রামপুরহাট, 15 জুন : অসুস্থ বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন । তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কার্ডিয়াক, ব্লাড-সুগার, ব্লাড প্রেশার-সহ একাধিক উপসর্গ রয়েছে । হাসপাতালের সিসিইউ-তে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে (Bagtui Massacre accused Anarul Hossain hospitalised in Rampurhat Birbhum) ।
24 মার্চ মুখ্যমন্ত্রীর নির্দেশে বগটুই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারাপীঠের একটি হোটেল থেকে ধরা হয় আনারুলকে ৷ এরপর তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত ৷ যদিও, সিবিআই তার পলিগ্রাফ করতে চাইলেও আদালতে তাতে সম্মতি দেয়নি ৷
আরও পড়ুন : বগটুই হত্যা কাণ্ডে আনরুলের পলিগ্রাফ টেষ্টে স্থগিতাদেশ দিল রামপুরহাট আদালত
21 মার্চ, সোমবার রাতে রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুন হন। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম । উপপ্রধানের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার রাত থেকেই তাঁর অনুগামীরা গ্রামে তাণ্ডব চালায় বলে অভিযোগ ৷ ওইদিনই 10-12টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন 10 জন ৷ এই গণহত্যাকাণ্ডে আনারুল হোসেনের নামও উঠে আসে ৷ 24 মার্চ মুখ্যমন্ত্রী নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করতে বগটুই গ্রামে যান ৷ সেখান থেকে তিনি আনারুল হোসেনকে গ্রেফতারির নির্দেশ দেন ৷