ETV Bharat / state

নানুরের কুরগ্রামে বোমাবাজি, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

ভোটের মুখে একের পর এক বোমা উদ্ধারে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম ৷ এবার নানুরে একের পর এক গ্রাম থেকে তাজাবোমা উদ্ধার করছে পুলিশ ৷ নানুরের বেজরা গ্রাম থেকে আজ সকালে 40টি তাজাবোমা উদ্ধার হয়েছে ৷

bengal-election-2021-bomb-recover-in-kurgram-while-bombing-at-bjp-workers-house-in-nanur-bribhum
নানুরের কুরগ্রামে বোমাবাজি, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ
author img

By

Published : Mar 24, 2021, 9:25 PM IST

নানুর (বীরভূম), 24 মার্চ : বীরভূমের নানুর থেকে উদ্ধার তাজাবোমা । এমনকি একটি বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয় বলেও অভিযোগ ৷ এদিন নানুরের বেজরা গ্রাম থেকে 40টি তাজাবোমা উদ্ধার হয়েছে ৷ অন্যদিকে, নানুরের বেশ কয়েকটি গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত নানুর।



ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম ৷ বিশেষ করে নানুর বিধানসভা কেন্দ্র ৷ মঙ্গলবার রাতে নানুরের কুরগ্রামে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, নানুরের কুরগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে ওই বোমাবাজি করা হয়েছিল ৷ যার পরেই বুধবার সকালে নানুরের বেজরা গ্রাম থেকে 40টি তাজাবোমা উদ্ধার করেছে পুলিশ ৷ আজ সকালে ঝোপের মধ্যে একটি ড্রামে ওই বোমাগুলি উদ্ধার হয়েছে ৷ বোমাগুলি উদ্ধার করতে বম্ব স্কোয়াডকে ডাকা হয় ৷

নানুরের কুরগ্রামে বোমাবাজি, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

আরও পড়ুন : কাশীপুর ও ফলতায় বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

অন্যদিকে, মঙ্গলবার নানুর বিধানসভার বাসাপাড়ায় মিছিল করেন বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা ৷ ওই মিছিল বাসাপাড়ার তৃণমূল কার্যালয়ের সামনে আসতেই পুলিশের সামনে বাঁশ-লাঠি নিয়ে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। অভিযোগ তৃণমূল কর্মীরা বিজেপির মিছিলে হামলা চালায় ৷ অন্যদিকে রাতে নানুরের হাটসেরান্দি গ্রামে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে ৷ একইভাবে নানুরের সূচপুরে বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। নানুরের কুর গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷

নানুর (বীরভূম), 24 মার্চ : বীরভূমের নানুর থেকে উদ্ধার তাজাবোমা । এমনকি একটি বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয় বলেও অভিযোগ ৷ এদিন নানুরের বেজরা গ্রাম থেকে 40টি তাজাবোমা উদ্ধার হয়েছে ৷ অন্যদিকে, নানুরের বেশ কয়েকটি গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত নানুর।



ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম ৷ বিশেষ করে নানুর বিধানসভা কেন্দ্র ৷ মঙ্গলবার রাতে নানুরের কুরগ্রামে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, নানুরের কুরগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে ওই বোমাবাজি করা হয়েছিল ৷ যার পরেই বুধবার সকালে নানুরের বেজরা গ্রাম থেকে 40টি তাজাবোমা উদ্ধার করেছে পুলিশ ৷ আজ সকালে ঝোপের মধ্যে একটি ড্রামে ওই বোমাগুলি উদ্ধার হয়েছে ৷ বোমাগুলি উদ্ধার করতে বম্ব স্কোয়াডকে ডাকা হয় ৷

নানুরের কুরগ্রামে বোমাবাজি, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ

আরও পড়ুন : কাশীপুর ও ফলতায় বোমা উদ্ধার, তদন্তে পুলিশ

অন্যদিকে, মঙ্গলবার নানুর বিধানসভার বাসাপাড়ায় মিছিল করেন বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা ৷ ওই মিছিল বাসাপাড়ার তৃণমূল কার্যালয়ের সামনে আসতেই পুলিশের সামনে বাঁশ-লাঠি নিয়ে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। অভিযোগ তৃণমূল কর্মীরা বিজেপির মিছিলে হামলা চালায় ৷ অন্যদিকে রাতে নানুরের হাটসেরান্দি গ্রামে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে ৷ একইভাবে নানুরের সূচপুরে বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। নানুরের কুর গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.