ETV Bharat / state

"বিশ্বভারতীতে দুর্দিন চলছে", আক্ষেপ ঠাকুর পরিবারের সদস্যের

শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিতে এসে বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে আক্ষেপের সুর ঠাকুর পরিবারের সদস্যের গলায় ৷ কী বললেন তিনি ? কীসের আক্ষেপ তাঁর ? শুনলেন ইটিভি ভারতের প্রতিনিধি অভিষেক দত্ত রায় ৷

বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ
author img

By

Published : Jul 7, 2021, 6:46 PM IST

শান্তিনিকেতন, 7 জুলাই : "বিশ্বভারতীতে উৎসব-অনুষ্ঠান নষ্ট হয়ে যাওয়াটাকে আমি পাপ বলে মনে করি । বিশ্বভারতীর দুর্দিন চলছে ৷" এমনটাই বললেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর । আজ আশ্রম কন্যা সংগীত শিল্পী প্রয়াত কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি ৷

1928 সালে 14 জুলাই শান্তিনিকেতনে প্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের সূচনা হয় । তাই আশ্রমিকরা আজ থেকে আগামী সাতদিন বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে থাকেন ৷ পরবর্তীকালে বাইশে শ্রাবণ কবির প্রয়াণ দিবসে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হয় ।

বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ অনুষ্ঠানে রয়েছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর ( বাঁদিক থেকে তৃতীয় জন )
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় । আশ্রম কন্যা হিসেবেও পরিচিত ছিলেন তিনি । আজ শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীতে প্রয়াত শিল্পীর 'আনন্দধারা' বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে অংশ নেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায়, বিথীকা মুখোপাধ্যায় ও সাংস্কৃতিক জগতের আরও বিশিষ্ট ব্যক্তিরা ৷ রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে হলুদ পলাশের গাছ লাগিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করা হয় ।

আরও পড়ুন : কোপাই-অজয় বাঁচাতে মামলার পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত

অনুষ্ঠান শেষে বিশ্বভারতী প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে সুপ্রিয় ঠাকুর বলেন, "প্রতি বছর বিশ্বভারতীতে কবি প্রয়াণ সপ্তাহ অনুষ্ঠান হয়ে থাকে । দুঃখের বিষয় এ বছর তো সেসব দেখলাম না । এইসব উৎসব-অনুষ্ঠান নষ্ট হয়ে যাওয়াটাকে আমি পাপ বলে মনে করি । আশা করি এটা আবার ফেরত পাওয়া যাবে ।"
তাঁর কথায়, "আমি মনে করি, এটা সাময়িক । এটা থাকবে না । এটা আবার ঠিক হয়ে যাবে । একটা দুর্দিন চলছে বিশ্বভারতীর । আশা করি এই দুর্দিন কেটে যাবে । একটা সুদিন ফিরে আসবে বিশ্বভারতীর ।"

বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে বিশ্বভারতীর দুর্দিন প্রসঙ্গে কথা বললেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর

শান্তিনিকেতন, 7 জুলাই : "বিশ্বভারতীতে উৎসব-অনুষ্ঠান নষ্ট হয়ে যাওয়াটাকে আমি পাপ বলে মনে করি । বিশ্বভারতীর দুর্দিন চলছে ৷" এমনটাই বললেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর । আজ আশ্রম কন্যা সংগীত শিল্পী প্রয়াত কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি ৷

1928 সালে 14 জুলাই শান্তিনিকেতনে প্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের সূচনা হয় । তাই আশ্রমিকরা আজ থেকে আগামী সাতদিন বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে থাকেন ৷ পরবর্তীকালে বাইশে শ্রাবণ কবির প্রয়াণ দিবসে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হয় ।

বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ অনুষ্ঠানে রয়েছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর ( বাঁদিক থেকে তৃতীয় জন )
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় । আশ্রম কন্যা হিসেবেও পরিচিত ছিলেন তিনি । আজ শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীতে প্রয়াত শিল্পীর 'আনন্দধারা' বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে অংশ নেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, প্রিয়ম মুখোপাধ্যায়, বিথীকা মুখোপাধ্যায় ও সাংস্কৃতিক জগতের আরও বিশিষ্ট ব্যক্তিরা ৷ রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে হলুদ পলাশের গাছ লাগিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করা হয় ।

আরও পড়ুন : কোপাই-অজয় বাঁচাতে মামলার পথে পরিবেশকর্মী সুভাষ দত্ত

অনুষ্ঠান শেষে বিশ্বভারতী প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে সুপ্রিয় ঠাকুর বলেন, "প্রতি বছর বিশ্বভারতীতে কবি প্রয়াণ সপ্তাহ অনুষ্ঠান হয়ে থাকে । দুঃখের বিষয় এ বছর তো সেসব দেখলাম না । এইসব উৎসব-অনুষ্ঠান নষ্ট হয়ে যাওয়াটাকে আমি পাপ বলে মনে করি । আশা করি এটা আবার ফেরত পাওয়া যাবে ।"
তাঁর কথায়, "আমি মনে করি, এটা সাময়িক । এটা থাকবে না । এটা আবার ঠিক হয়ে যাবে । একটা দুর্দিন চলছে বিশ্বভারতীর । আশা করি এই দুর্দিন কেটে যাবে । একটা সুদিন ফিরে আসবে বিশ্বভারতীর ।"

বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে বিশ্বভারতীর দুর্দিন প্রসঙ্গে কথা বললেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.