বীরভূম, 28 এপ্রিল : শেষ দফার নির্বাচনের 24 ঘণ্টা আগে নানুর ও লাভপুর থেকে তাজা বোমা উদ্ধার হল । তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
রাত পোহালেই বীরভূমে নির্বাচন । নানুর বিধানসভার চারকলগ্রাম পঞ্চায়েতের বনগ্রামে একটা কালভার্টের নীচ থেকে উদ্ধার হল তাজা বোমা । অন্যদিকে, লাভপুর বিধানসভার সাঁইথিয়ার শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েতের সিওর গ্রাম থেকেও উদ্ধার হয় তাজা বোমা ।
আরও পড়ুন : কোভিড রুখতে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের
দুই জায়গাতেই পুলিশ বোমা গুলি ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয় । বোলপুর থেকে সিআইডি বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা গিয়ে বোমাগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করে । দুই জায়গায় প্রায় 80 টি তাজা বোমা উদ্ধার হয়েছে । গত দুই সপ্তাহে লাভপুর, নানুর, ইলামবাজারের 8 জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে ।
এবার পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে আট দফায় ৷ আগামিকাল, বৃহস্পতিবার রাজ্যে অষ্টম দফার নির্বাচন ৷ সেই নির্বাচনে কড়া নজর রয়েছে বীরভূমে ৷ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছে ৷
আরও পড়ুন : সংক্রমণের বাড়বাড়ন্তে কঠোর প্রশাসন, রাস্তায় আটক মাস্কবিহীনদের