ETV Bharat / state

'নিখোঁজ' কেষ্টর খোঁজ মিলল তারাপীঠের মন্দিরে - birbhum

নজরবন্দি হয়েও সকাল থেকে কমিশনকে ঘোল খাইয়ে বেড়ালেন অনুব্রত মণ্ডল ৷ আর তাঁর কনভয় ধাওয়া করেও তাঁকে ধরকতে ব্যর্থ হলেন কমিশনের কর্তারা ৷ এই পরিস্থিতিতে শেষ অবধি তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সময় অনুব্রত মণ্ডলকে খুঁজে পাওয়া গেল দুপুর আড়াইটে নাগাদ ৷

তারাপীঠ মন্দিরে অনুব্রত মণ্ডল ৷
তারাপীঠ মন্দিরে অনুব্রত মণ্ডল ৷
author img

By

Published : Apr 28, 2021, 4:15 PM IST

Updated : Apr 28, 2021, 4:41 PM IST

বীরভূম, 28 এপ্রিল: নজরবন্দি অনুব্রত মণ্ডল সকাল থেকেই বেরিয়েছেন জেলা পরিদর্শনে । আর সেই সকাল থেকেই অনুব্রতর কনভয়ের পিছনে ধাওয়া করেও ব্যর্থ নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । শেষ পর্যন্ত দুপুর আড়াইটে নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সময় কমিশনের লোকজন 'খোঁজ' পেলেন অনুব্রতর ৷

এবার নির্বাচনের আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজিরবন্দি করেছে নির্বাচন কমিশন । তবে তার পরোয়া না করে এদিন সকালে হঠাৎই নিরাপত্তারক্ষীদের নিয়ে বেরিয়ে যান অনুব্রত । প্রথমে নানুরে তৃণমূল কার্যালয়ে নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন । একই ভাবে সেখান থেকে লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, তারাপীঠে দলীয় কার্যালয়ে 15 মিনিট করে বৈঠকও করেন অনুব্রত । কমিশনের ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনুব্রতর গাড়ি ধাওয়া করেও ধরতে পারেননি । সকাল থেকে অনুব্রতকে ধাওয়া করে ব্যর্থ কমিশন । এই মুহূর্তে তারাপীঠে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন তিনি । শেষ অবধি দুপুর আড়াইটে নাগাদ তাঁকে 'খুঁজে পান' কমিশনের কর্তারা ৷

নির্বাচন কমিশনের নজরবন্দি অনুব্রত পুজো দিলেন তারাপীঠ মন্দিরে ৷

প্রসঙ্গত, 2016 সালে একই ভাবে নজরবন্দি অবস্থায় জেলা ঘুরে বেড়িয়েছিলেন তিনি । আর কমিশনের ম্যাজিস্ট্রেট তাঁর গাড়ির পিছন পিছন নজর রেখে গিয়েছিলেন । কিন্তু, এবার কমিশন অনুব্রতকে ধাওয়া করে কার্যত ব্যর্থ । এমন নাটকীয় রূপ দেখা গেল দিনভর ।

আরও পড়ুন: শেষ দফায় নির্বাচন কমিশনের নজরে বীরভূম ও অনুব্রত মণ্ডল

বীরভূম, 28 এপ্রিল: নজরবন্দি অনুব্রত মণ্ডল সকাল থেকেই বেরিয়েছেন জেলা পরিদর্শনে । আর সেই সকাল থেকেই অনুব্রতর কনভয়ের পিছনে ধাওয়া করেও ব্যর্থ নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । শেষ পর্যন্ত দুপুর আড়াইটে নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সময় কমিশনের লোকজন 'খোঁজ' পেলেন অনুব্রতর ৷

এবার নির্বাচনের আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজিরবন্দি করেছে নির্বাচন কমিশন । তবে তার পরোয়া না করে এদিন সকালে হঠাৎই নিরাপত্তারক্ষীদের নিয়ে বেরিয়ে যান অনুব্রত । প্রথমে নানুরে তৃণমূল কার্যালয়ে নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন । একই ভাবে সেখান থেকে লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, তারাপীঠে দলীয় কার্যালয়ে 15 মিনিট করে বৈঠকও করেন অনুব্রত । কমিশনের ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনুব্রতর গাড়ি ধাওয়া করেও ধরতে পারেননি । সকাল থেকে অনুব্রতকে ধাওয়া করে ব্যর্থ কমিশন । এই মুহূর্তে তারাপীঠে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিচ্ছেন তিনি । শেষ অবধি দুপুর আড়াইটে নাগাদ তাঁকে 'খুঁজে পান' কমিশনের কর্তারা ৷

নির্বাচন কমিশনের নজরবন্দি অনুব্রত পুজো দিলেন তারাপীঠ মন্দিরে ৷

প্রসঙ্গত, 2016 সালে একই ভাবে নজরবন্দি অবস্থায় জেলা ঘুরে বেড়িয়েছিলেন তিনি । আর কমিশনের ম্যাজিস্ট্রেট তাঁর গাড়ির পিছন পিছন নজর রেখে গিয়েছিলেন । কিন্তু, এবার কমিশন অনুব্রতকে ধাওয়া করে কার্যত ব্যর্থ । এমন নাটকীয় রূপ দেখা গেল দিনভর ।

আরও পড়ুন: শেষ দফায় নির্বাচন কমিশনের নজরে বীরভূম ও অনুব্রত মণ্ডল

Last Updated : Apr 28, 2021, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.