ETV Bharat / state

বাহিনীর কর্তব্যরত আইজির তারাপীঠে পুজো নিয়ে প্রশ্ন - তারাপীঠে সিআরপিএফ এর আইজি

তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে যান সিআরপিএফ আইজি এসকে মোহান্তি ৷ সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করেন । পুজো দিয়ে বেরিয়ে তিনি জানান, প্রথমবার তিনি তারাপীঠে এলেন ৷ অনেকদিন শুনলেও আগে আসার সুযোগ হয়নি ৷

তারাপীঠে পুজো নিয়ে উঠল একাধিক প্রশ্ন
তারাপীঠে পুজো নিয়ে উঠল একাধিক প্রশ্ন
author img

By

Published : Apr 29, 2021, 3:46 PM IST

Updated : Apr 29, 2021, 4:06 PM IST

তারাপীঠ, 29 এপ্রিল: আজ শেষদফা নির্বাচনে বীরভূমে ভোটগ্রহণ ৷ শেষদফা ভোটে এর জন্য বীরভূমে কপ্টারে করে আসেন সিআরপিএফ-এর আইজি এসকে মোহান্তি ৷ এদিন হেলিকপ্টারে নেমে সোজা তিনি তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে যান ৷ সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করেন । পুজো দিয়ে বেরিয়ে তিনি জানান, প্রথমবার তিনি তারাপীঠে এলেন ৷ অনেকদিন শুনলেও আগে আসার সুযোগ হয়নি ৷ পর্যবেক্ষণে এসে সেখানে ঘুরে গেলেন তিনি ৷

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত বীরভূমের সেরকম কোনও অশান্তির খবর নেই । ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে ৷ শুধুমাত্র পরিদর্শন করতেই আজ বীরভূমে এসেছি । পাশাপশি রাজ্যে সমস্ত ভোটই ভাল হয়েছে, বাহিনী সফলভাবে ভোটে সাহায্য করতে পেরেছে৷ ’’

তবে কর্তব্যরত অবস্থায় দলবল নিয়ে পুজো দেওয়ায় প্রশ্নের মুখে পড়েন এসকে মোহান্তি । আর এই খবর পেতেই তাঁকে তলব করে নির্বাচন কমিশন । পুরো বিষয় নিয়ে রিপোর্ট চায় কমিশন । অন্যদিকে দিলীপ ঘোষও আইজির তারাপীঠে পুজো দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন ৷

পুজো দিয়ে বেরিয়ে কী বললেন আইজি

তিনি নিজের টুইটারে পুজো দেওয়ার ভিডিয়ো আপলোড করে লেখেন, বীরভূমের ভোট চলাকালীন সিআরপিএফ-এর আইজি মন্দিরে পুজো দিলেন ৷ এই ঘটনা দেখে অবাক দিলীপবাবু প্রশ্ন করেন, তিনি তাঁর দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে অবগত কি না ৷

  • During the peak polling time in Birbhum, the IG of the Central Forces (CRPF) is surprisingly seen offering puja at Tarapith.
    Is he aware of his own responsibility - and duty!

    It is a cause of grave concern for common people. pic.twitter.com/rsypY0TvB5

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) April 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রশ্ন তুলছে অন্য রাজনৈতিক দলগুলিও । কী ভাবে ভোট চলার সময় এক জন দায়িত্বপ্রাপ্ত আইজি এভাবে দলবল নিয়ে পুজো দিতে গেলেন, তা নিয়েই উঠেছে বিতর্ক ।

আরও পড়ুন : পুনর্নির্বাচনেও তপ্ত শীতলকুচি, আইসিকে আঙুল উঁচিয়ে হুমকি

তারাপীঠ, 29 এপ্রিল: আজ শেষদফা নির্বাচনে বীরভূমে ভোটগ্রহণ ৷ শেষদফা ভোটে এর জন্য বীরভূমে কপ্টারে করে আসেন সিআরপিএফ-এর আইজি এসকে মোহান্তি ৷ এদিন হেলিকপ্টারে নেমে সোজা তিনি তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে যান ৷ সেখান থেকে পুজো দিয়ে বেরিয়ে তিনি বিভিন্ন বুথ পরিদর্শন করেন । পুজো দিয়ে বেরিয়ে তিনি জানান, প্রথমবার তিনি তারাপীঠে এলেন ৷ অনেকদিন শুনলেও আগে আসার সুযোগ হয়নি ৷ পর্যবেক্ষণে এসে সেখানে ঘুরে গেলেন তিনি ৷

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত বীরভূমের সেরকম কোনও অশান্তির খবর নেই । ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে ৷ শুধুমাত্র পরিদর্শন করতেই আজ বীরভূমে এসেছি । পাশাপশি রাজ্যে সমস্ত ভোটই ভাল হয়েছে, বাহিনী সফলভাবে ভোটে সাহায্য করতে পেরেছে৷ ’’

তবে কর্তব্যরত অবস্থায় দলবল নিয়ে পুজো দেওয়ায় প্রশ্নের মুখে পড়েন এসকে মোহান্তি । আর এই খবর পেতেই তাঁকে তলব করে নির্বাচন কমিশন । পুরো বিষয় নিয়ে রিপোর্ট চায় কমিশন । অন্যদিকে দিলীপ ঘোষও আইজির তারাপীঠে পুজো দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন ৷

পুজো দিয়ে বেরিয়ে কী বললেন আইজি

তিনি নিজের টুইটারে পুজো দেওয়ার ভিডিয়ো আপলোড করে লেখেন, বীরভূমের ভোট চলাকালীন সিআরপিএফ-এর আইজি মন্দিরে পুজো দিলেন ৷ এই ঘটনা দেখে অবাক দিলীপবাবু প্রশ্ন করেন, তিনি তাঁর দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে অবগত কি না ৷

  • During the peak polling time in Birbhum, the IG of the Central Forces (CRPF) is surprisingly seen offering puja at Tarapith.
    Is he aware of his own responsibility - and duty!

    It is a cause of grave concern for common people. pic.twitter.com/rsypY0TvB5

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) April 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রশ্ন তুলছে অন্য রাজনৈতিক দলগুলিও । কী ভাবে ভোট চলার সময় এক জন দায়িত্বপ্রাপ্ত আইজি এভাবে দলবল নিয়ে পুজো দিতে গেলেন, তা নিয়েই উঠেছে বিতর্ক ।

আরও পড়ুন : পুনর্নির্বাচনেও তপ্ত শীতলকুচি, আইসিকে আঙুল উঁচিয়ে হুমকি

Last Updated : Apr 29, 2021, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.