ETV Bharat / state

'ঠেঙিয়ে পগার পার' করতে চেয়ে কমিশনের কোপে অনুব্রত - অনুব্রত

আগেও নির্বাচনের সময়ে অনুব্রতকে বীরভূমে নজরবন্দি করে রেখেছিল নির্বাচন কমিশন ৷ গত লোকসভা ভোটে তাঁর মোবাইল ফোন কমিশনের কাছে জমা রাখতে হয়েছিল ৷

অনুব্রত
অনুব্রত
author img

By

Published : Apr 13, 2021, 6:20 PM IST

বীরভূম,13 এপ্রিল : নির্বাচন কমিশনের কোপের মুখে এবার অনুব্রত মণ্ডল ৷ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে শোকজ করল নির্বাচন কমিশন ৷ "বিজেপিকে মেরে ঠেঙিয়ে পগার পার করে দিন" এই বক্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন ৷ আপত্তিকর মন্তব্যের জন্যই অনুব্রতকে নোটিস দিয়েছে কমিশন ৷ বীরভূম জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো হয়েছে এই নোটিস ৷ আজ রাতের মধ্যেই শো কজের জবাব দিতে হবে অনুব্রত মণ্ডলকে এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে ৷

বিতর্কিত মন্তব্য করে আগেও একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ৷ তাঁর 'চড়াম-চড়াম শব্দে ঢাক বাজনো হবে', কিংবা কর্মীদের উদ্দেশ্যে কোনও সময়ে 'গুড়-বাতাসা', কোনও সময়ে নকুলদানা তৈরি রাখার নিদান নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ তবুও থামেননি দাপুটে নেতা ৷ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই করে গিয়েছেন একের পর এক মন্তব্য ৷ একাধিক কটুক্তিও শোনা গেছে তাঁর মুখ থেকে ৷ আগেও নির্বাচনের সময়ে অনুব্রতকে বীরভূমে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন ৷ গত লোকসভা ভোটে তাঁর মোবাইল ফোন কমিশনের কাছে জমা রাখতে হয়েছিল ৷ তাতেও অনুব্রতের মুখে লাগাম পড়ানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : অনিল বসুর সোনাগাছি থেকে আজকের কাজের মাসি, বঙ্গ রাজনীতিতে কু-মন্তব্যের স্রোত অব্যহত

উল্লেখ্য, নির্বাচন কমিশন রাহুল সিনহার উপর নির্বাচনী প্রচারে 48 ঘণ্ডার নিষেধাজ্ঞা জারি করেছে ৷ শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে সতর্ক করেছে কমিশন এবং দিলীপ ঘোষকে শোকজ করেছে কমিশন ৷ গতকাল থেকে আজ রাত আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারেও নিষেধাজ্ঞা জারি করে কমিশন ৷

বীরভূম,13 এপ্রিল : নির্বাচন কমিশনের কোপের মুখে এবার অনুব্রত মণ্ডল ৷ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে শোকজ করল নির্বাচন কমিশন ৷ "বিজেপিকে মেরে ঠেঙিয়ে পগার পার করে দিন" এই বক্তব্যের জন্য অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন ৷ আপত্তিকর মন্তব্যের জন্যই অনুব্রতকে নোটিস দিয়েছে কমিশন ৷ বীরভূম জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো হয়েছে এই নোটিস ৷ আজ রাতের মধ্যেই শো কজের জবাব দিতে হবে অনুব্রত মণ্ডলকে এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে ৷

বিতর্কিত মন্তব্য করে আগেও একাধিক প্রশ্নের মুখে পড়েছিলেন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ৷ তাঁর 'চড়াম-চড়াম শব্দে ঢাক বাজনো হবে', কিংবা কর্মীদের উদ্দেশ্যে কোনও সময়ে 'গুড়-বাতাসা', কোনও সময়ে নকুলদানা তৈরি রাখার নিদান নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ তবুও থামেননি দাপুটে নেতা ৷ নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই করে গিয়েছেন একের পর এক মন্তব্য ৷ একাধিক কটুক্তিও শোনা গেছে তাঁর মুখ থেকে ৷ আগেও নির্বাচনের সময়ে অনুব্রতকে বীরভূমে নজরবন্দি করেছে নির্বাচন কমিশন ৷ গত লোকসভা ভোটে তাঁর মোবাইল ফোন কমিশনের কাছে জমা রাখতে হয়েছিল ৷ তাতেও অনুব্রতের মুখে লাগাম পড়ানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : অনিল বসুর সোনাগাছি থেকে আজকের কাজের মাসি, বঙ্গ রাজনীতিতে কু-মন্তব্যের স্রোত অব্যহত

উল্লেখ্য, নির্বাচন কমিশন রাহুল সিনহার উপর নির্বাচনী প্রচারে 48 ঘণ্ডার নিষেধাজ্ঞা জারি করেছে ৷ শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে সতর্ক করেছে কমিশন এবং দিলীপ ঘোষকে শোকজ করেছে কমিশন ৷ গতকাল থেকে আজ রাত আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারেও নিষেধাজ্ঞা জারি করে কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.