ETV Bharat / state

Filling up Pond in Birbhum: বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ - Illegal Pond Filling

বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ বোলপুরে ৷ প্রশাসনের হস্তক্ষেপে কয়েকবছর জলাশয় ভরাট বন্ধ থাকলেও, সম্প্রতি তা ফের শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

Filling up Pond in Birbhum ETV BHARAT
Filling up Pond in Birbhum
author img

By

Published : May 13, 2023, 9:38 PM IST

বোলপুরে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ

বোলপুর, 13 মে: অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলের ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ৷ বাংলার ভূমি অ্যাপে ‘জলাশয়’ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে এই পুকুরটি ৷ তা সত্ত্বেও বাস্ততন্ত্র নষ্ট করে আর্থ মুভার দিয়ে মাটি ও বালি ফেলে ভরাট করা হচ্ছে সেই জলাশয় ৷ বোলপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা এটি ৷ 2020 সালে এই মর্মে ভূমি ও ভূমি সংস্কার দফতর, মহকুমা শাসক ও জেলাশাসকের কাছে অভিযোগ করা হয়েছিল ৷ কিন্তু, প্রশাসনের তরফে এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

গরুপাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এবার তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলর ওমর শেখের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে ৷ বহু বছরের পুরনো এই জলাশয়টিকে বুজিয়ে দেওয়া হচ্ছে ৷ জানা গিয়েছে, জলাশয়টি ভরাট করে বহুতল নির্মাণ করা হবে ৷ তাই দিন-রাত আর্থ মুভার দিয়ে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে জলাশয়টি ৷ বর্তমান পরিস্থিতি এমনই যে, দেখে মনেই হবে না একটা সময় পুকুরটি সাধারণ মানুষ নিত্য ব্যবহার করত ৷

বোলপুরের 15 নম্বর ওয়ার্ডের নতুন পুকুর এলাকায় এই জলাশয়টি এক সময় স্থানীয় মানুষজনের অন্যতম ভরসা ছিল ৷ এই পুকুরের জল বাড়ির কাজকর্ম ও স্নানের কাজে যেমন ব্যবহার করতেন মানুষজনু ৷ তেমনি প্রতিমা নিরঞ্জন করা হত পুকুরে ৷ 2020 সাল থেকে স্থানীয় বাসিন্দা তথা সিপিআইএম-এর প্রবীণ নেতা সমীর ভট্টাচার্য এই মর্মে জেলা এবং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানান ৷ এমনকী বোলপুরের মহকুমা শাসক এবং জেলাশাসকের কাছে একাধিক লিখিত অভিযোগ করেছেন তিনি ৷ সেই অভিযোগের পর মাঝে কয়েকবছর বেআইনি পুকুর ভরাট বন্ধ ছিল ৷ অভিযোগ ফের বহুতল নির্মাণের জন্য পুকুর বুজিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন: কবিগুরুর নাম লেখা দলিল ব্যবহার করে পুকুর ভরাটের অভিযোগ

অভিযোগকারী সমীর ভট্টাচার্য বলেন, ‘‘আমি এই পুকুর ভরাট নিয়ে অভিযোগ করেছিলাম ৷ দাগ নম্বর, রেকর্ড অনুযায়ী এটা জলাশয় ৷ আমার অভিযোগের পর জেলাশাসক আমাকে জানিয়েছিলেন বিষয়টি দেখবেন ৷ এমন কি, বলা হয়েছিল প্রশাসনের কোনও আধিকারিক যদি এই বিষয়ে পদক্ষেপ না নেন তাহলে জানাতে ৷ কিন্তু, আবার দেখছি পুকুরটি ভরাট করে দেওয়া হচ্ছে ৷’’ অরূপ কুমার মুখোপাধ্যায় নামে ওই ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন ৷ বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সঞ্জয় দাস বলেন, ‘‘আমি খোঁজ নিয়ে দেখছি ৷ এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আর বলতে পারব না ৷’’

বোলপুরে বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ

বোলপুর, 13 মে: অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলের ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে ৷ বাংলার ভূমি অ্যাপে ‘জলাশয়’ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে এই পুকুরটি ৷ তা সত্ত্বেও বাস্ততন্ত্র নষ্ট করে আর্থ মুভার দিয়ে মাটি ও বালি ফেলে ভরাট করা হচ্ছে সেই জলাশয় ৷ বোলপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা এটি ৷ 2020 সালে এই মর্মে ভূমি ও ভূমি সংস্কার দফতর, মহকুমা শাসক ও জেলাশাসকের কাছে অভিযোগ করা হয়েছিল ৷ কিন্তু, প্রশাসনের তরফে এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ উঠেছে ৷

গরুপাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এবার তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলর ওমর শেখের ওয়ার্ডে বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে ৷ বহু বছরের পুরনো এই জলাশয়টিকে বুজিয়ে দেওয়া হচ্ছে ৷ জানা গিয়েছে, জলাশয়টি ভরাট করে বহুতল নির্মাণ করা হবে ৷ তাই দিন-রাত আর্থ মুভার দিয়ে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে জলাশয়টি ৷ বর্তমান পরিস্থিতি এমনই যে, দেখে মনেই হবে না একটা সময় পুকুরটি সাধারণ মানুষ নিত্য ব্যবহার করত ৷

বোলপুরের 15 নম্বর ওয়ার্ডের নতুন পুকুর এলাকায় এই জলাশয়টি এক সময় স্থানীয় মানুষজনের অন্যতম ভরসা ছিল ৷ এই পুকুরের জল বাড়ির কাজকর্ম ও স্নানের কাজে যেমন ব্যবহার করতেন মানুষজনু ৷ তেমনি প্রতিমা নিরঞ্জন করা হত পুকুরে ৷ 2020 সাল থেকে স্থানীয় বাসিন্দা তথা সিপিআইএম-এর প্রবীণ নেতা সমীর ভট্টাচার্য এই মর্মে জেলা এবং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানান ৷ এমনকী বোলপুরের মহকুমা শাসক এবং জেলাশাসকের কাছে একাধিক লিখিত অভিযোগ করেছেন তিনি ৷ সেই অভিযোগের পর মাঝে কয়েকবছর বেআইনি পুকুর ভরাট বন্ধ ছিল ৷ অভিযোগ ফের বহুতল নির্মাণের জন্য পুকুর বুজিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন: কবিগুরুর নাম লেখা দলিল ব্যবহার করে পুকুর ভরাটের অভিযোগ

অভিযোগকারী সমীর ভট্টাচার্য বলেন, ‘‘আমি এই পুকুর ভরাট নিয়ে অভিযোগ করেছিলাম ৷ দাগ নম্বর, রেকর্ড অনুযায়ী এটা জলাশয় ৷ আমার অভিযোগের পর জেলাশাসক আমাকে জানিয়েছিলেন বিষয়টি দেখবেন ৷ এমন কি, বলা হয়েছিল প্রশাসনের কোনও আধিকারিক যদি এই বিষয়ে পদক্ষেপ না নেন তাহলে জানাতে ৷ কিন্তু, আবার দেখছি পুকুরটি ভরাট করে দেওয়া হচ্ছে ৷’’ অরূপ কুমার মুখোপাধ্যায় নামে ওই ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি পুকুর ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন ৷ বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সঞ্জয় দাস বলেন, ‘‘আমি খোঁজ নিয়ে দেখছি ৷ এই মুহূর্তে এর থেকে বেশি কিছু আর বলতে পারব না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.