কীর্ণাহার (বীরভূম), 25 এপ্রিল : সপ্তম দফার ভোটের একদিন আগে ফের উস্কানিমূলক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পুলিশকে ভয় পাওয়ার দরকার নেই । কারণ, দাদার পুলিশ এসে গেছে ৷ এদিক-ওদিক হলে ফের শীতলকুচি হবে ৷ একবার কমিশনের আতস কাঁচের তলায় আসার পর, ফের শীতলকুচি নিয়ে একই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ নানুরে এক সভায় ভাষণ দিতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন তিনি ৷ পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে পুলিশের মেরুদণ্ডও সোজা করে দেওয়া হবে বলে জানান খড়গপুরের সাংসদ ৷
এদিন নানুর বিধানসভার কীর্ণাহারে একটি সভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রশাসন নিয়ে দিলীপের অভিযোগ, বীরভূমের মানুষ পুলিশে অভিযোগ করতে পারেন না । কারণ বীরভূমের তৃণমূল নেতারা পুলিশকে বোমা মারতে বলেন ৷ তাঁর এই কথায় স্পষ্ট, অনুব্রত মণ্ডলকেই নিশানা করেছেন দিলীপ ঘোষ ৷ এরপরেই তিনি বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে পুলিশের মেরুদণ্ড সোজা হয়ে যাবে ৷’’ পুলিশকে চমকালে জেলের ভাত খেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ৷
এতদূর ঠিক থাকলেও, এর পরেই বিতর্কিত মন্তব্য করে বসেন রাজ্য বিজেপি সভাপতি ৷ ফের একবার শীতলকুচি প্রসঙ্গ টেনে এনে দিলীপ ঘোষ বলেন, ‘‘কোনও লাল চোখ বা নীল চোখকে ভয় পাবেন না ৷ কোনও মোটা নেতা বা পাতলা নেতাকে ভয় পাবেন না ৷ পুলিশকেও ভয় পাওয়ার দরকার নেই ৷ কারণ দাদার পুলিশ এসে গেছে ৷ 8 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে প্রতি বুথে ৷ এদিক-ওদিক হলেই শীতলকুচি ৷ কিচ্ছু করার থাকবে না ৷’’
প্রসঙ্গত, চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় ঠিক কী হয়েছিল? তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে ৷ সেই ঘটনার একদিন পরেই দিলীপ ঘোষ বলেছিলেন, দিকে দিকে শীতলকুচি হবে ৷ যে মন্তব্যের জেরে তাঁকে সতর্ক করার পাশাপাশি নির্বাচন কমিশন 24 ঘণ্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল ৷ এবার বীরভূমে অষ্টম তথা শেষ দফার ভোটের আগে ফের একই মন্তব্য করলেন তিনি ৷ যা নিয়ে ইতিমধ্যেই ফের সমালোচনা শুরু হয়েছে ৷ এখন দেখার বারণ সত্ত্বেও এমন অবিবেচকের মতো মন্তব্য করায় নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় ৷
আরও পড়ুন : ৪ কোটি ভ্যাকসিন মজুত আছে পশ্চিমবঙ্গে : দিলীপ
অন্যদিকে, কীর্ণাহারের প্রচারে এদিন সরকারি চাকরি তথা পুলিশে মহিলাদের নিয়োগ নিয়েও বেশ কিছু প্রতিশ্রুতির কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি ৷ বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে মেয়েদের জন্য 33 শতাংশ সংরক্ষণ করার কথা জানান দিলীপ ঘোষ । সেই সঙ্গে পুলিশে মেয়েদের নিয়ে ‘নব দুর্গা’ নামে 9টি ব্যাটেলিয়ন করার কথা জানান তিনি । তাঁর কথায়, মেয়েদের নিরাপত্তা কেবল মেয়েরাই দিতে পারবে । সশস্ত্র বাহিনীতে ‘মাতঙ্গিনী হাজরা’ নামে তিনটে ব্যাটেলিয়ন হবে । যেখানে বন্দুকধারী মেয়েরাই সমাজকে সুরক্ষিত করবেন বলে জানান দিলীপ ঘোষ ৷