নানুর, 30 এপ্রিল : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নানুর ৷ বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে ৷
নির্বাচন ঘোষণার পর থেকেই নানুরের একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনা ঘটতে দেখা যায়। এমনকি, 29 এপ্রিল অর্থাৎ গতকাল ভোট শুরুর আগে থেকেই নানুরে শুরু হয়ে গিয়েছিল বোমাবাজি, সংঘর্ষ । এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল নানুর ৷ অভিযোগ, গতকাল রাতে নানুরের বন্দর গ্রামে বিজেপি কর্মী সমীর দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । বাড়ির সামনে বোমা রেখে দেওয়ারও অভিযোগ ওঠে । শেখ আলো নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় । রাত থেকেই চলে গ্রাম জুড়ে শাসানি । খবর পেয়ে নানুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যায় । উত্তেজনা থাকায় ঘটনাস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন : নানুরে বিজেপি এজেন্টদের মারধর
নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা জানিয়েছেন, ভোটের পর বিজেপির কর্মীরা বাড়ি ফিরলেই তাদের হুমকি দেওয়া হচ্ছে ৷ বোমাবাজি করা হচ্ছে ৷ পুলিশকে জানানো হয়েছে। যদিও পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল প্রার্থী বিধান মাঝি ৷ জানিয়েছেন, নির্বাচনে হার হয়েছে সেটা কালই বিজেপি বুঝতে পেরেছে ৷ তাই নতুন নাটক করছে।