্রতিবাদে সামিল হন পরিচালক গৌতম ঘোষ, চিত্র শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী কবীর সুমন, সমাজকর্মী প্রসূন ভৌমিক প্রমুখ ৷ তাতে অংশ নেন বীরভূম জেলা তৃণমূল নেতা-মন্ত্রীরাও ৷ এই প্রতিবাদ তৃতীয় দিনে দিয়ে পড়ল । বাউল গান, রবীন্দ্র সঙ্গীত, বক্তৃতার মধ্য দিয়ে চলে এই প্রতিবাদ কর্মসূচি ।

Stand with Amartya Sen
'প্রতীচী' বাড়ির কাছে অবস্থান তৃণমূলের নেতা-মন্ত্রীর

উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ বিধায়ক ও নেতারা । 25 শে বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে রবীন্দ্র জন্মজয়ন্তী । পাশাপাশি চলবে অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারির' প্রতিবাদ । মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "আমরা এই মঞ্চ থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করব ৷ প্রতিবাদও চলবে 25 শে বৈশাখ পর্যন্ত ।"

আরও পড়ুন: ধরনার দ্বিতীয় দিনে অমর্ত্য সেন প্রসঙ্গে বিশ্বভারতীর বিরুদ্ধে সরব ঠাকুর পরিবারের সদস্য

অমর্ত্যর 'উচ্ছেদের হুঁশিয়ারির' প্রতিবাদের আজ তৃতীয় দিন

বোলপুর, 8 মে: অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারির' প্রতিবাদে তাঁর 'প্রতীচী' বাড়ির কাছে অবস্থান সোমবার তৃতীয় দিনে পড়ল । এদিনও সকাল থেকে বাউল গান ও রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিবাদ চলতে থাকে ৷ 25 শে বৈশাখও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপনের পাশাপাশি প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ।

6 মে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়ে 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে সিউড়ি জেলা আদালতে ও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপক সেন । ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট বিশ্বভারতীর নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে ।

প্রসঙ্গত, একাধিকবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিভিন্ন অনুষ্ঠানে ও সংবাদমাধ্যমে অমর্ত্য সেনকে 'জমি দখলকারী' থেকে শুরু করে 'জমি কব্জাকারী' পর্যন্ত বলতে শোনা গিয়েছে । তাই 'ভারতরত্ন' বিশ্ববরেণ্য অমর্ত্য সেনকে হেনস্থা ও অবমাননার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিদ্বজ্জন, শিক্ষাবিদ থেকে অর্থনীতিবিদরা ।

গত শনিবার থেকে তাঁর 'প্রতীচী' বাড়ির সামনে ধরনা মঞ্চ তৈরি করে প্রতিবাদে সামিল হন পরিচালক গৌতম ঘোষ, চিত্র শিল্পী যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী কবীর সুমন, সমাজকর্মী প্রসূন ভৌমিক প্রমুখ ৷ তাতে অংশ নেন বীরভূম জেলা তৃণমূল নেতা-মন্ত্রীরাও ৷ এই প্রতিবাদ তৃতীয় দিনে দিয়ে পড়ল । বাউল গান, রবীন্দ্র সঙ্গীত, বক্তৃতার মধ্য দিয়ে চলে এই প্রতিবাদ কর্মসূচি ।

Stand with Amartya Sen
'প্রতীচী' বাড়ির কাছে অবস্থান তৃণমূলের নেতা-মন্ত্রীর

উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী-সহ বিধায়ক ও নেতারা । 25 শে বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে রবীন্দ্র জন্মজয়ন্তী । পাশাপাশি চলবে অমর্ত্য সেনকে 'উচ্ছেদের হুঁশিয়ারির' প্রতিবাদ । মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "আমরা এই মঞ্চ থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করব ৷ প্রতিবাদও চলবে 25 শে বৈশাখ পর্যন্ত ।"

আরও পড়ুন: ধরনার দ্বিতীয় দিনে অমর্ত্য সেন প্রসঙ্গে বিশ্বভারতীর বিরুদ্ধে সরব ঠাকুর পরিবারের সদস্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.